Geography(General)- Population Geography- Suggestions - প্রশ্ন- পরিব্রাজন কাকে বলে? আন্তর্জাতিক পরিব্রাজানর কারণ ও প্রভাবগুলি আলোচনা কর।
Calcutta University || CBCS System || All Semester Suggestions
Geography(General)- Population Geography- Suggestions -Answer
প্রশ্নঃ পরিব্রাজন কাকে বলে? আন্তর্জাতিক পরিব্রাজানর কারণ ও প্রভাবগুলি আলোচনা কর।
Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
Population Geography
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল সাজেশন ( উত্তরসহ )
BA ( General 6th Semester )
আরো দেখো ....
6th Semester Geography(General) Suggestions ( 2023 ) Calcutta University
Population Geography (General) - 6th Semester
জনসংখ্যা ভূগোল
Population Geography
////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////
প্রশ্নঃ পরিব্রাজন কাকে বলে? আন্তর্জাতিক পরিব্রাজানর কারণ ও প্রভাবগুলি আলোচনা করো।
////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////
উত্তরঃ
পরিব্রাজনঃ- বসবাস জীবিকা ও খাদ্য সংগ্রহনের জন্য বা বাধ্যতামূলকভাবে স্থায়ী ও অস্থায়ীরূপে মানুষের স্থান থেকে স্থানান্তরে বিচরণ প্রক্রিয়াকে পরিব্রাজন বলে।
আন্তর্জাতিক পরিব্রাজানর কারণ :
যখন একটি স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে মানুষ পরিব্রাজন করে তখন তাকে আন্তর্জাতিক পরিব্রাজন বলা হয়। এই আন্তর্জাতিক পরিব্রাজনের প্রধান কারণগুলি হল—
(১) আদিম জীবিকাগত কারণ : মূলত পশুপালক, শিকারজীবি বা খাদ্যসংগ্রহকারী যাযাবর মানব সমাজ একদেশ থেকে অন্য দেশে পরিব্রাজন করে। ভারতের উত্তরাংশে নেপাল, ভুটান, বাংলাদেশ প্রভৃতি দেশ থেকে বহু মানুষ বেআইনীভাবে এই কারণে ভারতে অনুপ্রবেশ করে।
(২) রাজনৈতিক কারণ : রাষ্ট্রীয় বা রাজনৈতিক উদ্যোগে যখন কোন সম্প্রদায়ের বা কোন রাজনৈতিক দলের মানুষকে রাষ্ট্র থেকে বিতাড়িত করা হয় তখন বাধ্যতামূলক আন্তর্জাতিক পরিব্রাজন ঘটে। যেমন— নাৎসি জার্মানী থেকে ইহুদীদের বিতাড়নের ঘটনা বা দেশভাগের সময় মুসলমানদের ভারত পরিত্যাগ করে পাকিস্তানে যাওয়া ইত্যাদি।
(৩) প্ররোচনা : ব্যক্তি নিজ ইচ্ছায় স্থানান্তর গমনের সিদ্ধান্তকে কার্যকর করতে এধরণের পরিব্রাজন ঘটে। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানী সৈন্যবাহিনী কর্তৃক গণহত্যার সময় সহস্রাধিক বাংলাদেশী ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।
(৪) শিক্ষা ও কর্মসংস্থান : উচ্চশিক্ষা বা গবেষণার কারণে কোনো স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশ থেকে শিক্ষার্থীরা উন্নত দেশে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য স্থানান্তর গমন করে থাকে। তাছাড়া কর্মসংস্থানগত কারণেও বহু মানুষ অন্যদেশে গিয়ে সাময়িকভাবে বা দীর্ঘস্থায়ীভাবে বসবাস করে। ভারত থেকে বহু মানুষ মধ্য এশিয়ার সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক প্রভৃতি দেশে কর্মসংস্থানের জন্য বসবাস করে।
(৫) পর্যটনগত কারণে: বিভিন্ন পর্যটন স্থান ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন দেশের পর্যটকগন আন্তর্জাতিক গরিরাজন করে থাকেন।
আন্তর্জাতিক পরিব্রাজার প্রভাব:
[১] আন্তর্জাতিক পরিব্রাজনের ফলে বিভিন্ন ভাষাভাষী জাতি ও বর্ণের মানুষের মধ্যে ইতিবাচক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করে।
[২] আন্তর্জাতিক পরিব্রাজনের ফলে শিক্ষাগত উৎকর্ষতা বাড়ে | যেমন-অস্ট্রেলিয়া, কানাডাতে শিক্ষার উৎকর্ষতা বেড়েছে।। [৩] আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই পরিব্রাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ | আমেরিকা প্রবাসী ভারতীয়দের ইতিবাচক ভূমিকার জন্য আমেরিকা ও ভারতের সাম্প্রতিক সম্পর্কের উন্নতি]।
[৪] কৃষি, বাণিজ্য, শিল্প ইত্যাদি অর্থনৈতিক ক্ষেত্রাবলী আন্তর্জাতিক পরিব্রাজনের ফলে লাভবান হয় [ যেমন—ইজরায়েল ১৯৪৮ খ্রিস্টাব্দে জন্মের পর মধ্যপ্রাচ্যের ধূসর মরু অঞ্চলে কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে।
[৫] এই পরিব্রাজনের ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি (উত্তর শ্রীলঙ্কায় জাতিদাঙ্গা] হয়।
[৬] জাতিদাঙ্গা [আফ্রিকার দেশসমূহে], ধর্মযুদ্ধ [ ইজরায়েল, প্যালেস্তাইনে), আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে | ইংল্যান্ডে ইউরোপীয় ও এশিয়দের সংঘর্ষ ।
[৭] এই পরিব্রাজনের জন্য গ্রহীতা দেশে ছোট ছোট জনগোষ্ঠী তৈরি হয়।
[৮] অবৈধ ভিসার সুযোগ নিয়ে সন্ত্রাসবাদী কাজকর্ম আন্তর্জাতিক পরিব্রাজনের কুফল।
[৯] এই পরিব্রাজন উপনিবেশ ও অর্থনৈতিক ঔপনিবেশিকতার সূচনা করে | দক্ষিণ-পূর্ব এশিয়ার ডাচ ও ইংরেজ বণিকদের রবার বাগিচা গঠন, দক্ষিণ আমেরিকায় স্পেন ও পর্তুগাল এবং উত্তর আফ্রিকায় ফ্রান্সের ঔপনিবেশিক সম্প্রসারণ]।
[১০] এই পরিব্রাজনে দাতা দেশগুলিতে বিজ্ঞান, কারিগরী ও গবেষণা ক্ষেত্রে উপযুক্ত দক্ষ মানুষের অভাব হয় [যেমন-ভারত, বাংলাদেশ]।
↩ Semester 6
Geography (General) (General) সাজেশন ( Part-1 )
TAG:- 6th semester, BA 6th Semester, BA general, Geography(General) ,BA Geography(General) Suggestions,
তথ্য সংগ্রহঃ BA-6th-Semester-6-Geography-General-Suggestions
Calcutta University Under CBCS ( system ) , Semester (VI) Geography(General) General Paper DSE-B2 , BA 6th Semester ( Geography(General) General ) Suggestions . BA Geography(General) suggestion , CBCS Geography(General) Suggestions
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে
**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা Typing mistake এর জন্য । আমাদের comment করে জানান আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
No comments