2nd Semester ENVIRONMENTAL Studies || online exam || CU Online Examination || EVS Under CBCS || ENVS Suggestions
ENVIRONMENTAL Studies online exam || CU Online Examination || EVS Under CBCS ||
পরিবেশ বিদ্যা
EVS Suggestions
Environmental Science
Some Important Questions with Answer
আলাদা আলাদা Questions Set নীচের link এ Click করো
SET - 1 Click Here
SET - 2 Click Here
SET - 3 Click Here
SET - 4 Click Here
১। চিপকো আন্দোলন বাস্তুতন্ত্র রক্ষার পথিকৃৎ এবং তা ঘটেছিল
ক) কুমায়ুন অঞ্চলে।
খ) হিমাচল অঞ্চলে
গ) তেহেরি-গাড়ওয়াল অঞ্চলে
২। ভােপাল গ্যাস বিপর্যয় যে রাসায়নিক গ্যাসের জন্য
ক) মিথাইল আইসােসায়ানাইড
খ) ক্লোরােফ্লুরােকার্বন
গ) মিথাইল আইসােসায়ানেট
৩) মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীবদের বলা হয়—
ক) নেকটন
খ) প্ল্যাঙ্কটন
গ) পেরিফাইটন।
৪। নিম্নলিখিত ব্যাকটিরিয়াগুলির মধ্যে কোনটি বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে ?
ক) নাইট্রোককাস
খ) নাইট্রোব্যাকটার
গ) অ্যাজটোব্যাক্টর
৫। সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংঘটিত হয়েছিল
ক) মেধা পাটেকরের নেতৃত্বে
খ) সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে
গ) কেরালা শাস্ত্র সার্মিত্য পরিষদের নেতৃত্বে।
৬। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়—
ক) বােরন।
খ) কার্বন
গ) মলিবডেনাম
৭। নিম্নলিখিত কোন অঙ্গ সিলিকোসিস রােগের দ্বারা আক্রান্ত হয় ?
ক) হৃদপিণ্ড
খ) ফুসফুস।
গ) মস্তিষ্ক
৮। অম্ল বৃষ্টির সঙ্গে যুক্ত কোনটি ?
ক) কার্বন মনােক্সাইড
খ) সালফার ডাহ অক্সাইড
গ) হাইড্রোকার্বন বাম্প
৯। বাতাসে “SPM’ মাপতে ব্যবহার করা হয়
ক) হাই ভলিউম স্যাম্পলার
খ) হাইগ্রোমিটার
গ) ব্যারােমিটার
১০া লােটিক জলের উদাহরণ হল
ক) লেকের জল
খ) নদীতে প্রবাহিত জল
গ) সমুদ্রের জল।
১১। মােটরযান থেকে নির্গত ধাতব দূষণের মধ্যে অন্যতম হল
ক) পারদ।
খ) সিসা
গ) ক্যাডমিয়াম
১২। রামসার’ শব্দটি নিম্নলিখিত যেটির সঙ্গে সম্পর্কিত তা হল
ক) বনভূমি।
খ) জলাভূমি
গ) তৃণভূমি
১৩। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ হল
ক) ৭২.০৮%
খ) ৭৫, ০৮%
গ) ৭৮.০৮%
১৪। নীচের কোনটি গ্রীনহাউস গ্যাস
ক) নাইট্রাস অক্সাইড
খ) নাইট্রিক অক্সাইড
গ) নাইট্রোজেন ডাইঅক্সাইড
১৫। কোন দিন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়—
ক) ১৩ মে
খ) ১৪ মে
গ) ৭ এপ্রিল
১৬। অ্যাক্টিভেটেড স্লাজ’ পদ্ধতিটি যুক্ত আছে—
ক) বায়ু-নির্মল পদ্ধতির সঙ্গে।
খ) বর্জ্য জল বিশুদ্ধিকরণের সঙ্গে
গ) কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের সঙ্গে
১৭৷ ইটাই-ইটাই’ রােগের জন্য কোন্ ধাতু দায়ী ?
ক) পারদ
| খ) আর্সেনিক
গ) ক্যাডমিয়াম
১৮। নিম্নলিখিত রােগগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়—
ক) চিকেন পক্স
খ) যক্ষা
গ) কুষ্ঠ
১৯। নিম্নলিখিতগুলির মধ্যে একটির পরিমাণ হ্রাস করার উদ্দেশ্যে মনট্রিল প্রটোকল’ হয়েছিল
ক) গ্রীন হাউস গ্যাস
খ) ওজোন স্তরে ক্ষতিসাধনকারী রাসায়নিক
গ) ভাসমান বস্তুকণা
২০। এল-নিনাের ফলে দেখা দেয়
ক) সমুদ্রের শীতল প্রবাহ
খ) সমুদ্রের উষ্ণ প্রবাহ।
গ) সুনামি
২১। জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত
ক) উত্তরপ্রদেশে
খ) উত্তরাখণ্ডে
গ) মধ্যপ্রদেশে
২২। প্রাকৃতিক খাদক, পরজীবী, প্যাথােজেনের সাহায্যে পেস্ট প্রজাতির নিয়ন্ত্রণকে বলা হয়
ক) জৈবিক পেস্ট নিয়ন্ত্রণ।
খ) সুসংহত পেস্ট নিয়ন্ত্রণ।
গ) রাসায়নিক পেস্ট নিয়ন্ত্রণ।
২৩। একটি প্রজাতি কোনাে নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকলে তাকে বলে—
ক) এনডেমিক
খ) এপিডেমিক
গ) এক্সোটিক
২৪। নিম্নলিখিত কোনটি অরগ্যানােক্লোরিন যৌগ নয়—
ক) এলড্রিন
|খ) হাইড্রোক্লোরিন অ্যাসিড
গ) হেক্সাক্লোরােবেনজিন
২৫। কোপেনহেগেন সামিট (২০০৯)-এ আলােচনা হয়
ক) CFC নির্গমন নিয়ে
খ) NO, নির্গমন নিয়ে।
গ) কার্বন নির্গমন নিয়ে।
সালের প্রশ্ন পাওয়ার জন্য নীচের দেওয়া link এ click করো ।
Calcutta University 10 years ENVS Questions Set
2016 2017 2018 2019
EVS Suggestions
No comments