উচ্চ-মাধ্যমিক ইতিহাস সাজেশন Ch-3) Part 4 ( Higher Secondary ) HS History Suggestion and Important Questions , answer
উচ্চ-মাধ্যমিক ইতিহাস সাজেশন ( Higher Secondary ) HS History Suggestion and Important Questions , answer
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নাবলী
HS History Suggestion / উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ঃ পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক পরীক্ষার এর link নীচে দেওয়া হল –
এই WBCHSE পর্ষদের ( West Bengal Higher secondary (12th Class ) History Suggestions ) HS পরীক্ষায় এই উচ্চ-মাধ্যমিক ইতিহাস সাজেশন ( West Bengal Higher secondary (12th Class ) History Suggestions থেকে প্রায় ৯০ % MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর গুলি পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় ( HS Exam ) পড়ার সম্ভবনা রয়েছে । তোমরা যারা দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নাবলী – Banglar Shiksa - HS History Suggestion and Important Questions , answer খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো। উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা প্রশ্ন (Banglar Shiksa - HS History Suggestion and Important Questions , answer – উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন and Important Questions , answer ) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নাবলী – Banglar Shiksa ওয়েবসাটের তরফে - HS History Suggestion and Important Questions , answer নিচে দেওয়া হয়েছে।
West Bengal Higher Secondary History Suggestion and Important Questions , answer WBCHSE Class 12th | ( Banglar Shiksa )- HS History Suggestion and Important Questions , answer | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন and Important Questions , answer
পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই অনেক অধ্যাবসায়ের প্রয়োজন । কিন্তু এই পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি তোমরা উপযুক্ত ও সঠিক guide পাও তাহলে পরীক্ষায় তোমাদের ভালো ফল করতে কেউ আটকাতে পারবেনা ।
তাই আমরা আমাদের website www.banglarshiksa.in এর মাধ্যমে সমস্ত রকমের পরীক্ষার তথ্য ও গুরুত্বপূর্ন সাজেশন প্রদান করতে উদ্যোগী হয়েছি ।
===================================
অব-শিল্পায়ন
প্রশ্নঃ অনশিল্পায়ন কাকে বলে ? অব শিল্পায়নের কারনগুলি আলোচনা করো
উত্তরঃ
অব শিল্পায়ন বলতে বোঝায় শিল্পায়নের বিপরীত বা শিল্পের অধোগতি। অব-শিল্পায়নের ফলে ভারতের বেকার শিল্পী ও কারিগররা কৃষিক্ষেত্রে ভিড় জমায়। এর ফলে কৃষির ওপর চাপ বাড়ে এবং ভারতের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয় সাধারণভাবে ভারতীয় হস্তশিল্পের বিপর্যয়কে ঐতিহাসিকগণ অব-শিল্পায়ন বলেছেন। প্রথম পর্বে দাদাভাই নওরোজি রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ জাতীয়তাবাদী নেতা এবং পরবর্তীকালে রজনী পামদত্ত, গ্যাডগিল, বি. ডি বসু, নরেন্দ্রকৃয় সিংহ, বিপান চন্দ্ৰ, অমিয় বাগচি প্রমুখ বিশারদ ঔপনিবেশিক শাসনের যুগে ভারতের অব-শিল্পায়ন সম্পর্কে আলোচনা করেছেন।
> অব-শিল্পায়নের কারণ: ঔপনিবেশিক ভারতে অব-শিল্পায়নের বিভিন্ন কারণগুলি হল
ব্রিটিশ শিল্পপতিদের চাপ: বিদেশের বাজারে ভারতীয় বস্ত্রশিল্পের জনপ্রিয়তার ফলে ইংল্যান্ড-সহ ইউরোপের বিভিন্ন দেশের কলকারখানায় মন্দা দেখা দেয়, শ্রমিক ছাঁটাই হয় এবং তাঁতিরা বেকার হয়ে পড়ে। ব্রিটিশ সরকার এই ঘটনা সুনজরে দেখেনি। ইউরোপের বিভিন্ন দেশের শিল্পপতিরা ভারতীয় সুতি ও রেশমি বস্ত্র আমদানির বিরুদ্ধে সোচ্চার হয় এবং সরকারের কাছে তাদের শিল্পক্ষেত্রে সংরক্ষণ নীতি বলবৎ করার দাবি জানায়।
পার্লামেন্টের নিষেধাজ্ঞা : ব্রিটিশ শিল্পপতিদের চাপে ব্রিটিশ পার্লামেন্ট ১৭০০ খ্রিস্টাব্দে এক আইনের মাধ্যমে বাংলা, পারস্য ও চিনের উৎপাদিত রেশম বস্ত্রের ব্যবহার ইংল্যান্ডে নিষিদ্ধ করে। ১৭২০ খ্রিস্টাব্দে এক আইনের মাধ্যমে ভারতের রঙিন সুতিবস্ত্র ইংল্যান্ডে আমদানি নিষিদ্ধ হয়। ১৭৪৭, ১৭৫৯ ও ১৭৬০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে আমদানি করা সুতিবস্ত্রের ওপর বিপুল পরিমাণ শুল্ক চাপানো হয়। ইংল্যান্ডে এবং ইল্যান্ডের বাইরে ইউরোপের অন্যান্য দেশেও ভারতের বস্ত্র রপ্তানি এভাবে বাধাপ্রাপ্ত হয়।
ইংল্যান্ডে শিল্পবিপ্লব: অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সূচনা হয়। যন্ত্রের সাহায্যে অনেক কম সময়ে উন্নত মানের ও সস্তা শিল্পপণ্য, বিশেষ করে সুতিবস্ত্র ইংল্যান্ডের কলকারখানাগুলিতে তৈরি হতে থাকে। ফলে ইংল্যন্ডের এইসব শিল্পপণ্য ভারতের বাজার দখল করতে থাকে ও ভারত হয়ে ওঠে কাঁচামাল সরবরাহকারী দেশ। একচেটিয়া বাণিজ্যের অবসান: ব্রিটিশ শিল্পপতিদের চাপে সরকার ভারতের দরজা ইংল্যান্ডের বণিকদের জন কিছুটা খুলে দিতে বাধ্য হয়। ১৭৯৩ খ্রিস্টাব্দে তারা কোম্পানির মাধ্যমে ৩০০০ টন পণ্য ভারতে পাঠানোর অধিকার. পায়। পরবর্তীকালে এর পরিমাণ আরও বাড়ে। সস্তা দরের বিপুল পরিমাণে বিলাতি পণ্য ভারতের বাজারে প্রবেশ করলে ভারতীয় শিল্পপতিদের অবস্থা সঙ্গিন হয়ে পড়ে। ১৮১৩ খ্রিস্টাব্দে আইনের মাধ্যমে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটলে ইংল্যান্ডের অন্যান্য ব্যবসায়ীরা ব্যাপক হারে ভারতে আসতে থাকে। তারা এদেশে জমিজমা কিনে তাতে নীল, কফি, রবার, তামাক, তুলো প্রভৃতির চাষ শুরু করে এবং এইসব কাঁচামাল ইংল্যান্ডে রপ্তানি করতে থাকে। ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে রেলব্যবস্থা চালু হলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ব্রিটেনে তৈরি পণ্যের অনুপ্রবেশ ঘটে। এরফলে ভারতীয় শিল্পপতি ও বণিকদের অবস্থা আরও খারাপ হয়।
প্রশ্নঃ- "ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে বাংলার দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো।" Click Here
রাষ্ট্রীয় নির্যাতন : ভারতীয় শিল্পী ও কারিগরদের ওপর ব্রিটিশ সরকারের নির্যাতন ও বর্ণনা দেশীয় শিল্পের যথেষ্ট,ক্ষতি করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দ্বারা বাংলার তাঁতিরা কীভাবে শোষিত হত তা উইলিয়াম বোল্টস্ এর রচনা থেকে জানা যায়। ↑
সীমাহীন শোষণ ও অত্যাচার: কোম্পানির কর্মচারী ও দালালরা তাঁতিদের অগ্রিম দাদন নিতে এবং তাদের ভয় দেখিয়ে শুধু ইংরেজ কোম্পানির জন্য সুতিবস্ত্র বুনতে বাধ্য করত। দাদন গ্রহণকারী তাঁতিরা লোকসান স্বীকার করেও বাজার দরের চেয়ে অন্তত ২০ থেকে ৪০ শতাংশ কম দামে কোম্পানির কাছে তাদের বস্ত্র বিক্রি করতে বাধ্য থাকত। কোনো ভারতীয় বণিকদের কাছে তারা বস্ত্র বিক্রি করতে পারত না। কোম্পানি কাঁচা তুলোর ব্যাবসা একচেটিয়াভাবে বাজার দখল করে তাঁতির কাছে উচ্চমূলো এই তুলো বিক্রি করত। ১৭৬৭ খ্রিস্টাব্দে ভেরেলেস্ট লিখেছেন যে, বহু তীতি তাদের ব্যাবসা ছেড়ে দেওয়ায় ঢাকা, মুরশিদাবাদ, আগ্রা, বারাণসী, সুরাট, আমেদাবাদ প্রভৃতি শহরগুলি জনশূন্য ও শ্রীহীন হয়ে পড়ে। মুরশিদাবাদে অবস্থিত কোম্পানির রেসিডেন্ট মি. বেচার ১৭৮৭ খ্রিস্টাব্দে লিখেছেন যে, “আমাদের অপশাসনের ফলে ২০ বছরের মধ্যে দেশের বহু অংশ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে।” ১৮২৫ খ্রিস্টাব্দে ঢাকায় প্রায় দেড় লক্ষ শ্রমিক বস্তুবয়ন শিল্পের সঙ্গে যুক্ত ছিল। ১১ বছর পর এই সংখ্যা কমে ৩০ হাজারে পৌঁছোয়।
অসম শুল্কনীতি : ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের অসম শুল্কনীতির ফলে ইংল্যান্ডের শিল্পজাত পণ্যে বাজারগুলি ছেয়ে যায় ও ভারতীয় শিল্পপণ্য ধ্বংসের পথে এগিয়ে যায়।
ভারতের বাজারে বিলাতি পণ্যের প্রাচুর্য : ভারতের বাজার ইংল্যান্ডে উৎপাদিত বিভিন্ন শিল্পজাত সামগ্রী, বিশেষ করে ম্যাঙ্কেস্টার ও ল্যাঙ্কাশায়ারের কারখানায় তৈরি সুতিবস্ত্রে ছেয়ে যায়। ইল্যান্ডের শিল্পজাত সামগ্রীগুলি বিনাশুল্কে ভারতের বাজারে আসতে থাকে। ১৭৮০ খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ভারতে আমদানি করা পণ্যের মূল্য ছিল ৩ লক্ষ ৮০ হাজার পাউন্ড। ১৮৫০ খ্রিস্টাব্দে এই আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮০ লক্ষ পাউন্ড। ১৮১৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ৩০ লক্ষ গজ সূক্ষ্ম রেশমের কাপড় ভারতের বাজারে আসে। ১৮৩৭ খ্রিস্টাব্দে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ৬ কোটি ৪০ লক্ষ গজ। কেবল সুতিবস্ত্র নয়, রেশম ও পশমজাত দ্রব্য, লোহা, মৃৎশিল্প, কাচ, অস্ত্রশস্ত্র, ঢাল-তলোয়ার, খোদাই ও কারুকার্যের সঙ্গে জড়িত শিল্প প্রভৃতির যথেচ্ছ আমদানির ফলে দেশীয় শিল্পগুলি ধ্বংসপ্রাপ্ত হয়।
ভারতীয় পণ্যে শুল্কের বোঝা : বিলাতি পণ্যগুলি ভারতে বিনাশুল্কে প্রবেশ করলেও ঔপনিবেশিক ব্রিটিশ সরকার ভারতীয় পণ্যগুলির বিদেশে রপ্তানির ক্ষেত্রে বিরাট শুল্কের বোঝা চাপায়। ঐতিহাসিক বি. ডি. বসু তাঁর 'Ruin of Indian Trade and Industries' গ্রন্থে ভারত থেকে ইংল্যান্ডে রপ্তানি করা বিভিন্ন দ্রব্যের ওপর বসানো শুল্কসমূহের একটি বিস্তৃত তালিকা দিয়েছেন। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে, কীভাবে ব্রিটিশ সরকার বিলাতি শিল্পকে রক্ষা এবং ভারতীয় শিল্পের ক্ষতি করার সুপরিকল্পিত উদ্যোগ নিয়েছিল। ১৭৯৭ খ্রিস্টাব্দে ভারতীয় ক্যালিকোর ওপর ইংল্যান্ডে আমদানি শুল্কের হার ছিল ১৮ শতাংশ। ১৮২৪ খ্রিস্টাব্দে তা বেড়ে ৬৭১/২ শতাংশ। মসলিনের ওপর শুল্ক ছিল ৩৭১/২ শতাংশ এবং চিনির ওপর শুল্ক ছিল চিনির দামের তিন থেকে চার গুণ। এই অসম প্রতিযোগিতায় ভারতীয় বণিকরা বাধ্য হয়েই পিছু হঠতে থাকে।
প্রশ্নঃ 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইনের বিভিন্ন শর্তাবলি উল্লেখ করো। এই আইনের মূল্যায়ন করো। Click Here
ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনে এদেশের শিল্প-বাণিজ্য ধ্বংস হয়ে যায়। এর বিভিন্ন কারণ ছিল। যেমন
বিলাতি সত্তা পণ্যঃ ইংল্যান্ড থেকে যেসব শিল্পজাত সামগ্রী বিক্রির উদ্দেশ্যে ভারতের বাজারে প্রবেশ করে, সেগুলি ভারতীয় পণ্যের চেয়ে দামে সস্তা ছিল। ফলে এদেশের দরিদ্র মানুষ ভারতের দামি পণ্য ছেড়ে সস্তা পণ্যের দিকে ঝুঁকেছিল।
উন্নত শিল্পসামগ্রী: ইংল্যান্ডের কলকারখানায় উৎপাদিত পণ্যসামগ্রীর মান ছিল ভারতের কুটিরশিল্পজাত পণ্যের চেয়ে উন্নত। তাই এদেশে ধনী ও মধ্যবিত্ত সম্প্রদায় বিদেশি পণ্যের প্রতি বেশি আকৃষ্ট হত।
অভিজাত সম্প্রদায়ের অবলুপ্তি : ভারতের দেশীয় রাজন্যবর্গ ও অভিজাত সম্প্রদায় দেশীয় শিল্পপণ্যের পৃষ্ঠপোষক ছিল। পরবর্তীকালে এই সম্প্রদায়ের অবলুপ্তি দেশীয় শিল্পের ক্ষতি করে।
শিল্পবিপ্লবের প্রভাবঃ: ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটার ফলে অল্প সময়ে প্রচুর পরিমাণ পণ্য উৎপাদিত হতে থাকে।ভারতের বাজারে এগুলির নিয়মিত জোগান দেশীয় পণ্যকে পিছিয়ে দেয়। রাস্তুক উইলিয়ামস, হ্যামিলটন প্রমুখ মনে করেন যে, ইংল্যান্ডের শিল্পবিপ্লবই ছিল ভারতীয় শিল্প-বাণিজ্যের ধ্বংসের মূল কারণ।।
কাঁচামাল সরবরাহ: ব্রিটিশ সরকার ভারতে শিল্পের বিকাশ না ঘটিয়ে ভারতকে কাঁচামাল সরবরাহকারী দেশ হিসেবে গড়ে তোলার নীতি গ্রহণ করে। ফলে ভারতে শিল্পের বিকাশ ব্যাহত হয়।
শুল্ক সংরক্ষণ নীতি : ব্রিটিশ সরকার শুল্ক সংরক্ষণ নীতির মাধ্যমে ভারতীয় পণ্যের ওপর বিপুল পরিমাণ চাপালেও বিলাতি পণ্যের ওপর শুল্ক ছাড় দেয়। ফলে ভারতীয় পণ্য বাণিজ্য প্রতিযোগিতায় পিছু হঠতে বাধ্য হয়। রমেশচন্দ্র দত্ত মনে করেন যে, ভারতীয় বস্ত্র রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্ক এবং ব্রিটিশ সুতিবস্ত্র আমদানির ওপর ২ শতাংশ শুল্ক নির্ধারণ করাই ভারতীয় বস্ত্রশিল্পের ধ্বংসের অন্যতম কারণ।
//// ** প্রশ্নঃ দেশীয় শিল্প বানিজ্য ধ্বংসের ফলাফল গুলি আলোচনা করো **////
ভারতীয় শিল্প ও বাণিজ্যের ধ্বংসের ফলাফল ছিল গভীর ও সুদূরপ্রসারী।
শিল্পপণ্য আমদানি : শিল্প বাণিজ্যের ধ্বংসের ফলে ভারত একটি রপ্তানিকারী থেকে আমদানিকারী দেশে পরিণত হয়। ইংল্যান্ড থেকে প্রতি বছর বিপুল পরিমাণ শিল্পজাত সামগ্রী ভারতে আমদানি শুরু হয়।
কাঁচামাল রপ্তানি : ভারতীয় শিল্প ধ্বংস হওয়ার পাশাপাশি ভারতের কাঁচামাল ইংল্যান্ডে রপ্তানি হতে শুরু করে। ভারতে উৎপাদিত কাঁচা তুলো, কাঁচা রেশম, নীল, চা, প্রভৃতি কাঁচামাল নিয়মিত ইংল্যান্ডের কারাখানাগুলিতে চলে যেতে থাকে। এর ফলে ভারত শিল্পপ্রধান দেশ থেকে কৃষিপ্রধান দেশে পরিণত হয়।
বেকারত্ব বৃদ্ধি : শিল্প-বাণিজ্য ধ্বংসের ফলে দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। বেকার শিল্পী ও কারিগররা অন্য পেশায় মন দেয় এবং অধিকাংশই কৃষিকার্যে নিযুক্ত হয়। ফলে কৃষির ওপর চাপ বাড়ে। এভাবে দেশে কৃষিজীবী ও ভূমিহীন কৃষকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়।
প্রশ্ন : সিরাজ উদদৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ গুলি আলোচনা করো Click Here
নগরের অবক্ষয় : অষ্টাদশ শতকে ঢাকা, মুরশিদাবাদ, সুরাট, মসুলিপট্টম, তাঞ্ঝোর প্রভৃতি ছিল শিল্পসমৃদ্ধ ও ঘনবসতিপূর্ণ নগর। শিল্প বাণিজ্য ধ্বংসের ফলে এসব নগর ক্রমে জনবিরল হতে থাকে এবং নগরের অবক্ষয় শুরু হয়।
দারিদ্র্য বৃদ্ধি : শিল্প-বাণিজ্য ধ্বংসের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস হলে ভারত একটি দরিদ্র দেশে পরিণত হয়। দারিদ্র্য, দুর্ভিক্ষ ও মহামারি ভারতীয় জনজীবনের নিত্যসঙ্গী হয়ে ওঠে। ড. বিপান চন্দ্রের মতে, ১৮১৩ খ্রিস্টাব্দের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যনীতি ব্রিটিশ শিল্প ও শিল্পপতিদের স্বার্থেই পরিচালিত হয়েছিল। এর একমাত্র উদ্দেশ্য ছিল ভারতবাসীকে জীবনধারণের প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য ব্রিটেনের মুখাপেক্ষী করে রাখা এবং ভারত থেকে ব্রিটিশ পণ্যের জন্য কাঁচামাল আহরণ।
===================================
আরো দেখোঃ
উচ্চমাধ্যমিক সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নাবলী || HS Suggestions and Important Questions , answer || Suggestion and Important Questions , answer
আরো দেখোঃ
***************
আরো দেখোঃ
উচ্চমাধ্যমিক সাজেশন || HS Suggestions || Suggestion
আরো দেখোঃ
***************
HS Bengali Questions Answer And Suggestions Click Here
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্ন-উত্তর ও সাজেশন Click Here
****************
আরো দেখোঃ
***************
HS Political Science Questions Answer And Suggestions Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন-উত্তর ও সাজেশন Click Here
****************
আরো দেখোঃ
***************
HS Education Questions Answer And Suggestions s Click Here
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্ন-উত্তর ও সাজেশন Click Here
****************
আরো দেখোঃ
***************
HS History Questions Answer And Suggestions Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন-উত্তর ও সাজেশন Click Here
****************
আরো দেখোঃ
***************
HS Geography Questions Answer And Suggestions Click Here
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর ও সাজেশন Click Here
****************
আরো দেখোঃ
***************
HS Sanskrit Questions Answer And Suggestions Click Here
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন-উত্তর ও সাজেশন Click Here
Download All HS Suggestions and Important Questions , answer in PDF Click Here
More Information : It will also Cover - HS History Suggestions and Important Questions , answer | West Bengal Higher Secondary History Suggestions and Important Questions , answer || Class 12th History Suggestions || উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নাবলী ||
Banglar Shiksha Provided HS History Suggestions and Important Questions , answer with 90% Sure Common in West Bengal HS Exam. HS History Suggestions and Important Questions , answer is made in HS Exam under WBCHSE in New Questions Pattern and also provided WBCHSE 12th Class Board Exam Suggestive Questions . Here You can Also Download HS History Suggestions in PDF Format .
Content Table
Topic | Description |
Subject Name | History |
Post Type | History Suggestion and Important Questions , answer |
Exam Name | HS ( WBCHSE ) |
Suggestions Common | 90% |
You can get HS history Suggestions and Important Questions , answer in PDF Format which is the most Important and Approximately 90 % Sure Common In WBCHSE HS Exam. and Important Questions , answer . HS History MCQ ,SA and LA Suggestions and Important Questions , answer , HS History Short Questions Suggestions and Important Questions , answer and HS History Important Questions and Important Questions , answer , HS History MCQ Suggestions || পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।
Banglar Shiksa দ্বারা তৈরী - HS History Suggestion and Important Questions , answer Download good quality Suggestions for HS and Important Questions , answer History Subject prepared by Expert History subject teachers. Get the WBCHSE HS and Important Questions , answer History Suggestion. উচ্চ মাধ্যমিক and Important Questions , answer ইতিহাস সাজেশন. উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নাবলী , দ্বাদশ শ্রেণীর উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন and Important Questions , answer . his HS History Suggestion and Important Questions , answer will help you to find out your HS and Important Questions , answer preparation.
WBCHSE Higher Secondary History Suggestion and Important Questions , answer || উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নাবলী
West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) will organize Higher Secondary (HS) and Important Questions , answer Examination every year . Like every year Team Banglarshiksa.in published HS and Important Questions , answer All subjects suggestion.
History is one of the most scoring subjects on Higher Secondary course. Students, who are currently studying in Class 12th Arts stream and have History subject on their course, they have to seat for WBCHSE HS and Important Questions , answer History Board Exam.
Download to HS History Suggestion and Important Questions , answer PDF Click Here
HS History Suggestion and Important Questions , answer | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নাবলী
এই সাজেশন ( HS History Suggestion and Important Questions , answer | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নাবলী ) গুলো উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা and Important Questions , answer (HS History and Important Questions , answer / HS History Class 12th / HS History Pariksha and Important Questions , answer ) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Banglarshiksa.in এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (HS History Suggestion and Important Questions , answer PDF Download / West Bengal Banglar Shiksa - HS History Suggestion and Important Questions , answer / WB HS Class 12th History Suggestion and Important Questions , answer ) দেওয়া হল । আশা করবো এই সাজেশন ছাত্রছাত্রীদের উপকারে লাগবে । ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন and Important Questions , answer ( HS History Suggestion and Important Questions , answer ) / দ্বাদশ শ্রেণী ইতিহাস সাজেশন and Important Questions , answer (Class 12th History Suggestion and Important Questions , answer ) - HS History Suggestion and Important Questions , answer ) সফল হবে।
তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি( উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নাবলী || HS History Suggestions and Important Questions , answer ) সম্পূর্ন দেখার জন্য । আশা করি তোমাদের মূল্যবান সময় দিয়ে এই পোষ্টটি ( উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ও গুরুত্বপূর্ন প্রশ্নাবলী || HS History Suggestions and Important Questions , answer ) পড়ে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো । যদি তোমাদের অন্য কোনো বিষয়ের কোন রকম Suggestions বা গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তর এর প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমদের Comment করে জানাও । আমরা যত শীঘ্র পারবো তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো । অন্য যে কোন বিষয়ের প্রশ্ন বা Suggestion জানার জন্য আমাদের website www.banglarshiksa.in follow করো ।
No comments