Semester 2 History Suggestions -Part-1 -Answer প্রশ্ন - গুপ্তবংশের উৎপত্তি সম্পর্কে কি জানো? -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
History Suggestions( BA General ) with Answer
Semester 2 History Suggestions -Part-1 -Answer
প্রশ্ন - গুপ্তবংশের উৎপত্তি সম্পর্কে কি জানো?
-স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
Calcutta University all Semester Suggestions || All Subjects ( with Answer ) | |
Semester 1 ( I ) | |
Semester 2 ( II ) | |
Semester -3 ( III ) | |
Semester – 4 ( IV ) | |
Semester – 5 ( V ) | |
Semester – 6 ( VI ) |
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান সাজেশন ( উত্তরসহ )
BA ( General 2nd Semester )
--- আরো দেখো ---
2nd Semester History Suggestions ( 2020 ) Calcutta University
History ( 2nd Semester )
====================================
প্রশ্নঃ --গুপ্তবংশের উৎপত্তি সম্পর্কে কি জানো?
==================================
==================================
##################################
উত্তরঃ -
🎯 প্রাচুর্য সত্ত্বেও গুপ্তবংশের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকগণ স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। শুঙ্গ ও সাতবাহন আমলে একাধিক 'গুপ্ত' নামীয় শাসকের উল্লেখ পাওয়া যায়। তবে এরা গুপ্ত রাজবংশের সাথে সম্পর্কযুক্ত ছিলেন এমন প্রমাণ পাওয়া যায়নি। ব্যাকরণবিদ চন্দ্রগোমিনের তথ্যের ওপর নির্ভর করে জনৈক ঐতিহাসিক গুপ্তদের পাঞ্জাবের ‘জাঠ’ সম্প্রদায়ভুক্ত মানুষ বলে বর্ণনা করেছেন। ড. জয়সোয়ালের মতে, গুপ্তগণ নাগরাজাদের সামন্ত হিসেবে প্রয়াগ অঞ্চলে বাস করতেন। পরবর্তীকালে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। ড. ডি. গাঙ্গুলীর মতে, গুপ্তদের আদি বাসস্থান ছিল বাংলাদেশের মুর্শিদাবাদ অঞ্চল। চৈনিক পরিব্রাজক ই-সিং-ও এই মত সমর্থন করেছেন। কিন্তু ড. এস. আর. গয়াল-এর মতে, গুপ্তগণ ছিলেন ব্রাহ্মণ এবং তাঁদের আদি নিবাস ছিল প্রয়াগ, মথুরা ও কাশীর মধ্যবর্তী অঞ্চল।
🎯🎯 শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত : 'এলাহাবাদ শিলালিপি' থেকে প্রথম দুই গুপ্ত রাজা যথাক্রমে শ্রীগুপ্ত ও ঘটোৎকচ গুপ্তের 'মহারাজ' উপাধি গ্রহণের কথা জানা যায়। এই তথ্যের ভিত্তিতে এন. ঘোষ মন্তব্য করেছেন যে, প্রাচীনকালে স্বাধীন রাজাগণ সাধারণত ‘মহারাজাধিরাজ' উপাধি ধারণ করতেন। 'মহারাজ' ছিল মূলত সামস্তদের উপাধি। অতএব, প্রথমদিকে গুপ্তরা ছিলেন সামন্তরাজা। অবশ্য ড. রায়চৌধুরীবএই বিভাজনকে অস্বীকার করে বলেছেন, সে যুগে স্বাধীন রাজাদেরও ‘মহারাজ' উপাধিগ্রহণের রীতি ছিল। যাই হোক, প্রথম চন্দ্রগুপ্তের আমলেই গুপ্তগণ রাজনৈতিক প্রাধান্য অর্জন করেন এবং মগধকে কেন্দ্র করে সাম্রাজ্য গঠন করেন। পরবর্তী রাজা সমুদ্রগুপ্তের আমলে এই বংশ প্রবল শক্তিশালী হয়ে ওঠে।
↩ Semester 2
--- আরো দেখো ---
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) History General , BA 2nd Semester ( History General ) Suggestions .
No comments