Header Ads

Header ADS

Semester 2 History Suggestions -Part-2 -Answer প্রশ্ন - ------? -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

  History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System 

History   Suggestions( BA General )  with Answer 

Semester 2 History Suggestions  -Part-2 -Answer 

প্রশ্ন -বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা কর। এলাহাবাদ প্রশস্তি অনুসারে কোন্ বিদেশী রাজারা সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করেছিল?

 ? 

-স্নাতক ইতিহাস || History General  Semester 2   - ||  History Suggestion for 2nd  Semester of Calcutta University under CBCS System 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (VI) History  General Paper DSE-B2  , BA 2nd Semester ( History   General ) Suggestions . BA History  suggestion , CBCS History   Suggestions





Calcutta University || CBCS System || All Semester Suggestions 

Calcutta University  all Semester Suggestions || All Subjects  ( with Answer )

Semester 1 ( I )

👉 Click Here 

Semester 2 ( II )

👉 Click Here

Semester -3 ( III )

👉 Click Here

Semester – 4 ( IV )

👉 Click Here 

Semester – 5 ( V )

👉 Click Here 

Semester – 6 ( VI )

👉 Click Here




প্রশ্ন -বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা কর। এলাহাবাদ প্রশস্তি অনুসারে কোন্ বিদেশী রাজারা সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করেছিল?

 ? 

উত্তর - 

🛡️ রাজ্যজয় : অসামান্য সামরিক প্রতিভাবলে সমুদ্রগুপ্ত ক্ষুদ্র গুপ্ত রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের ন্যায় তিনিও দিগবিজয়ের পরিকল্পনা করেন। 'এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সামরিক ক্রিয়াকলাপের বিবরণ জানা যায়।


🛡️  উত্তর-ভারত জয় : সমুদ্রগুপ্ত প্রথমে উত্তর-ভারত বা আর্যাবর্ত বিজয়ে মনোনিবেশ করেন। প্রথমে তিনি নাগবংশের তিনজন রাজা অচ্যুত নাগ, গণপতি নাগ ও নাগসেনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং তাঁদের পরাজিত করেন। অচ্যুত ছিলেন বেরিলী রাজ্যের অধিপতি। নাগসেন ছিলেন গোয়ালিয়রের অন্তর্গত পদ্মাবতীর রাজা এবং গণপতি নাগ ছিলেন সম্ভবত মথুরার রাজা। দক্ষিণ-ভারত অভিযানের পর সমুদ্রগুপ্তকে দ্বিতীয়বারের জন্য এই তিন নাগরাজার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। এ ছাড়া, উত্তর-ভারতের আরও যে সকল রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন, তাঁরা হলেন রুদ্রদেব, মতিল, নাগদত্ত, চন্দ্রবর্মণ, নন্দী ও বলবর্মন। এইসব রাজারা সঠিক কোন্ কোন্ স্থানে রাজত্ব করতেন, তা নির্ধারণ করা কষ্টসাধ্য ব্যাপার। ড. স্মিথ, ভাণ্ডারকর প্রমুখের চেষ্টায় এলাহাবাদ প্রশস্তির বিশ্লেষণ করে মোটামুটিভাবে মনে করা হয়, রুদ্রদেব এবং বকাটকবংশীয় রুদ্রসেন ছিলেন একই ব্যক্তি এবং তিনি বুন্দেলখণ্ড অঞ্চলে রাজত্ব করতেন। মতিল ছিলেন উত্তপ্রদেশের বন্দল অঞ্চলের রাজা। নাগদত্তকে বিদিশা অঞ্চলের নাগবংশীয় রাজা বলে অনুমান করা হয়। চন্দ্রবর্মন ছিলেন বাঁকুড়া জেলার পোকৰ্ণ অঞ্চলের শাসক ; এবং নন্দী ছিলেন মধ্যভারতের ও বলবর্মন ছিলেন কামরূপের রাজা। ‘এলাহাবাদ প্রশস্তি'তে বলা হয়েছে, “সমুদ্রগুপ্ত উত্তর-ভারতের নয়জন রাজাকে সম্পূর্ণ ‘উচ্ছেদ করে বিজিত অঞ্চল গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেছিলেন।”


🛡️  জঙ্গলরাজ্য বিজয় : অতঃপর সমুদ্রগুপ্ত বেশ কয়েকজন জঙ্গল-অধিপতির বিরুদ্ধে অস্ত্রধারণ করেন। সম্ভবত এই রাজ্যগুলি ছিল উত্তর প্রদেশের গাজীপুর ও মধ্যপ্রদেশের জব্বলপুরের মধ্যবর্তী অঞ্চল। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে অভিযানের প্রস্তুতি হিসেবে তিনি এই মধ্যবর্তী অঞ্চল জয় করেছিলেন বলে অনুমিত হয়।


🛡️ দক্ষিণ ভারত বিজয় : দক্ষিণ ভারতে যে-সকল রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন, তাদের মধ্যে কোশলরাজ মহেন্দ্র, মহাকান্তরাজ, ব্যাঘ্ররাজ, কৌরলরাজ মন্ত, পিষ্টপুরারাজ মহেন্দ্র গিরি কোত্তরের স্বামীদত্ত, এরণ্ডবল্লরাজ দমন, কাঞ্চির অধিপতি বিষ্ণুগোপ, অভমুক্তার নীলরাজ, বেঙ্গীরাজ হস্তীবর্মন, পলাক্কার উগ্রসেন, কুন্তলাপুরের ধনঞ্জয় এবং দেবরাষ্ট্রের কুবেররাজ ছিলেন অন্যতম প্রধান। এই বিজয় সম্পূর্ণ করতে তাঁর সময় লেগেছিল তিন বৎসরেরও অধিক। অবশ্য ঐতিহাসিক জে. ডাবরেউইন-এর মতে, “সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যে সম্মিলিত প্রতিরোধের সামনে দাঁড়াতে না-পেরে অভিযান অসমাপ্ত রেখেই ফিরে এসেছিলেন।” কিন্তু এ মত অধিকাংশ পণ্ডিত অস্বীকার করেছেন। তা ছাড়া, 'এলাহাবাদ প্রশস্তিতে লেখা রয়েছে যে, তিনি দক্ষিণ-ভারত থেকে ধন-সম্পদ নিয়ে বিজয়ী বীরের মত প্রত্যাবর্তন করেছিলেন। যাই হোক, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত থেকে ধন-সম্পদ নিয়ে বিজয়ী বীরের মত প্রত্যাবর্তন করেছিলেন। উত্তর-ভারতের ক্ষেত্রে যখন বিজিত রাজ্যসমূহকে গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেছিলেন, তখন দক্ষিণ-ভারতের নৃপতিদের আনুগত্যের শপথ নিয়েই তাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। সম্ভবত সুদূর পাটলিপুত্র থেকে দক্ষিণ ভারতের ওপর নিরঙ্কুশ প্রাধান্য রক্ষা করা সম্ভব হবে না বিবেচনা করেই তিনি এইরূপ অধীনতামূলক মিত্রতা-নীতির প্রবর্তন করেছিলেন। অবশ্য রোমিলা থাপারের মতে, “সমুদ্রগুপ্ত দক্ষিণ-ভারতীয় রাজাদের কাছ থেকে ‘আশাতিরিক্ত' প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন বলেই দক্ষিণাপথকে প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে আনতে সাহস করেননি।”


🛡️  প্রত্যন্তরাজ্য বিজয় : উত্তর ও দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের সাফল্যে ভীত হয়ে পাঁচটি 'প্রত্যন্ত' রাজ্য তাঁর বশ্যতা স্বীকার করে করপ্রদানে সম্মত হয়। এগুলি হল—সমতট (বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের তিপারা জেলা), দেবক (নওগা জেলা), কামরূপ (গৌহাটী জেলা), নেপাল ও কীর্তিপুর গোড়ওয়াল-কুমায়ুন অঞ্চল)। পাঞ্জাব ও রাজস্থানের বেশ কয়েকটি উপজাতি গণরাজ্যও সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করে করদানে সম্মত হয়েছিল। এগুলি হল—মালব, অর্জুনায়ণ, যৌধেয়, মদ্রক, আভীর, সনকানিক, কাক, খারপরিক প্রভৃতি।


🛡️ বহির্ভারতে ক্ষমতা প্রসার : কেবল ভারতের মধ্যেই নয়, ভারতের বাইরেও সমুদ্রগুপ্তের কর্তৃত্ব স্বীকৃতি লাভ করেছিল। ‘এলাহাবাদ প্রশস্তি' থেকে জানা যায় যে, কয়েকজন বিদেশী নৃপতি সমুদ্রগুপ্তের বেশ্যতা স্বীকার করে নিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিলেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হল সিংহল, মালয়, কাম্বোডিয়া, লাওস প্রভৃতি দেশ।


📌📌 এলাহাবাদ প্রশস্তি অনুসারে দৈবপুত্র শাহি শাহানুশাহি এবং শক্ মুরুও নামক বিদেশী রাজা ও সিংহল ও সর্বদীপ নামক অঞ্চলের অধিবাসীরা সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করেছিল




--- আরো দেখো  --- 

Semester 2 ( II ) 
- Philosophy Suggestions -  Click Here 
- Elective Bengali Suggestions -  Click Here 
- Education Suggestions -  Click Here 

TAG:- 2nd semester,BA 2nd Semester,BA general, History ,BA History Suggestions,

তথ্য সংগ্রহঃ BA-2nd-Semester-2-History-Suggestions

Calcutta University  Under CBCS ( system ) , Semester (VI) History  General Paper DSE-B2  , BA 2nd Semester ( History   General ) Suggestions . BA History  suggestion , CBCS History   Suggestions




--- আরো দেখো  --- 

Semester 2 ( II ) 
- Philosophy Suggestions -  Click Here 
- Elective Bengali Suggestions -  Click Here 
- Education Suggestions -  Click Here 
 
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে 

**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) History  General  , BA 2nd Semester ( History  General ) Suggestions . 

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.