Short Questions -Part-4 -Answer Semester 2 History Suggestions প্রশ্ন -অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর । Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
History Suggestions( BA General ) with Answer
Short Questions -Part-4 -Answer Semester 2 History Suggestions
প্রশ্ন -অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।
Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
Calcutta University all Semester Suggestions || All Subjects ( with Answer ) | |
Semester 1 ( I ) | |
Semester 2 ( II ) | 👉 সাজেশন দেখো |
Semester -3 ( III ) | |
Semester – 4 ( IV ) | |
Semester – 5 ( V ) | 👉 সাজেশন দেখো |
Semester – 6 ( VI ) |
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান সাজেশন ( উত্তরসহ )
BA ( General 2nd Semester )
--- আরো দেখো ---
2nd Semester History Suggestions ( 2022 ) Calcutta University
History ( 2nd Semester )
////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////
অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( প্রতি প্রশ্নের মান - 1/2 )
////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////
প্রশ্ন : ধর্মপালের
শুরু কে ছিলেন এবং তিনি কোথায় বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন?
উত্তর ➡️ ধর্মপালের গুরু ছিলেন
বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র, ধর্মপাল মগধে বিক্রম শীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন : পালযুগে দুজন
সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পীর নাম লেখ?
উত্তর ➡️ পালযুগে দুজন সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য ও
চিত্রশিল্পী ছিলেন বীতপাল ও ধীমান।
প্রশ্ন : দেবপাল কোন্
বৌদ্ধ বিহার নির্মাণ করেন এবং দেবপালের সময়ে নালন্দার অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর ➡️ দেবপাল সোমপুর বিহার নির্মাণ করেন।
দেবপালের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের
অধ্যক্ষ ছিলেন বীরদেব।
প্রশ্ন : 'চর্যাপদ'
কী?
উত্তর ➡️ পালযুগে বাংলা ভাষায় নবজন্ম ঘটেছিল। 'মাগধ' ভাষা
থেকে বিচ্ছন্ন হয়ে পালযুগেই বাংলাভাষা তার স্বতন্ত্র রূপ পরিগ্রহ করে। মাগধী ও সৌরসেনী
ভাষার মিশ্রণে এই ভাষার আপন বৈশিষ্ট্য ভাস্কর হয়ে ওঠে। এই স্বতন্ত্র ধারায় লিখিত
প্রথম বাংলা ভাষা ‘চর্যাপদ' নামে খ্যাত।
প্রশ্ন : পালযুগে দু'জন
বাঙালী গ্রন্থাকারদের নাম উল্লেখ কর?
উত্তর ➡️ - এই দু'জন বাঙালী গ্রন্থাকার হলেন-চতুর্বেদে অভিজ্ঞ
দর্ভপানি, ‘রামচরিত’-রচিয়তা সন্ধ্যাকর নন্দী।
প্রশ্ন : পালযুগে শিক্ষা
ব্যবস্থার কীরূপ প্রসার ঘটেছিল?
উত্তর ➡️ - পালযুগে বাংলায় বিদ্যাচর্চা যথেষ্ট প্রসার ঘটে।
ওদন্তীপুরী, সোমপুরী, বিক্রমশীলা মহাবিহার বা মহাবিদ্যালয়গুলি এই যুগে প্রতিষ্ঠিত
হয়। বিক্রমশীলা মহাবিদ্যালয়ের খ্যাতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিকেও ছাড়িয়ে
যায়। বিক্রমশীলা মহাবিদ্যালয়ে বহু তিব্বতী শিক্ষার্থী শিক্ষালাভের জন্য আসতেন।
প্রশ্ন : যেসব রাজবংশ তথাকথিত ত্রিশক্তির দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন তাদের নাম লেখ? অথবা, প্রাচীন ভারতে 'ত্রিশক্তি দ্বন্দ্ব'-বলতে কী বোঝ এবং এই দ্বন্দ্বে কে লাভবান হয়েছিলেন?
উত্তর ➡️ - হর্ষোত্তর ভারতে
প্রাধান্য বিস্তারের জন্য যে তিনটি শক্তি জড়িত ছিল তারা হল যথাক্রমে কনৌজের গুর্জর
প্রতিহার, বাংলার পাল বংশ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ। এই দ্বন্দ্বে সবথেকে লাভবান
হয়েছিলেন পালবংশীয় রাজা ধর্মপাল।
প্রশ্ন : বাংলায় স্বাধীন সেন কর্তৃত্বের সূচনা কে করেন? সেন বংশের আদি বাসভূমি কোথায় ছিল?
উত্তর ➡️ বাংলার স্বাধীন সেন কর্তৃত্বের সূচনা করেন বিজয়
সেন (১০৯৫-১১৫৮ খ্রীষ্টাব্দ)। সেন বংশের আদি বাসভূমি ছিল কর্নাট বা মহীশূর ও তার পার্শ্ববর্তী
অঞ্চল।
প্রশ্ন : বল্লাল সেন
রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ কর?
উত্তর ➡️ ⇒ বল্লাল
সেন রচিত দুটি গ্রন্থ হল 'দানসাগর’ ও ‘আদ্ভুতসাগর'
প্রশ্ন : কে এবং কাদের
মধ্যে কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন?
উত্তর ➡️ বল্লাল সেন প্রথম বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন
করেছিলেন। তিনি ব্রাহ্মণ, বৈদ্য ও কায়স্থদের মধ্যে কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন।
প্রশ্ন : কোন্
সেন রাজার নামানুসারে রাজধানীর নাম হয় 'লক্ষনাবর্তী' এবং তিনি সর্বপ্রথম কোন্ উপাধি
গ্রহণ করেন?
উত্তর ➡️ - লক্ষণ সেনের নামানুসারে রাজধানীর নাম হয় 'লক্ষণাবতী'। তিনি সর্বপ্রথম 'গৌড়েশ্বর' উপাধি গ্রহণ করেন।
প্রশ্ন : লক্ষণ সেনের
রাজত্বকালে কোন্ তুর্কী সেনাপতি বাংলা আক্রমণ করেন। এবং
তিনি কোথায় পালিয়ে যান?
উত্তর ➡️ এ লক্ষণ সেনের রাজত্বকালে তুর্কীনায়ক কুতুবউদ্দিন
আইবকের সেনাপতি ইখতিয়ারউদ্দিন-মহম্মদ-বিন বখতিয়ার খলজী বাংলা আক্রমণ ও দখল করেন।
তিনি সপরিবারে পূর্ববঙ্গে পালিয়ে যান।
প্রশ্ন : সেন রাজাদের দুটি শাসনকেন্দ্রের নাম লেখ?
উত্তর ➡️ - বাংলাদেশে সেন রাজাদের একাধিক শাসনকেন্দ্রের উল্লেখ
পাওয়া যায়। ঢাকা জেলার বিক্রমপুর ও গৌড় বা লক্ষণাবতী ছিল সেন রাজাদের শাসনকেন্দ্র,
তবে রমেশচন্দ্র মজুমদারের মতে, নদীয়া বা নবদ্বীপও সেন রাজাদের রাজধানী ছিল।
প্রশ্ন : 'গৌড়ীয় রীতি-কী?
উত্তর ➡️ পাল-সেন যুগে বাংলাদেশের সাহিত্যচর্চার প্রধান মাধ্যম ছিল সংস্কৃত। তবে এই পর্বে বাঙালি লোকভাষা ছিল মাগধী প্রাকৃতের একটি পরিবর্তিত রূপ, ফলে সংস্কৃত ভাষা একটি স্বতন্ত্ররীতিতে পরিণত হয়েছিল। তাকে 'গৌড়ীয় রীতি'—বলা হয়।
প্রশ্ন : 'ভুক্তিপতি'
ও 'মণ্ডলাধিপতি'-কারা ছিলেন?
উত্তর ➡️ এ ভুক্তির শাসনকর্তাকে ‘উপরিক মহারাজ' বা 'ভুক্তিপতি’–বলা
হত। মণ্ডলের শাসনকর্তাকে যথাক্রমে 'মণ্ডলাধিপতি' বলা হয়।
প্রশ্ন : 'তন্ত্রযান'
বা 'বজ্রযান' কী?
উত্তর ➡️ পালযুগে যে বৌদ্ধধর্ম প্রচলিত ছিল, তাকে বিশুদ্ধ
‘মহাযান' বলা যায় না। 'মহাযান' মতবাদে নতুন দার্শনিক তত্ত্ব সন্নিবিষ্ট করে সেযুগে
বৌদ্ধধর্ম এক স্বতন্ত্র চরিত্র লাভ করেছিল, একে বলা হয় 'তন্ত্রযান' বা 'বজ্রযান'।
প্রশ্ন : 'তন্ত্রযান'
বা 'বজ্রযানের' নেতারা কী নামে পরিচিতি হতেন এবং 'তন্ত্রযান' বা 'বজ্রযানকে কয়টি ভাগে
ভাগ করা যায় ও কী কী?
উত্তর ➡️ ‘তন্ত্রযান' বা 'বজ্রযান'-এর নেতারা সিদ্ধাচার্য
নামে অভিহিত হতেন। ‘তন্ত্রযান' বা 'বজ্রযান'-কে দুটি
ভাগে ভাগ করা হয়- (১) সহজযান এবং (২) কালচক্রযান।
প্রশ্ন : সহজযান' কি?
উত্তর ➡️ এ ‘সহজযান' দর্শন বজ্রযান থেকেও ছিল সূক্ষ্মতর এবং
এর রহসহয়তা ছিল আরও গভীর। সহজযানে কোন দেবদেীর অস্তিত্ব ছিল না। এঁদের মতে, মাটিতে
পাথরের দেবদেবীর কাছে মাথানোয়ানোর কোন মূল্য নেই। জপ-তপ বা তীর্থে গমন এঁদের কাছে
ছিল অর্থহীন। এঁদের মতে, সবাই বুদ্ধত্ব লাভের অধিকারী এবং এই বুদ্ধত্ব দেহের মধ্যেই
বিরাজমান। দেহবাদই একমাত্র সত্য।
পুরুষ ও প্রকৃতির মিলনে বোধিচিত্তে
যে মহাসুখ অনুভূত হয়, তাই একমাত্র সত্য, সহজযানীদের বাণী হল, – “ধ্যানে মোক্ষ নাই,
সহজ ছাড়া নির্বান নাই। কায়সাধনা ভিন্ন পথ নাই।”
প্রশ্ন : 'কুল' কী?
উত্তর ➡️ ⇒ ‘সহজযানীরা’–বিশ্বাস করতেন যে, প্রতিটি মানুষের একটি বিশেষ আধ্যাত্মিক প্রবনতা আছে, এর নাম ‘কুল’। এই কুলের সংখ্যা পাঁচ, যথা—জেম্বী, নটী, রজকী, চণ্ডালী এবং ব্রাহ্মণী। এই পাঁচটি কুল হল শক্তির পাঁচটি দিক। শিষ্যের মধ্যে কোন্ 'কুল' বর্তমান, তা যথার্থ বিচার করে তাকে সেই বিশেষ শক্তির অনুসরণের নির্দেশ দেওয়াই গুরুর কাজ।
প্রশ্ন : 'সহজযানে'-
উল্লেখিত দুটি নাড়ীর নাম বলো?
উত্তর ➡ সহজযানে উল্লেখিত দুটি নাড়ী হল যথা-‘রসনা',
'কৃষ্ণা’
প্রশ্ন : 'কালচক্রযান'
কী?
উত্তর ➡️ এ কালচক্রযানে অনুষ্ঠানের কোন স্থান ছিল না। এতে
যোগসাধনকে গুরুত্ব দেওয়া হত। তবে এঁরা সাধনার জন্য
তিথি ও ক্ষনকে বিশেষ গুরুত্ব দিতেন।
প্রশ্ন : 'ভাগ' ও 'হিরন্য'
কী?
উত্তর ➡️ ⇒ 'ভাগ' ছিল উৎপন্ন শস্যে রাজার প্রাপ্য এক-ষষ্ঠাংশ। ফুল, ফল-মূল ইত্যাদি মাঝে-মাঝে রাজাকে দেওয়া হত একে 'ভাগ' বলা হয়।
‘হিরন্য'—শব্দের অর্থ কী তা
নিয়ে সন্দেহ আছে, তবে অনুমান করা হয়, রাজা শস্যের পরিবর্তে যে নগদ মুদ্রা নিতেন তাকেই 'হিরন্য’-বলা হত।
প্রশ্ন : পাল ও সেনযুগে
কয়েকটি সমৃদ্ধ নগরের নাম উল্লেখ কর?
উত্তর ➡️ পাল ও সেনযুগে কয়েকটি সমৃদ্ধ নগরের নাম হল- তাম্রলিপ্ত,
কোষীবর্ষ, রামাবতী, লক্ষণগড়, দণ্ডভুক্তি প্রভৃতি।
প্রশ্ন : প্রাচী বাংলাদেশের
দুটি প্রধান বন্দর-এর নাম লেখ?
উত্তর ➡️ এ প্রাচীন বাংলাদেশের দুটি প্রধান বন্দর হল- সপ্তগ্রাম
ও তাম্রলিপ্ত।
প্রশ্ন : পাল ও সেন
যুগে সাহিত্যচর্চার প্রধান মাধ্যম কী ছিল এবং পাল যুগে দর্শন বিষয়ক একটি গ্রন্থের নাম উল্লেখ কর?
উত্তর ➡️ পাল ও সেনযুগে সাহিত্যচর্চার প্রধান মাধ্যম হল-সংস্কৃতি। পালযুগে দর্শন বিষয়ক একটি গ্রন্থ হল-শ্রীধর ভট্টের 'ন্যায় কন্দলী ।
প্রশ্ন : 'রামচরিত'-গ্রন্থের
রচিয়তার নাম কী? এবং তিনি নিজেকে কী বলে অভিহিত করতেন?
উত্তর ➡️ এ 'রামচরিত'-গ্রন্থের রচিয়তা হলেন সন্ধ্যাকর নন্দী।
তিনি নিজেকে 'কলির বাল্মীকি'-বলে অবিহিত করতেন।
প্রশ্ন : পালযুগে কয়েকজন
বৌদ্ধতান্ত্রিক লেখকদের নাম উল্লেখ কর?
উত্তর ➡️ পালযুগে কয়েকজন বৌদ্ধতান্ত্রিক লেখক হলেন- শীলভদ্র,
শাস্তি-রক্ষিত, অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান, জ্ঞানশ্রী
মিত্র প্রমুখ।
প্রশ্ন : পালযুগে দুজন ধর্মশাস্ত্রকারের নাম উল্লেখ কর?উত্তর ➡️ পালযুগে দুজন ধর্মশাস্ত্রকার হলেন- জিতেন্দ্রিয় এবং বালক।
প্রশ্ন : সেনযুগের শাস্ত্রসাহিত্য
ও সাহিত্যকারদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ কর?
উত্তর ➡️ ⇒ ভবদেব ভট্ট রচিত—‘ভৌতাতিতম তিলক’, ‘দশকর্ম পদ্ধতি', জীমূত বাহন রচিত—‘দায়ভাগ’, তানিরুদ্ধ রচিত-‘হারলতা’ ও ‘পিতৃদয়তি’, হলায়ুধ রচিত ‘ব্রাহ্মণসর্বস্ব' প্রভৃতি।
প্রশ্ন : সেনযুগে দু'জন
প্রখ্যাত কবির নাম লেখ?
উত্তর ➡️ সেনযুগে দুইজন প্রখ্যাত কবি হলেন শরণ, উমাপতি ধর।
প্রশ্ন : ‘গীতগোবিন্দম্’
এবং ‘পবনদূত-কার লেখা।
উত্তর ➡️ এ ‘গীতগোবিন্দম্'-এর লেখক হলেন- জয়দেব। 'পবনদূত',-এর লেখক হলেন ধোয়ী।
প্রশ্ন : 'কৌলিন্য প্রথা'
কে প্রবর্তন করেন?
উত্তর ➡️ বল্লাল সেন।
প্রশ্ন : বল্লাল সেন
রচিত দু'টি গ্রন্থের নাম লিখ।
উত্তর ➡️ এ দানসাগর ও অদ্ভুতসাগর।
প্রশ্ন : 'রামচরিত'
কে রচনা করেন?
উত্তর ➡️ কবি সন্ধ্যাকর নন্দী।
প্রশ্ন : 'গীতগোবিন্দ'
কে রচনা করেন?
উত্তর ➡️ কবি জয়দেব।
প্রশ্ন : দায়ভাগ"
গ্রন্থের রচয়িতা কে?
উত্তর ➡️ ⇒ জীমূতবাহন।
প্রশ্ন : পূর্ব-ভারতের
দুটি জগৎ বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম লিখ?
উত্তর ➡️ - বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ও নালন্দা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন : পবনদূত কার
রচনা?
উত্তর ➡️ ধোয়ীর রচনা।
প্রশ্ন : পাল যুগে বাংলার
শ্রেষ্ঠ চিকিৎসক কে?
উত্তর ➡️ চক্রপাণি দত্ত।
প্রশ্ন : পাল যুগের
দু'জন শিল্পীর নাম লিখ।
উত্তর ➡️ - ধীমান ও তাঁর পুত্র বীতপাল।
প্রশ্ন : কোণারকের
সূর্য-মন্দিরটি কে নির্মাণ করেন?
উত্তর ➡️ উড়িষ্যার রাজা প্রথম নরসিংহবর্মন।
প্রশ্ন : পুরীর জগন্নাথ
মন্দিরের নির্মাণকার্য কে শুরু করেন?
উত্তর ➡️ উড়িষ্যার পরবর্তী গঙ্গ বংশের রাজা অনন্তবর্মণ চোড়গঙ্গ।
প্রশ্ন : পদ্মব রাজাদের
রথমন্দিরগুলি কোথায় অবস্থিত?
উত্তর ➡️ ⇒ মহাবলিপুরমে।
প্রশ্ন : মত্তবিলাস
প্রহসন' কার রচনা?
উত্তর ➡️ এ পদ্মবরাজ প্রথম মহেন্দ্রবর্মণ।
প্রশ্ন : 'পার্থ-অভ্যুদয়'
কে রচনা করেন?
উত্তর ➡️ ⇒ জৈন ভিক্ষু জীমসেন।
প্রশ্ন : অতীশ দীপঙ্কর
কে ছিলেন?
উত্তর➡️ মহাযান-পন্থী বৌদ্ধ পণ্ডিত। তিব্বতে বৌদ্ধধর্মের সংস্কার ও প্রসার করেন।
প্রশ্ন : কোন্ তিব্বতীয়
রাজা সে দেশে প্রথম বৌদ্ধধর্ম প্রচার করেন?
উত্তর ➡️ স্রং-সান-গাম্পো।
প্রশ্ন : দক্ষিণ-পূর্ব
এশিয়ার দ্বীপরাজ্যগুলি ভারতীয়দের কাছে কি নামে পরিচিত ছিল?
উত্তর ➡️ এ ‘সুবর্ণভূমি।'
প্রশ্ন : অঙ্কোরভাট
মন্দির কোন্ রাজ্যে অবস্থিত?
উত্তর ➡️ প্রাচীন কম্বোজ রাজ্যে।
প্রশ্ন : সুমাত্রার
শৈলেন্দ্ররাজাদের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি কি?
উত্তর ➡️ বরোবুদুরের স্তূপ।
=======@@@@@======
========================================
###########################################
--- আরো দেখো ---
Calcutta University all Semester Suggestions || All Subjects ( with Answer ) | |
Semester 1 ( I ) | |
Semester 2 ( II ) | 👉 সাজেশন দেখো |
Semester -3 ( III ) | |
Semester – 4 ( IV ) | |
Semester – 5 ( V ) | 👉 সাজেশন দেখো |
Semester – 6 ( VI ) |
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) History General , BA 2nd Semester ( History General ) Suggestions .
No comments