Header Ads

Header ADS

Final Activity Task 2021 || Physical Science || ভৌত বিজ্ঞান

   Activity Task ( Physical  Science ) 

2021









ভৌত  বিজ্ঞান 

Official Website  থেকে  Activity Task , Download  করার জন্য নীচের Link  এ  ক্লিক করুন 

Model Activity Task 

অন্য সকল বিষয়ের উত্তরের জন্য নীচের Click করো


  •  Life Science ( জীবন বিজ্ঞান ) 
  • Physical Science (  ভৌত বিজ্ঞান ) 


ভৌতবিজ্ঞান

দশম শ্রেণি

পূর্ণমান-৫০


১. ঠিক উত্তর নির্বাচন করো :


১.১ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো


(ক) বায়োগ্যাস

(খ) পেট্রোল

(গ) ডিজেল

(ঘ) কয়লা



১.২ কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে—


(ক) সদ্ ও অবশীর্ষ

(খ) অসদ্ ও অবশীর্ষ

(গ) সদ ও সমশীর্ষ

(ঘ) অসদ ও সমশীর্ষ



১.৩ যে যৌগটি আয়নীয় নয় তা হলো


(ক) KH

(খ) NaCl

(গ) CaCl2

(ঘ) CH



১.৪ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো—


(ক) সোডিয়াম ক্লোরাইড

(খ) অ্যামোনিয়াম সালফেট

(গ) সালফিউরিক অ্যাসিড

(ঘ) অ্যাসেটিক অ্যাসিড


১.৫ যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে ? তার গ্রাম আণবিক গুরুত্ব হলো—


(ক) 4g/mol

(খ ) 16 g/mol

(গ) 32 g/mol

(ঘ) 64g/mol


১.৬ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণ করার সময়


(ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে

(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

(গ) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে

(ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে


১.৭ 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো


(ক) 9 ওহম

(খ) 4 ওহম

(গ) 2 ওহম

(ঘ) 1 ওহম


১.৮ যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলো—


(ক) নাইট্রোজেন

(খ) অক্সিজেন

(গ) নাইট্রাস অক্সাইড

(ঘ) হাইড্রোজেন


২. শূন্যস্থান পূরণ করো :


২.১ হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির তড়িৎঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো  F(ফ্লোরিন ) 

২.২ বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিওতরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো ( আয়োনস্ফিয়ার ) 

২.৩ ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা  কম  হয়।



৩.নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো : ১×৩=৩


৩.১ তড়িৎবিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে ইলেকট্রন। ( মিথ্যা ) 

৩.২ উচ্চ উষ্তাণতা  ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। (মিথ্যা) 

৩.৩ দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে। (সত্য ) 



৪. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাওঃ ১ X ৬ = ৬


৪.১ গ্যাস ধ্রুবকের (R) SI এককটি উল্লেখ করো।


উঃ- জুল / কেলভিন / মোল ।


৪.২ পর্যায় সারণিতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের সর্বাধিক।


উঃ- প্রথম শ্রেণীর মৌলটির পারমানবিক ব্যাসার্ধের মান সর্বাধিক।


.৩ এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যাণায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো।


উঃ- আয়নীয় যৌগটির সংকেত হবে LiH। এই আয়নীয় যৌগটির ক্যাটায়ন (Li+) এবং অ্যানায়ন (H–) উভয়েরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমানুর মতো। কারন ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটিতেই হিলিয়ামের মতো ২ টি করে ইলেকট্রন থাকে।

.৪ কিলোওয়াট (kW) ও কিলোওয়াট-ঘণ্টার (kWh) মধ্যে কোনটি ক্ষমতার একক ?


উঃ- কিলোওয়াট (kW) ।

৪.৫ DC অপেক্ষা AC র একটি ব্যবহারিক সুবিধা লেখো।

উঃ- DC অপেক্ষা AC এর উৎপাদনে খরচ কম।

৪.৬ কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় ?

উঃ- সামান্য পরিমানে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট (K2HPO4) এবং পটাশিয়াম কার্বোনেট (CaCO3) মিশ্রিত পটাশিয়াম অরোসায়ানাইড, K[Au(CN)2]।


৫. সংক্ষিপ্ত উত্তর দাও : ২×৯=১৮


৫. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ( Model Activity Compilation ) ২ X ৯ = ১৮


৫.১ পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন?


উঃ- স্কুটার বাস ইত্যাদির চালক পিছনে থাকা গাড়িকে দেখার জন্য উত্তল দর্পন ব্যবহার করেন। একে রিয়ার ভিউ মিরর বলে।

দূরের বস্তু থেকে আগত আলোকরশ্মি উত্তল দর্পণের উপর আপতিত হলে দর্পনটির সোজা কিন্তু আকারে ছোটো প্রতিবিম্ব উৎপন্ন হয়। গাড়ির চালকের, পিছনে থাকা গাড়ি থেকে আগত আলোকরশ্মি গাড়ির দর্পনে আপতিত হলে, দর্পনে পিছনে থাকা ঐ সমস্ত গাড়ির সোজা, আকারে ছোটো প্রতিবিম্ব তৈরী করে।


৫.২ কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বোঝায় ?


উঃ- সর্বনিন্ম শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমানু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দূর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমানুটিকে গ্যাসীয় অবস্থায় এক একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় নুন্যতম শক্তিকে ঐ মৌলের আয়নীভবন শক্তি বলে।


৫.৩ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসেবে ক্যালশিয়ামের শতকরা পরিমান নির্ণয় করো।


উঃ- ক্যালশিয়াম কার্বনেটের ( CaCO3) এর আণবিক ভর

= (40+12+3×16) = 100 গ্রাম এবং ক্যালশিয়ামের আণবিক ভর 40 গ্রাম ।

অর্থাৎ, 100g ক্যালশিয়াম কার্বনেটে, ক্যালশিয়াম আছে 40 গ্রাম ।

অতএব, ক্যালশিয়াম কার্বনেটে, ক্যালশিয়াম এর শতকরা পরিমান 40%

৫.৪ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ‘ আণবিক ওজন ‘ কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো ।


উঃ- – NaCl একটি অষ্টতলকীয় কেলাসাকার কঠিন পদার্থ। এর কেলাসের গঠনে প্রতিটি Na+ আয়ন নিকটতম 6 টি Cl– আয়ন দ্বারা এবং প্রতিটি Cl– আয়ন 6 টি Na+ আয়ন দ্বারা বেষ্টিত থেকে একটি সুস্থিত ত্রিমাত্রিক জালকের আকার ধারন করে। প্রতিটি আয়ন এক- একটি অষ্টতলকের কেন্দ্রে এবং বিপরীত আধানযুক্ত আয়নগুলি ওই অষ্টতলকের এক- একটি শীর্ষ বিন্দুতে অবস্থান করে। এইভাবে আয়নীয় যৌগ NaCl উৎপন্ন হয়। আয়নীয় যোউগে অনুর কোনো অস্তিত্ব থাকে না। এইসব যৌগের আণবিক ওজন বলে কিছু হয় না। তাই এইসব যৌগের ক্ষেত্রে আণবিক ওজন অপেক্ষা সংকেত ওজন কথাটি যুক্তিযুক্ত।




৫.৫ 50 গ্রাম ক্যালশিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো (Ca=40, C= 12, O=16)।


উঃ- CaCO3 = CaO + CO2
CaCO3 এর আণবিক ভর = (40+12+3×16) = 100

CO2 এর আণবিক ভর = (12+2×16) = 44

100g ক্যালশিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে CO2 পাওয়া যায় 44 g
50g ক্যালশিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে CO2 পাওয়া যায়

(44×50)/100 = 22 g

৫.৬ শুস্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হাল্কা কে তা ব্যাখ্যা করো।


উঃ- শুস্ক বায়ুর বাষ্পঘনত্ব 14.4 । অন্যদিকে জলীয় বাষ্পের বাষ্পঘনত্ব 9, সুতরাং সমআয়তনের জলীয় বাষ্প অপেক্ষা শুস্ক বায়ু বেশি ভারী। আর্দ্র বায়ুতে, শুস্ক বায়ুর থেকে বেশি জলীয় বাষ্প থাকে। তাই আর্দ্র বায়ু সমআয়তনের শুস্ক বায়ু অপেক্ষা হাল্কা হয়।


৫.৭ সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?


উঃ- সাতটি বর্ণের মধ্যে লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। যার তরঙ্গদৈর্ঘ্য বেশি তার চ্যুতি সবচেয়ে কম। সূর্যাস্তের সময় সূর্য দিগন্তরেখার কাছাকাছি থাকে বলে লাল আলো পৃথিবীতে সহজে পৌঁছাতে পারে যদিও অতিক্রান্ত পথ বেশি হয়। কিন্তু অন্যান্য আলোর বিচ্যুতি বেশি হয় বলে তা দর্শকের চোখে পৌঁছাতে পারে না। তাই সূর্যের সাত আলোর মধ্যে কেবল লাল বর্ণই দর্শকের চোখে পৌঁছায় বলে সূর্যকে অপেক্ষাকৃত বেশি লাল দেখায়।

৫.৮ ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।


উঃ- বামহস্তের বৃদ্ধাঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।


৫.৯ লেঞ্জের সূত্রটি লেখো।


উঃ- তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। লেঞ্জের সূত্র শক্তির নিত্যতা সূত্রকে প্রতিষ্ঠা করে। একটি চুম্বক বা কুণ্ডলীকে গতিশীল করতে যে যান্ত্রিক কার্য করতে হয় সেটি হল কুণ্ডলীতে আবিষ্ট তড়িতচালক বলের উৎস। অর্থাৎ যান্ত্রিক শক্তি কুণ্ডলীতে তড়িৎ শক্তিতে রূপান্তরীত হয়


৬. নীচের প্রশ্নটির উত্তর দাও                          ৩x৪=১২

৬.১ 760 mmHg চাপে ও 273 K উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 g এর আয়তন 1.12 L। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাস্প ঘনত্ব নির্ণয় করো।
উঃ- 1.12 L একটি গ্যাসের ভর 1.6 g

22.4 L গ্যাসের ভর = (1.6 x 22.4)/1.12

= 32 g

গ্যাসটির মোলার ভর 32 g

গ্যাসটির বাষ্প ঘনত্ব (D) = (এক লিটার গ্যাসটির ভর) / (এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর)

আমরা জানি, সম আয়তন সব গ্যাসের মধ্যে সম সংখ্যাক অনু থাকে।

অতএব, গ্যাসটির বাষ্প ঘনত্ব (D) = (গ্যাসটির একটি অনুর ভর) / (হাইড্রোজেনের একটি অনুর ভর)

= (গ্যাসটির একটি অনুর ভর) / ( 2 x হাইড্রোজেনের একটি পরমানুর ভর)

গ্যাসটির বাষ্প ঘনত্ব (D) = 32/(2×1) = 16

অতএব, গ্যাসটির বাষ্প ঘনত্ব (D) = 16৬.২ একটি তড়িৎ কোশের তড়িচ্চালক বল10V ও অভ্যন্তরীন রোধ 2 ওহম। কোশটিকে 8 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হল। রোধটিতে 60 সেকেণ্ডে কত জুল তাপ উৎপন্ন হবে ?

উঃ- তড়িচ্চালক বল (E) = 10 V

অভ্যন্তরীন রোধ = 2 ওহম

রোধকের রোধ = 8 ওহম

মোট রোধ ( R )= (2+8) = 10 ওহম

প্রবাহমাত্রা (I) = E/R

I =10/10 অ্যাম্পিয়ার

I = 1 অ্যাম্পিয়ার

জুলের সূত্র অনুযায়ী পরিবাহীতে উৎপন্ন তাপ ,

H = I2.R.t

H= (1)2 x 10 x 60 J

H= 600 J

অতএব, রোধকটিতে উৎপন্ন তাপের পরিমান 600 জুল


৬.৩ দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অনুপাত হবে নির্ণয় করো।

Answer Coming Soon 


৬.৪ চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কীভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশীর্ষ, খর্বাকার, সদবিম্ব গঠিত হয় তা দেখাও

Answer Coming Soon 

<<<<অন্যান্য বিষয়য়ের  জন্য নীচের লিঙ্কে  click  করো >>>>

 English ( ইংরেজী )  

 History (  ইতিহাস ) 

Geography ( ভূগোল ) 

Mathematics (  গণিত )  

** মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ || অধ্যায় - ৪ ( অভিব্যাক্তি ও অভিযোজন )  

** Some Important Questions on Physical Science || ভৌত বিজ্ঞানের কিছু গুরুত্ত্বপূর্ন প্রশ্নাবলী 




**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.