Madhyamik Physical Science || মাধ্যমিক ভৌত বিজ্ঞান || পর্যায় সারনী ( Periodic Table) ) || মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন || Madhyamik Physical Science Suggestions
পর্যায় – সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
পর্যায় - সারণিতে সন্ধিগত মৌলের সংখ্যা
<< ( Ans ) >>
30
16 নং শ্রেণির মৌলগুলিকে বলে
<< ( Ans ) >>
চ্যালকোজেন
একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী
<< ( Ans )
>> mg
প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়?
<< ( Ans )
>> ca
প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক
<< ( Ans )
>> K
সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌল হল
<< ( Ans ) >> He
কোন হ্যালোজেনটিক তড়িৎ -ঋণাত্মকতা সবচেয়ে কম
<< ( Ans ) >>
I
প্রদত্ত কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূণ্য
<< ( Ans ) >>
Ne
পর্যায় সারণির শেষ প্রাকৃতিক মৌলটি হল
<< ( Ans ) >> ইউরেনিয়াম
O,N,C,F মৌলগুলির তড়িৎ
<< ( Ans )
>> ঋণাত্মকতার ক্রম হল
<< ( Ans ) >> F>O>N>C
কোন আয়নটি সবচেয়ে ছোটো?
<< ( Ans ) >> Na+
দীর্ঘ পর্যায় - সারণির কোন শ্রেণিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত
<< ( Ans ) >> শ্রেণি 17
কোনটি ক্ষার ধাতু নয়? << ( Ans )
>> Al আধুনিক পর্যায় সারণিতে নোবল গ্যাসগুলির অবস্থান << ( Ans ) >> 18 নং শ্রেণিতে একাধিক যোজ্যতা দেখা যায় << ( Ans ) >> সন্ধিগত মৌলের পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রমটি হল << ( Ans ) >> K>Na>Li কোনটি চ্যালকোজেন মৌল? << ( Ans ) >> s প্রদত্ত কোনটি সন্ধিগত মৌল? << ( Ans ) >> Cr প্রদত্ত কোনটি ক্ষারীয় মৃত্তিকা মৌল নয় << ( Ans ) >>
Na প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয় << ( Ans ) >> তেজস্কিয়তা প্রদত্ত হ্যালোজেনগুলির মধ্যে সবথেকে বিজারণধর্মী হল << ( Ans ) >> I সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল এবং কঠিন হ্যালোজেন হল << ( Ans )
>> Br,I সবচেয়ে তড়িৎ << ( Ans ) >> ধনাত্মক ও তড়িৎ << ( Ans )
>> ঋণাত্মক মৌলগুলি হল << ( Ans ) >> Cs,F প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি হ্যালোজেন শ্রেণি নয় << ( Ans ) >> Ar Li,O,F,N,C মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম হল << ( Ans ) >> F,O,N,C,Li পর্যায় - সারণির দীর্ঘতম পর্যায়টি হল << ( Ans ) >> ষষ্ঠ ও সপ্তম উভয়ই প্রদত্ত কোন মৌলটির আয়নীকরণ বিভবের মান সর্বনিম্ন << ( Ans )
>> Ba কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম << ( Ans ) >> Li কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোটো? << ( Ans ) >> F
আয়নীয় ও সমযোজী বন্ধন
কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না?
<< ( Ans ) >> LiH
নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পারমাণুর মধ্যে কী প্রকৃতিক বন্ধন উপস্থিত?
<< (
Ans ) >> সমযোজী ত্রি বন্ধন
নাইট্রোজেন অণুতে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন সংখ্যা
<< ( Ans ) >> 6
প্রদত্ত ধর্মগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগের ধর্ম?
<< ( Ans ) >> বন্ধনের অভিমুখিতা
সমযোজী দ্বি বন্ধনযুক্ত যৌগ কোনটি? <
< ( Ans ) >> C2H4
একটি সমযোজী ত্রি বন্ধনযুক্ত যৌগ কোনটি?
<< ( Ans ) >> C2H2
নীচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান?
<< ( Ans ) >> হাইড্রোজেন ক্লোরাইড
প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ?
<< ( Ans ) >> MgCl2
আয়নীয় বন্ধন গঠিত হয়
<< ( Ans ) >> একটি ধাতব ও একটি অধাতব পরমাণুর মধ্যে
আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হল
<< ( Ans ) >> সংকেত ওজন
কোন যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি?
<< ( Ans ) >> NaCl
12x,17Y মৌল দুটির দ্বারা উৎপন্ন যৌগের সংকেত হল
<< ( Ans ) >> XY2
আয়নীয় ও সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ হল
<< ( Ans ) >> KCN
প্রদত্ত কোন জোড় দুটি আইসোইলেকট্রনিক?
<< ( Ans ) >> Ne,O2
কোনটি অ্যালকোহলে দ্রাব্য
<< ( Ans ) >> ন্যাপথলিন
কোনটি সমযোজী যৌগ?
<< ( Ans ) >> BCl3
প্রদত্ত কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত?
<< ( Ans ) >> সোডিয়াম ক্লোরাইড
প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ?
<< ( Ans ) >> LiH
নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা
<< ( Ans ) >> 3
সমযোজী বন্ধন দেখা যায়
<< ( Ans ) >> CH4
দৈনন্দিন জীবনে ব্যবহৃত এইরূপ একটি কঠিন তড়িৎযোজী যৌগ হল
<< ( Ans ) >> খাদ্যলবণ
প্রদত্ত কোন যৌগটি আয়নীয় হলেও জলে অদ্রাব্য?
<< ( Ans ) >> CaCO3
যে যৌগটিতে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে,সেটি হল
<< ( Ans ) >> BCl3
প্রদত্ত কোন যৌগ অষ্টক সূত্র প্রযোজ্য?
<< ( Ans ) >> NH3
কোনটি জলে অদ্রাব্য?
<< ( Ans ) >> CHCl3
কোন যৌগটির মধ্যে সমযোজী , আয়নীয় ও আসমযোজী বন্ধন থাকে?
<< ( Ans ) >> NH4Cl
CH4 -এর মধ্যে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা হল
<< ( Ans ) >> 4
প্রদত্ত কোনটি তড়িৎযোজী যৌগ নয়?
<< ( Ans ) >> গ্যাসীয় HCl
প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়?
<< ( Ans ) >> H2O
প্রদত্ত কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই?
<< ( Ans ) >> ক্যালসিয়াম অক্সাইড
প্রদত্ত কোনটি তীব্র তড়িদবিশ্লেষ্য?
<< ( Ans ) >> NaOH
প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহণ করতে পারে?
<< ( Ans ) >> গলিত NaCl
ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহণ করে
<< ( Ans ) >> ইলেকট্রন
কোনটি তড়িৎ -অবিশ্লেষ্য পদার্থ?
<< ( Ans ) >> কার্বন টেট্রাক্লোরাইড
যে পাত্রে তড়িদবিশ্লেষণ করা হয় তা হল
<< ( Ans ) >> ভোল্টামিটার
তড়িদবিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে
<< ( Ans ) >> বিজারণ
তড়িদবিশ্লেষণে তড়িৎশক্তি রূপান্তরিত হয়
<< ( Ans ) >> রাসায়নিক শক্তিতে
অ্যাসিড মিশ্রিত জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত
<< ( Ans ) >> 2:1
রুপোর অলংকারে সোনার প্রলেপ দিতে তড়িদবিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়
<< ( Ans ) >> পটাশিয়াম - এর জলীয় দ্রবন
কপার বিশোধনে অ্যানোডরূপে ব্যবহৃত হয়
<< ( Ans ) >> অবিশুদ্ধ কপার
অ্যানোড মাডে কোন ধাতুটি থাকে?
<< ( Ans ) >> Au
প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িদবিশ্লেষ্য?
<< ( Ans ) >> CH3COOH
প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহণ ক্ষমতা সর্বাধিক?
<< ( Ans ) >> অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের
রুপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোডরূপে ব্যবহৃত হয়
<< ( Ans ) >> Au
প্রদত্ত কোনটি তড়িদবিশ্লেষণের সময় অ্যানোডে সংঘটিত হয়?
<< ( Ans ) >> জারণ
তড়িদবিশ্লেষণে তড়িদবিশ্লেষ্যের ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা
<< ( Ans ) >> সমান নাও হতে পারে
কপার তড়িদ্দ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে অ্যানোড তড়িদ্দ্বারে উৎপন্ন হয়
<< ( Ans ) >> Cu2+
জলের তড়িদবিশ্লেষণে তড়িদ্দ্বার হিসেবে ব্যবহৃত হয়
<< ( Ans ) >> প্ল্যাটিনাম পাত
জলের তড়িদবিশ্লেষণের ফলে উৎপন্ন H2 ও O2 - এর ভরের অনুপাত
<< ( Ans ) >> 1:8
গলিত NaCl - এর মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহণ করে
<< ( Ans ) >> ক্যাটায়ন ও অ্যানায়ন
কোনটির তড়িৎ পরিবহণের ক্ষমতা ন্যূনতম?
<< ( Ans ) >> কঠিন KCl
ভোল্টামিটারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িদবিশ্লেষণের সময় অ্যানোডে
<< ( Ans ) >> জারণ ঘটে ও O2 মুক্ত হয়
Cu তড়িদ্দ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িদবিশ্লেষণের ক্ষেত্রে প্রদত্ত কোন বিবৃতিটি ঠিক?
<< ( Ans ) >> দ্রবণে CuSO4 - এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে
আরো দেখোঃ
পরিবেশের জন্য ভাবনা Click here
গ্যাসের আচরন Click here
রাসায়নিক গননা Click here
আলো ( Light ) click here
প্রবাহী তড়িৎ ( Current Electricity ) Click here
অন্যান্য বিষয়ের সাজেশন
<< Madhyamik Life Science Suggestions >>
<< Madhyamik Physical Science Suggestions >>
Madhyamik History Suggestions
Madhyamik Geography Suggestions
Madhyamik Mathematics Suggestions
Madhyamik Bengali Suggestions
Madhyamik English Suggestions
সমস্ত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা 2022 (Madhyamik 2022 / WB Madhyamik 2022 / MP Exam 2022/ West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2022 / Madhyamik Class 10th / Class X / Madhyamik Pariksha 2022 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE , WBP , Group-D ) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Banglarshiksa.in এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) ভৌতবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন // class 10 physical science suggestion 2022 // physical science suggestion for madhyamik 2022 // class 10 physical science question answer 2022 //wbbse class 10 physical science question paper (Madhyamik Physical Science Suggestion / West Bengal Board of Secondary Education – WBBSE Physical Science Suggestion / Madhyamik Class 10th Physical Science Suggestion 2022 / Class X Physical Science Suggestion / Madhyamik Pariksha Physical Science Suggestion / Physical Science Madhyamik Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Madhyamik Physical Science Suggestion 2022 FREE PDF Download)
দেওয়ার চেষ্টা করা হল , আশাকরি এগুলি ছাত্রছাত্রীদের কাজে লাগবে । ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা 2022 / দশম শ্রেণী ভৌতবিজ্ঞান পরীক্ষা 2022 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022 / পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022 / madhyamik physical science suggestion 2022 pdf , /class 10 physical science question answer in bengali pdf// মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2022 pdf //ভৌতবিজ্ঞান ও পরিবেশ class 10 // দশম শ্রেণী ভৌতবিজ্ঞান সাজেশন 2022 (Madhyamik Physical Science Suggestion 2022 / West Bengal Board of Secondary Education – WBBSE Physical Science Suggestion 2022 / Madhyamik Class 10th Physical Science Suggestion 2022 / Class X Physical Science Suggestion 2022 / Madhyamik Pariksha Physical Science Suggestion 2022 / Madhyamik Physical Science Exam Guide 2022 / Madhyamik Physical Science MCQ , Short , Descriptive Type Question and Answer 2022 / Madhyamik Physical Science Suggestion 2022 FREE PDF Download) সফল হবে। ছাত্রছাত্রীদের যদি অন্য কিছুর প্রয়োজন হয় তারা যেন অবশ্যই আমাদের নীচের বক্সে কমেন্ট করে জানায় ।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভৌত বিজ্ঞান একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে ভৌত বিজ্ঞান একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
No comments