Header Ads

Header ADS

Semester 2 History Suggestions -Part-14 -Answer প্রশ্ন - প্রশ্নঃ - লক্ষ্মণ সেনের আমলে বাংলার মুসলিম আক্রমণ সম্পর্কে কি জানো? প্রশ্নঃ টীকা লেখো : কৈবর্ত বিদ্রোহ। প্রশ্নঃ মাৎস্যন্যায় বলতে কি বোঝো? প্রশ্নঃ পাল রাজা গোপাল সম্পর্কে টিকা লিখ Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

  History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System 

History   Suggestions( BA General )  with Answer 

Semester 2 History Suggestions  -Part-14 -Answer 

প্রশ্ন - প্রশ্নঃ  - লক্ষ্মণ সেনের আমলে বাংলার মুসলিম আক্রমণ সম্পর্কে কি জানো?

 প্রশ্নঃ  টীকা লেখো : কৈবর্ত বিদ্রোহ।

 প্রশ্নঃ  মাৎস্যন্যায় বলতে কি বোঝো?

 প্রশ্নঃ  পাল রাজা গোপাল সম্পর্কে টিকা লিখ  

 Suggestion for 2nd  Semester of Calcutta University under CBCS System 


Calcutta University || CBCS System || All Semester Suggestions 

Calcutta University  all Semester Suggestions || All Subjects  ( with Answer )

Semester 1 ( I )

👉 Click Here 

Semester 2 ( II )

👉 Click Here

Semester -3 ( III )

👉 Click Here

Semester – 4 ( IV )

👉 Click Here 

Semester – 5 ( V )

👉 Click Here 

Semester – 6 ( VI )

👉 Click Here

কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান  সাজেশন ( উত্তরসহ ) 

BA ( General  2nd Semester ) 

--- আরো দেখো  --- 

Semester 2 ( II ) 
- Philosophy Suggestions -  Click Here 
- Elective Bengali Suggestions -  Click Here 
- Education Suggestions -  Click Here 

2nd  Semester History  Suggestions ( 2020 ) Calcutta University

History ( 2nd Semester ) 


////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////

 প্রশ্নঃ  টীকা লেখো : কৈবর্ত বিদ্রোহ।

////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////


উত্তরঃ 

তৃতীয় বিগ্রহপাল-এর রাজত্বকালে (১০৪৩-৭০ খ্রিঃ) নানা দিক থেকে পাল সাম্রাজ্যের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল। বৈদেশিক শক্তির আক্রমণে অভ্যন্তরীণ প্রশাসন ভেঙে পড়েছিল এবং সেই সুযোগে সামন্তরাজাদের হাতে কেন্দ্রীভূত হয়েছিল রাজনৈতিক ক্ষমতা। তাঁর মৃত্যুর পর পাল বংশের সিংহাসনে বসেন দ্বিতীয় মহীপাল (১০৭০-৭১ খ্রিঃ)। তিনি ছিলেন অযোগ্য ও কুচক্রী শাসক। মহীপাল নিজ ভ্রাতাদ্বয় শূরপাল ও রামপালকে কারারুদ্ধ করে নিজেকে নিষ্কণ্টক করতে চেয়েছিলেন, কিন্তু তাঁর কুশাসনের ফলে সামন্তশ্রেণি বিদ্রোহ করে। কৈবর্ত-নায়ক দিব্য বা দিব্যকের নেতৃত্বে বিদ্রোহী সামন্তরা বরেন্দ্রভূমিতে স্বাধীন ও স্বতন্ত্র শাসন প্রবর্তন করে। বিদ্রোহীদের হাতে মহীপাল নিহত হন।

• বরেন্দ্র পুনরুদ্ধার : দিব্যকের মৃত্যুর পর তাঁর ভাই রুদোক ও পুত্র ভীম যথাক্রমে বরেন্দ্রীর সিংহাসনে বসেন। ভীম ছিলেন তুলনামূলকভাবে দুর্বল শাসক। সেই সময়ে রামপাল বরেন্দ্রী পুনরুদ্ধারের চেষ্টা করেন। ভূমি ও অর্থের বিনিময়ে তিনি বহু সামন্তরাজাকে নিজপক্ষে আনতে সক্ষম হন।

রামপাল ভীমকে পরাজিত ও হত্যা করে বরেন্দ্র পুনরুদ্ধার করেন। সেখানে বহু অর্থব্যয়ে সজ্জিত ‘রামাবতী' নগরী প্রতিষ্ঠা করে নিজ রাজধানী স্থাপন করেন। তিনি বরেন্দ্রভূমিতে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন।

ড. উপেন্দ্রনাথ ঘোষাল, যদুনাথ সরকার প্রমুখ এই বিদ্রোহের গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। এঁদের মতে, কৈবর্ত-শ্রেণিভুক্ত দিব্য নেতৃত্ব দিলেও এটি কেবলমাত্র কৈবর্তদের বিদ্রোহ ছিল না। বাংলার কেন্দ্রীয় শক্তির দুর্বলতা এবং রাজপরিবারের অন্তর্বিরোধের সুযোগে উত্তরবঙ্গের সামন্তরাজারা এক্ষেত্রে এই বিদ্রোহে শামিল হয়েছিলেন। দক্ষতা ও যোগ্যতার দ্বারা দিব্য এর নেতৃত্ব গ্রহণ করেছিল। তবে এজন্য দ্বিতীয় মহীপাল অত্যাচারী ছিলেন—এই তত্ত্ব ড. মজুমদার অস্বীকার করেন। ব্যক্তিগত উচ্চাশা এবং সমসাময়িক পরিস্থিতিই এই বিদ্রোহের জন্ম দিয়েছিল।

এই বিদ্রোহের ফলও সুদূরপ্রসারী ছিল না। সামন্তরা মিলিতভাবে বিদ্রোহ করলেও খুব শীঘ্র তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। তাই ক্ষমতা পুনর্দখল করতে রামপালের অসুবিধা হয়নি।



=======@@@@@======



////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////

 প্রশ্নঃ  মাৎস্যন্যায় বলতে কি বোঝো?

////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////


উত্তর -

গৌড়াধিপতি শশাঙ্কের মৃত্যুর পর (৬৩৭ খ্রিঃ) গৌড়বঙ্গে এক চরম অরাজক অবস্থার সৃষ্টি হয়েছিল। বাংলায় পালবংশের প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত প্রায় একশত বৎসর ধরে এই অরাজক অবস্থা চলতে থাকে। ‘আর্যমঞ্জুশ্রী মূলকল্প' গ্রন্থ থেকে জানা যায়, তখন গৌড়-রাজ্য ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে একাধিক ক্ষুদ্র ও দুর্বল রাজ্যের উৎপত্তি ঘটেছিল। হিউয়েন-সাঙ বাংলা পরিভ্রমণে এসে (৬৩৮ খ্রিঃ) ‘পুণ্ড্রবর্ধন' (উত্তরবঙ্গ) – এই চারটি স্বাধীন রাজ্যের অস্তিত্ব লক্ষ্য করেন। এইসব রাজ্যের মধ্যে বিবাদ-বিসম্বাদ লেগেই ছিল। অনিয়ম-অনাচার ছিল স্বাভাবিক ঘটনা আর ছিল গৃহযুদ্ধ, দুর্বলের ওপর সবলের অত্যাচার। এইরূপ অভ্যন্তরীণ অনিশ্চিত অবস্থার মধ্যে একাধিক বৈদেশিক শত্রুর আক্রমণ বাংলার জনজীবনকে দুর্বিষহ করে তোলে। একই সময়ে উত্তর ও পূর্ব-ভারত তিব্বতীয় অভিযানে পর্যুদস্ত হয়। কনৌজের যশবর্মন ও কাশ্মীররাজ ললিতাদিত্য পুনঃপুন আক্রমণে বাংলাকে ক্ষতবিক্ষত করে তোলে। তিব্বতীয় ঐতিহাসিক লামা তারানাথ তৎকালীন বাংলার অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলেছেন, “তখন বাংলার কোন রাজা ছিল না, প্রত্যেক ক্ষত্রিয় ব্রাহ্মণ, সামন্ত ও বণিক নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে রাজত্ব করতেন। ফলে জনসাধারণের দুর্দশার অন্ত ছিল না।” শশাঙ্কের মৃত্যু ও পালবংশের অভ্যুত্থানের মধ্যবর্তীকালীন বাংলার এই অরাজক অবস্থাকে সমসাময়িক লিপি ও কাব্যে ‘মাৎস্যন্যায়' বলে বর্ণনা করা হয়েছে। পুকুরের বড়ো মাছ যেমন ছোটো মাছকে নির্বিচারে গ্রাস করে, তেমনিই অরাজকতার সুযোগে বাংলাদেশে সবলেরা দুর্বলের ওপর অত্যাচার চালাত। একেই বলা হত 'মাৎস্যন্যায়'।



=======@@@@@======



////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////

 প্রশ্নঃ  পাল রাজা গোপাল সম্পর্কে টিকা লিখ  

////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////


উত্তর ঃ 

 বাংলার শশাঙ্কের মৃত্যুর পরবর্তী একশো বছরের অরাজকতার অবসানে প্রকৃতি পুঞ্জ গোপালকে বাংলার রাজারূপে নির্বাচিত করেন বলে পালরাজ ধর্মপাল 'খলিমপুর তাম্রলিপি' থেকে জানা যায়। গোপাল ছিলেন সম্ভবত বাংলার একজন শক্তিশালী সামন্তরাজা। ‘প্রকৃতিপুঞ্জ' বলতে অনেকের মতে, জনসাধারণকে বোঝানো হয়েছে, আবার অনেকের মতে, বাংলার প্রভাবশালী সামন্তশ্রেণিকে বোঝানো হয়েছে। যাই হোক, গোপালের বংশপরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তাঁর পিতা ও পিতামহের নাম ছিল যথাক্রমে ‘বপাট' ও ‘দয়িতবিষ্ণু'। গোপালের পত্নী ছিলেন ভদ্ররাজ বংশজাতা ‘দদ্দাদেবী'। রামচরিতে বারেন্দ্রীকেই পালরাজাদের জন্মভূমি বলে বলা হয়েছে। গোপাল কিভাবে রাজ্যবিস্তার করেন, তা সঠিক জানা যায় না। তবে মনে হয়, সমগ্র বাংলা 

তাঁর অধীনে এসেছিল। দেবপালের 'মুঙ্গের লিপি' অনুযায়ী তিনি সমুদ্রতীর পর্যন্ত রাজ্যবিস্তার করেন। সিংহাসনে আরোহণ করে তিনি ‘কামকারী’ অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করেছিলেন। এবং এটিই ছিল তাঁর সবচেয়ে বড়ো কৃতিত্ব। ‘খলিমপুর লেখাতে তাঁকে ‘পরম সৌগত' বলে বর্ণনা করা হয়েছে। এর থেকে বোঝা যায় যে, তিনি বৌদ্ধ ছিলেন।



=======@@@@@======




////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////

 প্রশ্নঃ  - লক্ষ্মণ সেনের আমলে বাংলার মুসলিম আক্রমণ সম্পর্কে কি জানো?

////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////


উত্তরঃ  

বাংলার পালরাজ লক্ষ্মণসেনের আমলের উল্লেখযোগ্য ঘটনা হল তুর্কী সেনাপতি ইতিয়ারউদ্দিন-মহম্মদ-বিন্-বখতিয়ার খলজীর বাংলা আক্রমণ। মিনহাজউদ্দিন সিরাজ রচিত ‘তরকাৎ-ই-নাসিরী’ এবং ইসামী রচিত ‘ফুতুহ-উস্-সালাতিন' গ্রন্থ থেকে এ সম্পর্কে তথ্য পাওয়া যায়। জানা যায়, বখতিয়ার খলজী ছিলেন সুলতান কুতুবউদ্দিন আইবকের অধীন জায়গিরদার, বিহার অভিযানের পর বখতিয়ার খলজী বাংলা অভিযানে উদ্যোগী হন। তিনি ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলের জঙ্গলাকীর্ণ পথ ধরে অগ্রসর হন। ১৮ জন অশ্বারোহী-সহ তিনি এত দ্রুত অগ্রসর হন যে, মূল সেনাদলের বহু আগেই নবদ্বীপে পৌঁছান। নবদ্বীপ ছিল একটি তীর্থস্থান, লক্ষ্মণসেনের রাজধানী নয়। তাই সেখানে প্রতিরক্ষার কোন দৃঢ় ব্যবস্থা ছিল না। এই অবস্থায় অতর্কিতে রাজপ্রাসাদ আক্রান্ত হলে বৃদ্ধ লক্ষ্মণসেনের নবদ্বীপ ত্যাগ করা ছাড়া কোন উপায় ছিল না। বাংলার এই বিপর্যয়ের জন্য অনেকে লক্ষ্মণসেনের সেনাপতি ও উচ্চপদস্থ কর্মচারীদের দায়ী করেছেন। এমনকি এই ঘটনার ভিতরে তাদের বিশ্বাসঘাতকতার আভাসও পেয়েছেন। কারণ রাজজ্যোতিষী নাকি তুর্কী-বিজয়ের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন। তাছাড়া সেন রাজকর্মচারীদের অজ্ঞাতসারে বিশাল তুর্কী সেনাদলের পক্ষে বিহার সীমান্ত থেকে নবদ্বীপে পৌঁছানো কিভাবে সম্ভব হল সে সম্পর্কেও প্রশ্ন থেকে যায়। ডি. সি. সরকারের মতে, এই ঘটনা তখনই সম্ভব যখন জ্যোতিষী, মন্ত্রী প্রমুখের আনুগত্য শত্রুর কাছে বিক্রীত থাকে। যাই হোক, গৌড় বিজয়ের সম্ভাব্য তারিখ ছিল ১২০৫ খ্রীঃ ।



=======@@@@@======



--- আরো দেখো  --- 

Semester 2 ( II ) 
- Philosophy Suggestions -  Click Here 
- Elective Bengali Suggestions -  Click Here 
- Education Suggestions -  Click Here 


TAG:- 2nd semester, BA 2nd Semester, BA general, History ,BA History Suggestions,

তথ্য সংগ্রহঃ BA-2nd-Semester-2-History-Suggestions

Calcutta University  Under CBCS ( system ) , Semester (VI) History  General Paper DSE-B2  , BA 2nd Semester ( History   General ) Suggestions . BA History  suggestion , CBCS History   Suggestions





 
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে 

**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) History  General  , BA 2nd Semester ( History  General ) Suggestions . 

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.