Header Ads

Header ADS

Semester 2 History Suggestions -Part-16 -Answer প্রশ্নঃ পল্লবরাজা প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নঃ বাকাটক বংশের রাজনৈতিক ইতিহাস লিখ। Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

  History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System 

History   Suggestions( BA General )  with Answer 

Semester 2 History Suggestions  -Part-16 -Answer 

 প্রশ্নঃ    পল্লবরাজা প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব আলোচনা করো।

 প্রশ্নঃ  বাকাটক বংশের রাজনৈতিক ইতিহাস লিখ।

 Suggestion for 2nd  Semester of Calcutta University under CBCS System 



Calcutta University || CBCS System || All Semester Suggestions 

Calcutta University  all Semester Suggestions || All Subjects  ( with Answer )

Semester 1 ( I )

👉 Click Here 

Semester 2 ( II )

👉 Click Here

Semester -3 ( III )

👉 Click Here

Semester – 4 ( IV )

👉 Click Here 

Semester – 5 ( V )

👉 Click Here 

Semester – 6 ( VI )

👉 Click Here

কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস  সাজেশন ( উত্তরসহ ) 

BA ( General  2nd Semester ) 

--- আরো দেখো  --- 

Semester 2 ( II ) 
- Philosophy Suggestions -  Click Here 
- Elective Bengali Suggestions -  Click Here 
- Education Suggestions -  Click Here 

2nd  Semester History  Suggestions ( 2020 ) Calcutta University

History ( 2nd Semester ) 


////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////

 প্রশ্নঃ    পল্লবরাজা প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব আলোচনা করো।

////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////


উত্তরঃ 

উত্তর ভারতে গুপ্তবংশীয় রাজাদের গৌরবময় যুগের অবসানের পর অন্তত কিছুদিনের জন্য ভারত-ইতিহাসের মূল অকর্ষণ দক্ষিণ ভারতে স্থানান্তরিত হয়েছিল। অবশ্য সেখানে কোনো বৃহৎ ও বিস্তৃত সাম্রাজ্য গড়ে ওঠেনি। কয়েকটি ছোটো ছোটো রাজ্য, তাদের পারস্পরিক সংঘর্ষ এবং শিল্প-সাহিত্যজগতে নিজ নিজ বৈশিষ্ট্যে ভাস্বর হবার প্রবণতাই ছিল ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনা। এই সকল রাজ্যের মধ্যে অন্যতম প্রধান ছিল কাঞ্জির পল্লব রাজ্য। আদি পল্লবরাজাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন শিবস্কন্দবর্মন। পরবর্তী দুই জন রাজা যথাক্রমে প্রথম মহেন্দ্ৰবৰ্মন (৬০-৭৩০ খ্রিঃ) ও প্রথম নরসিংহবর্মন (৬৬০-৬৬৮ খ্রিঃ)-এর রাজত্বকালে পল্লব রাজ্য গৌরবের চূড়ায় আরোহণ করে।


মহেন্দ্রবর্মনের মৃত্যুর পর পল্লববংশের সিংহাসনে বসেন তাঁর পুত্র প্রথম নরসিংহবর্মন (৬৩০-৬৮ খ্রিঃ)। তাঁর নেতৃত্বে পল্লব রাজ্য গৌরবের শীর্ষে আরোহণ করেছিল। এজন্য তাঁকে পল্লববংশের ‘শ্রেষ্ঠ রাজা' বলা হয়। প্রবল প্রতিদ্বন্দ্বী চালুক্যদের পরাজিত করে তিনি বংশের মানমর্যাদা ও শক্তি বৃদ্ধি করেন।


৬৩৪-৩৫ খ্রিস্টাব্দের 'আইহোল' লিপিতে এই পরাজয়ের বিবরণ আছে। এই অভিযানে জয়লাভ করে দ্বিতীয় পুলকেশী পল্লবদের অধীনতা থেকে চোলদের মুক্ত করেন এবং সম্ভবত পল্লবদের অধীনস্থ সামন্ততেলেগু চোড় রাজ্যও পল্লবদের অধিকারমুক্ত হয়েছিল। এই সময়ে উত্তর দাক্ষিণাত্যে পূর্ব চালুক্য রাজ্য বেশ দুর্বল হয়ে পড়েছিল। নরসিংহবর্মন এই সুযোগে পূর্ব চালুক্য রাজ্য আক্রমণ করলে দ্বিতীয় পুলকেশী পুনরায় তাঁকে বাধা দেন। কিন্তু এবারে নরসিংহবর্মন দ্বিতীয় পুলকেশীর বিরুদ্ধে প্রকৃত বীরত্বের পরিচয় দেন। চালুক্যরাজ চোলদের সাথে মিত্রতা করে তুঙ্গভদ্রা অতিক্রম করে পল্লব রাজ্য আক্রমণ করেন। কিন্তু নরসিংহবর্মন মণিমঙ্গলের যুদ্ধে দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে পিছু হটতে বাধ্য করেন। তাঁর পশ্চাদ্ধাবন করে নরসিংহ তুঙ্গভদ্রা অতিক্রম করে পারিয়ালের যুদ্ধে চালুক্যরাজকে পুনরায় পরাজিত করেন এবং 'বাতাপি' দখল করেন (৬৪২ খ্রিঃ)। নগরটিকে তিনি অগ্নিদগ্ধ করেন এবং নিজের বিজয়স্তম্ভ প্রোথিত করেন। তাঁর উপাধি হয় “বাতাপিকোণ্ড। সম্ভবত এই যুদ্ধে দ্বিতীয় পুলকেশী নিহত হয়েছিলেন। তবে নরসিংহবর্মনের রাজত্বের শেষদিকে প্রথম বিক্রমাদিত্যের নেতৃত্বে চালুক্য-শক্তির পুনরুত্থান ঘটেছিল। এই সময় নেল্লোর, কুর্নুল প্রভৃতি অঞ্চল পল্লবদের অধিকার থেকে পুনরায় চালুক্যদের অধিকারে এসেছিল। প্রথম নরসিংহবর্মনের আর-একটি সামরিক কৃতিত্ব হল সিংহলে সফল অভিযান। কেবল বিজেতা নয়, শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবেও প্রথম নরসিংহবর্মনের খ্যাতি ছিল। ‘মহাবলীপুরম্’-এ তিনি কয়েকটি রথমন্দির নির্মাণ করেছিলেন। তখন মহাবলীপুরম্ ছিল দক্ষিণ ভারতের অন্যতম ব্যস্ত বন্দর। তাঁর রাজত্বকালে হিউয়েন সাঙ কাঞ্চিতে এসেছিলেন (৬৪০ খ্রি:)। ৬ মাইল পরিধির এই শহরে তিনি বহু বৌদ্ধমঠ ও জৈন মন্দির লক্ষ করেছিলেন। এইসব মঠে বহু বৌদ্ধ ভিক্ষু বসবাস করতেন। এ থেকে প্রমাণিত হয় যে, অবক্ষয়ের কালেও দক্ষিণ ভারতে বৌদ্ধধর্মের যথেষ্ট জনপ্রিয়তা ছিল। সংস্কৃত শিক্ষার পীঠস্থান হিসেবে 'কাঞ্চি' খ্যাতিলাভ করেছিল। এগুলি তাঁর সাহিত্যানুরাগ ও ধর্মীয় উদারতার পরিচায়ক।




=======@@@@@======



////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////

 প্রশ্নঃ  বাকাটক বংশের রাজনৈতিক ইতিহাস লিখ।

////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////


উত্তর - 

পরিচয় : বেরার ও মধ্যপ্রদেশের কতকাংশকে কেন্দ্র করে খ্রীষ্টীয় তৃতীয় শতকের দ্বিতীয় ভাগে বকাটক রাজ্য গড়ে উঠেছিল। এই বাকাটকদের বংশপরিচয় ও আদি বাসস্থান অনিশ্চিত। ড.  সরকারের মতে, বা-কট অঞ্চলের অধিবাসী হিসেবে এদের নাম হয় বকাটক বা বাকটিক। তাঁর মতে, এই বংশের প্রতিষ্ঠাতা বিন্ধ্যশক্তির নাম থেকেই বোঝা যায় যে, এরা বিন্ধ্য পর্বত সন্নিহিত অঞ্চলে বসবাস করত। লেখর সাক্ষ্য থেকে বোঝা যায় যে, মধ্যপ্রদেশের নাগপুর ও বেরারের আকোলা ছিল বাকাটক শক্তির মূল কেন্দ্র। বুন্দেলখণ্ড অঞ্চল সম্ভবত শাসন করতে বাকাটকদের অধীন কোন সামস্ত।

> রাজ্য প্রতিষ্ঠা : বাকাটক বংশের প্রতিষ্ঠাতা বিন্ধ্যশক্তি ছিলেন বিষ্ণুবৃদ্ধ গোত্রের ব্রাহ্মণ, বেলোরা তাম্রফলকে তাঁকে ‘বংশকেতু' বলে উল্লেখ করা হয়েছে। এ থেকে বোঝা যায় যে, তিনিই ছিলেন এই বংশের প্রথম উল্লেখযোগ্য ব্যক্তি। বিন্ধ্যশক্তির পুত্র ছিলেন মহারাজ প্রথম প্রবরসেন (আনু. ২৭৫-335 খ্রীঃ)। তিনি রাজ্যসীমা বিস্তৃত করেন ও চারটি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন। তাঁকেই এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা দেওয়া যায়। প্রবরসেন তাঁর পুত্রের সঙ্গে শক্তিশালী নাগবংশের রাজা ভবনাগের কন্যার বিবাহ দেন। এই শক্তিশালী আত্মীয়ের সহায়তায় তিনি উত্তরে বুন্দেলখণ্ড থেকে দক্ষিণে হায়দ্রাবাদ পর্যন্ত ভূভাগ বাকাটক রাজ্যের অধীনে আনেন। প্রবর সেন ছিলেন গোঁড়া ব্রাহ্মণ্যধর্মের সমর্থক। অশ্বমেধ ছাড়াও বাজপেয়, অগ্নিষ্টোম, অতিরাত্র ইত্যাদি যজ্ঞের অনুষ্ঠান তিনি সম্পন্ন করেছিলেন।

> শাসকবৃন্দ ঃ প্রবরসেনের মৃত্যুর পর বাকাটক বংশ অন্তত দুটি শাখায় ভাগ হয়ে যায়। প্রধান শাখাটি নাগপুরকে কেন্দ্র করে রাজত্ব করতে থাকে। এই শাখার রাজা হন প্রথম রুদ্রসেন। অন্যদিকে সর্বসেনের অধীনে প্রতিষ্ঠিত হয় বাকাটকদের বৎসগুল্প শাখা। রুদ্রসেন সম্ভবত ৩৩৫-৩৬০ খ্রীষ্টাব্দ) পর্যন্ত রাজত্ব করেন। মাতামহ ভবনাগের সাহায্যে ইনি পিতামহ প্রবরসেনের সাম্রাজ্যের বিশাল অংশের উপর নিজ কর্তৃত্ব রক্ষায় সক্ষম হন। সম্ভবত নাগবংশের প্রভাবেই তিনি মহাভৈরব অর্থাৎ শিবের উপাসক হন। অনেকে মনে করেন, সমুদ্রগুপ্ত কর্তৃক বিজিত নয়জন আর্যাবর্ত রাজার একজন ছিলেন। প্রথম রুদ্রসেন, এলাহাবাদ অঞ্চলে লেখয় যাঁকে ‘রুদ্রদেব' বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু বুন্দেলখণ্ডের বিস্তৃত অঞ্চল রুদ্রসেনের পুত্র প্রথম পৃথিবীসেনের অধীনস্থ ছিল। তাই ঐ সনাক্তিকরণ সঠিক নাও হতে পারে।

> গুপ্তদের সাথে সম্পর্ক : রুদ্রসেনের পুত্র ও উত্তরাধিকারী ছিলেন প্রথম পৃথিবীসেন। তিনি কুম্ভল দেশ জয় করেন। তাঁর পুত্র যুবরাজ দ্বিতীয় রুদ্রসেনের সাথে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতীগুপ্তার বিবাহ হয়। দ্বিতীয় রুদ্রসেন রাজত্ব করেন ৩৮৫ থেকে ৩৯০ খ্রীষ্টাব্দ পর্যন্ত। তাঁর উপরে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে যথেষ্ট প্রভাব ছিল তার প্রমাণ তিনি পিতা ও পিতামহের শৈব ধর্মত্যাগ করে বৈষ্ণব ধর্মগ্রহণ করেছিলেন। এই বিবাহ সম্পর্কের ফলে বাকাটকগণ শকদের বিরুদ্ধে যুদ্ধে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে যথেষ্ট সাহায্য করেছিল। তাছাড়া রুদ্রসেনের আকস্মিক মৃত্যুর পর নাবালক পুত্রদের অভিভাবিকা হিসেবে প্রভাবতীদেবী বাকাটক রাজ্যের শাসন পরিচালনা করেছিলেন। ফলে বাকাটক রাজ্যে গুপ্ত-প্রভাব বৃদ্ধি পায়। প্রভাবতী দীর্ঘকাল বাকাটক রাজ্য শাসন করেন। এমনকি তাঁর পুত্র দিবাকর সেনের ষোলো বছর বয়সের পরও তিনি তাঁর কর্তৃত্ব ত্যাগ করেননি। দিবাকর সেন সম্ভবত তাঁর পিতার সিংহাসনে বসার সুযোগ পাননি। কারণ একটি লেখতে তাঁকে মহারাজ দামোদরসেন ও প্রবরসেনের (দ্বিতীয়) মাতা বলে উল্লেখ করা হয়েছে। দামোদরসেন বেশ দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছিলেন। এরপর রাজা হন দ্বিতীয় প্রবরসেন। ইনি সম্ভবত পঞ্চম শতকের মধ্যভাগে সিংহাসনে বসেছিলেন। তাঁর দ্বিতীয় থেকে ২৭-তম রাজ্যবর্ষের মধ্যবর্তী সময়ের বহু লেখ আবিষ্কৃত হয়েছে। এগুলির প্রাপ্তিস্থান হল ওয়ার্ধা, ছিন্দওয়ারা, নাগপুর, বালাঘাট, আম্রৌতি, বেতুল ইত্যাদি। এ থেকে বোঝা যায় যে, প্রবরসেনের রাজত্ব চেরার ও মধ্যপ্রদেশের পশ্চিমের জেলাগুলি নিয়ে গঠিত ছিল। ইনি সেতুবন্ধ কাব্যের রচয়িতা হিসেবেও প্রসিদ্ধ।


=======@@@@@======




আগের Page এ ফিরে যাও




--- আরো দেখো  --- 

Semester 2 ( II ) 
- Philosophy Suggestions -  Click Here 
- Elective Bengali Suggestions -  Click Here 
- Education Suggestions -  Click Here 


TAG:- 2nd semester, BA 2nd Semester, BA general, History ,BA History Suggestions,

তথ্য সংগ্রহঃ BA-2nd-Semester-2-History-Suggestions

Calcutta University  Under CBCS ( system ) , Semester (VI) History  General Paper DSE-B2  , BA 2nd Semester ( History   General ) Suggestions . BA History  suggestion , CBCS History   Suggestions


 
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে 

**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) History  General  , BA 2nd Semester ( History  General ) Suggestions . 

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.