Header Ads

Header ADS

Short Questions -Part-3 -Answer Semester 2 History Suggestions প্রশ্ন -অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর । Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

 History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System 

History   Suggestions( BA General )  with Answer 

Short Questions  -Part-3 -Answer  Semester 2 History Suggestions  

প্রশ্ন -অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

 Suggestion for 2nd  Semester of Calcutta University under CBCS System 

Short Questions  -Part-3 -Answer  Semester 2 History Suggestions    প্রশ্ন -অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।   Suggestion for 2nd  Semester of Calcutta University under CBCS System




Calcutta University || CBCS System || All Semester Suggestions 

Calcutta University  all Semester Suggestions || All Subjects  ( with Answer )

Semester 1 ( I )

👉 Click Here 

Semester 2 ( II )

👉 Click Here

Semester -3 ( III )

👉 Click Here

Semester – 4 ( IV )

👉 Click Here 

Semester – 5 ( V )

👉 Click Here 

Semester – 6 ( VI )

👉 Click Here

কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান  সাজেশন ( উত্তরসহ ) 

BA ( General  2nd Semester ) 

--- আরো দেখো  --- 

Semester 2 ( II ) 
- Philosophy Suggestions -  Click Here 
- Elective Bengali Suggestions -  Click Here 
- Education Suggestions -  Click Here 

2nd  Semester History  Suggestions ( 2022 ) Calcutta University

History ( 2nd Semester ) 


////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////

অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( প্রতি প্রশ্নের মান - 1/2 ) 

////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////


প্রশ্ন : 'এলাহাবাদ প্রশস্তিররচয়িতা কেএতে কার কথা বলা হয়েছে?

 প্রশ্ন : পালবংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর  পালবংশের প্রতিষ্ঠাতা গোপাল। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল (৮১০-৮৫০ খ্রিঃ)

 

প্রশ্ন : গোপালের সিংহাসন আরোহণে কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?

 উত্তর  প্রাচীন যুগে যুদ্ধজয় দ্বারা অথবা উত্তরাধিকার সূত্রেই সিংহাসন লাভ করা যেত। কিন্তু  রাজা গোপাল জনগণের ইচ্ছানুযায়ী শাসন শুরু করেন।

 

প্রশ্ন : আর্যাবর্তে ক্ষমতা প্রতিষ্ঠার জন্য কোন্ কোন্ তিন রাজার মধ্যে যুদ্ধ হয়?

উত্তর    গুর্জর-প্রতিহার-রাজ বৎস, রাষ্ট্রকূট-রাজা ধ্রুব এবং পাল-রাজা ধর্মপাল।

 

প্রশ্ন : ধর্মপাল কি উপাধি ধারণ করেন? তাঁর বিখ্যাত কীর্তি কোটি?

উত্তর   ধর্মপালপরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ' উপাধি ধারণ করেন। তাঁর শ্রেষ্ঠ কীর্তিবিক্রমশীলা মহাবিহার' নির্মাণ। বহু পণ্ডিত এখানে শিক্ষাদানকার্যে রত ছিলেন।

 

প্রশ্ন : কোন্ চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? তখন বাংলার শাসক কে ছিলেন?

উত্তর  চোলরাজ রাজেন্দ্র চোলদেব বাংলাদেশ আক্রমণ করেন। তখন বাংলার শাসক ছিলেন পালবংশের রাজা প্রথম মহীপাল। মহীপালকে পরাজিত করে রাজেন্দ্র চোলগঙ্গাইকোণ্ড' উপাধি গ্রহণ করেছিলেন।

 

প্রশ্ন : কৈবর্ত-বিদ্রোহের নেতার নাম কি? তিনি কাকে হত্যা করেবরেন্দ্রভূমি'  (উত্তর বঙ্গ) দখল করেন?

উত্তর  কৈবর্ত-বিদ্রোহের নেতার নামদিব্যোক। অনেকে তাঁকে 'দেশপ্রেমিক' বলে বর্ণনা করেছেন।

তিনি পালবংশের রাজা দ্বিতীয় মহীপালকে হত্যা করেবরেন্দ্রভূমি দখল করেন।

 

প্রশ্ন : বাংলার কয়েকটি প্রাচীন নগরের নাম লিখ।

উত্তর    প্রাচীন বাংলার নগরগুলির মধ্যে অন্যতম বিখ্যাত কয়েকটি হল : তাম্রলিপ্ত, দণ্ডভুক্তি, পুণ্ড্রনগর, কর্ণসুবর্ণ প্রভৃতি।

 

প্রশ্ন : 'গৌড়তন্ত্র' বলতে কি বোঝায়?

উত্তর    রাজা শশাঙ্কের মৃত্যুর পর বঙ্গদেশ বিভক্ত হয়ে পড়ে। সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সকলে যেভাবে সম্ভব ক্ষমতা দখল করতে থাকে। দুর্বলের ওপর অত্যাচার স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে পড়ে। বাংলার অরাজক অবস্থাকে 'গৌড়তন্ত্র' বলে ব্যঙ্গ করা হয়।

 

প্রশ্ন : কোন্ পালরাজাকে 'উত্তরাপথস্বামী' বলা হয় ?

উত্তর  পালরাজা দেবপালকে বাদল স্তম্ভলিপিতে 'উত্তরাপথস্বামী' অধিপতি বলে উল্লেখ করা হয়েছে। সম্ভবত তিনি উত্তর ভারতের অধিকাংশ রাজ্যকেই পরাজিত করতে সক্ষম হয়ে এই উপাধি গ্রহণ করেন।

 

প্রশ্ন : দীপঙ্কর শ্রীজ্ঞান (অতীশ) কে ছিলেন?

উত্তর  দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ ছিলেন পালযুগের বিখ্যাত দার্শনিক পণ্ডিত। দর্শনশাস্ত্রে পাণ্ডিত্য লাভ করার পরে তিনি বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। তাঁর পাণ্ডিত্যের খ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। বৌদ্ধধর্ম প্রচার সংস্কারের জন্য তিনি তিব্বতে যান এবং সেখানেই তিনি দেহত্যাগ করেন। TEE THE GUTTE

 

প্রশ্ন : পালযুগের দুজন বিখ্যাত ভাস্করের নাম লিখ।

 উত্তর  পালযুগের বিখ্যাত ভাস্কর ছিলেন ধীমান বীতপাল। চিত্রাঙ্কন খোদাই-এর কাজে এরা খুবই পারদর্শিতা দেখান।

 

প্রশ্ন : পালবংশের কোন্ রাজা কৈবর্ত-বিদ্রোহীদের কাছ থেকে বরেন্দ্র পুনরুদ্ধার করেন? কোন্ গ্রন্থ থেকে তাঁর সম্বন্ধে বিস্তৃত জানা যায়?

উত্তর  পালরাজ রামপাল কৈবর্ত-নেতা বীমকে পরাজিত করে বরেন্দ্র পুনর্দখল করেন। কবি সন্ধ্যাকর নন্দী বিরচিত 'রামচরিত' হতে রামপালের রাজত্বকাল সম্পর্কে বিস্তৃত বিবরণ জানা যায়।

 

প্রশ্ন : বাংলার কৌলীন্য প্রথার প্রবর্তক কে? তাঁর রচিত দু'টি গ্রন্থের নাম কর।

উত্তর  - সেনবংশীয় রাজা বল্লাল সেন বাংলায় কৌলীন্য প্রথা চালু করেন। ন্যায়পরায়ণতা জাতিগত পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে তিনি ব্রাহ্মণ, বৈদ্য কায়স্থএই তিন উচ্চ শ্রেণির মধ্যে কৌলীন্য প্রথা চালু করেন। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হল 'দানসাগর' 'অদ্ভুতসাগর'

 

প্রশ্ন : 'গীতগোবিন্দ' কে রচনা করেন? গ্রন্থের বিষয়বস্তু কি? তিনি কোন্ রাজ্যের সভাকবি ছিলেন?

উত্তর  - গীতগোবিন্দের রচয়িতা হলেন বৈষ্ণব কবি জয়দেব। এই গ্রন্থে রাধা-কৃষ্ণের প্রেমলীলার কাহিনী বর্ণিত হয়েছে। জয়দেব রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন।

 

প্রশ্ন : কৈবর্ত-বিদ্রোহের নেতা কে ছিলেন?

উত্তর  কৈবর্ত-বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বা দিব্যোক।

 

 প্রশ্ন : লক্ষ্মণ সেনের রাজত্বকালে কোন্ মুসলিম আক্রমণ ঘটেছিল এবং তার ফল কি হয়েছিল?

উত্তর  কুতুবউদ্দিন আইবকের সেনাপতিইখতিয়ার উদ্দিন মহম্মদ-বিন্-বখতিয়ার খিলজি' (১১৯৭ খ্রিঃ) এই আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হয়ে লক্ষ্মণ সেন নদীয়ায় আশ্রয় গ্রহণ করেন এবং বাংলাদেশে মুসলমান শাসনের সূচনা হয়।

 

প্রশ্ন : কার রচিত কোন্ প্রশস্তি হতে বিজয় সেনের রাজত্বের কথা জানা যায়?

উত্তর  উমাপতি ধরদেওপাড়া প্রশস্তি' হতে বিজয় সেনের রাজত্বকালের কথা জানা যায়।

 

প্রশ্ন : পাল সেন রাজত্বকালের বিখ্যাত পণ্ডিতের নাম লিখ।

উত্তর  - হরিভদ্র, রাহুলভদ্র, বুদ্ধজ্ঞানপদ, কল্যাণ রক্ষিত, কমল শীল, দীপঙ্কর শ্রীজ্ঞান (অতীশ দীপঙ্কর) প্রভৃতি পণ্ডিত পাল সেন রাজাদের আমলে বিভিন্ন মহাবিহার বৌদ্ধমঠে অধ্যাপনা, করতেন।

 

 প্রশ্ন : প্রাচীন বাংলার দু'টি প্রধান বন্দরের নাম লিখ।

উত্তর  - প্রাচীন বাংলার দু'টি প্রধান বন্দর হল 'সপ্তগ্রাম' এবং 'তাম্রলিপ্ত' (বর্ধমান তমলুক)

 

প্রশ্ন : বাংলার 'মাৎস্যন্যায়ের যুগ' কবে শুরু হয়? কিভাবে এই যুগের অবসান হয়?

উত্তর  - গৌড় অধিপতি শশাঙ্কের মৃত্যুর পর (৬৩৭-৩৮ খ্রিঃ) থেকে বাংলায় ঘোর অরাজক অবস্থা শুরু হয়। এই অরাজক অবস্থা চলে পরবর্তী একশত বছর। একেইমাৎস্যন্যায়ের যুগ' বলা হয়। পালবংশের শাসন শুরু হলে এই মাৎস্যন্যায়ের অবসান ঘটে।

 

 প্রশ্ন : কোন্ মুসলমান সেনাপতি নদীয়া জয় করেন? একজন মুসলমান ঐতিহাসিকের লেখা কোন্ গ্রন্থে এই ঘটনার উল্লেখ আছে?

উত্তর  মুসলমান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মহম্মদ-বিন-বখতিয়ার খিলজী নদীয়া জয় করেন। ইসামী রচিতফতুহ-উস্-সালাতিন' গ্রন্থে নদীয়া বিজয়ের ঘটনার উল্লেখ আছে।

 

প্রশ্ন : কোন্ পাল-রাজাবিক্রমশীল' উপাধি গ্রহণ করেন? কোন্ স্থানে তিনি তাঁর নামানুসারে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন?

উত্তর  পাল-রাজা ধর্মপাল 'বিক্রমশীল' উপাধি গ্রহণ করেন। তিনি মগধেবিক্রমশীলা মহাবিহার' নির্মাণ করেছিলেন।

 

প্রশ্ন : কোন্ মুসলমান সেনাপতি প্রথম বাংলা জয় করেন? তখন বাংলার শাসক কে ছিলেন?

উত্তর  মহম্মদ ঘোরীর সেনাপতি ইখতিয়ার উদ্দিন মহম্মদ-বিন্-বখতিয়ার খলজী প্রথম বাংলা জয় করেন। তখন বাংলার শাসক ছিলেন সেনবংশীয় রাজা লক্ষ্মণ সেন।

 

 প্রশ্ন : কীভাবেমাৎস্যন্যায়' যুগ-এর অবসান ঘটে?

উত্তর  : রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে অরাজকতা সৃষ্টি হয় তা অবসানের জন্য শেষ পর্যন্ত বাংলার সামন্তগণ মিলিত হয়ে 'গোপাল' নামক এক ব্যক্তিকে গৌড়-বাংলার শাসক হিসেবে নির্বাচিত করেন। এই ভাবেমাৎস্যন্যায়যুগের অবসান ঘটে এবং বাংলায় পাল বংশের শাসনের সূত্রপাত হয়।

 

প্রশ্ন : কোন্ লেখতে এবং কাকে 'শ্রীমহাসামন্ত বলে অভিহিত করা হয়েছে?

 উত্তর  রোটাসগড় লেখতে শশাঙ্ককে 'শ্রীমহাসামন্ত'-নামে অভিহিত করা হয়েছে।

 

 প্রশ্ন : কে এবং কাকে 'গৌড়-ধর্ম' 'গৌড়ভুজঙ্গ'-নামে অভিহিত করেছেন?

উত্তর  - বানভট্ট, শশাঙ্ককেগৌড়-ধর্ম গৌড়ভুজঙ্গ’—নামে অভিহিত করেছেন।

 

প্রশ্ন : পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কী? এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর  পালবংশের প্রতিষ্ঠাতার নাম হল গোপাল। এই বংশের শ্রেষ্ঠরাজা হলেন ধর্মপাল।

 

 প্রশ্ন : গোপাল কত খ্রীঃ রাজপদ লাভ করেন এবং 'প্রকৃতিপুঞ্জ'-বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর  - গোপাল ৭৫০ খ্রীষ্টাব্দে রাজপদ লাভ করেন।প্রকৃতিপুঞ্জ' বলতে সামন্তরাজাদের বোঝানো হয়েছে।

 

প্রশ্ন : 'বিক্রমশীল-বিহার' নামক বৌদ্ধ মঠটি কে নির্মাণ করেছিলেন? এবং তার নির্মিত আরো কয়েকটি বিহার এর নাম উল্লেখ করো?

উত্তর  'বিক্রমশীল-বিহার' নামক বৌদ্ধ মঠটি ধর্মপাল নির্মাণ করেন। 'পাহাড়পুড়ে সোমপুরী বিহার' এবং 'ওদন্তপুর বিহার' ধর্মপালের অন্যান্য কীর্তি।

 

প্রশ্ন : কোন্ পাল রাজা হুনদের কর্তৃত্ব খর্ব করেছিল? এবং তার সময়ে কোন্ আবরদেশীয় পর্যটক ভারতে এসেছিলেন?

উত্তর  দেবপাল হুনদের কর্তৃত্ব খর্ব করেছিলেন এবং তাঁর সময়ে আরব দেশীয় পর্যটক সুলেমান ভারতে আসেন।


=======@@@@@======



========================================

###########################################

--- আরো দেখো  --- 

Semester 2 ( II ) 
- Philosophy Suggestions -  Click Here 
- Elective Bengali Suggestions -  Click Here 
- Education Suggestions -  Click Here 


TAG:- 2nd semester,BA 2nd Semester,BA general, History ,BA History Suggestions,

তথ্য সংগ্রহঃ BA-2nd-Semester-2-History-Suggestions

Calcutta University  Under CBCS ( system ) , Semester (VI) History  General Paper DSE-B2  , BA 2nd Semester ( History   General ) Suggestions . BA History  suggestion , CBCS History   Suggestions



 
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে 

**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) History  General  , BA 2nd Semester ( History  General ) Suggestions . 

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.