Short Questions -Part-3 -Answer Semester 2 History Suggestions প্রশ্ন -অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর । Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
History Suggestions( BA General ) with Answer
Short Questions -Part-3 -Answer Semester 2 History Suggestions
প্রশ্ন -অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ।
Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
Calcutta University all Semester Suggestions || All Subjects ( with Answer ) | |
Semester 1 ( I ) | |
Semester 2 ( II ) | |
Semester -3 ( III ) | |
Semester – 4 ( IV ) | |
Semester – 5 ( V ) | |
Semester – 6 ( VI ) |
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান সাজেশন ( উত্তরসহ )
BA ( General 2nd Semester )
--- আরো দেখো ---
2nd Semester History Suggestions ( 2022 ) Calcutta University
History ( 2nd Semester )
////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////
অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( প্রতি প্রশ্নের মান - 1/2 )
////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////
প্রশ্ন : 'এলাহাবাদ প্রশস্তির' রচয়িতা কে? এতে কার কথা বলা হয়েছে?
” প্রশ্ন : পালবংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর ➡পালবংশের প্রতিষ্ঠাতা গোপাল। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল (৮১০-৮৫০ খ্রিঃ)।
প্রশ্ন : গোপালের সিংহাসন আরোহণে কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
উত্তর ➡প্রাচীন যুগে যুদ্ধজয় দ্বারা অথবা উত্তরাধিকার সূত্রেই সিংহাসন লাভ করা যেত। কিন্তু
রাজা গোপাল জনগণের ইচ্ছানুযায়ী শাসন শুরু করেন।
প্রশ্ন : আর্যাবর্তে
ক্ষমতা প্রতিষ্ঠার জন্য কোন্ কোন্ তিন রাজার মধ্যে যুদ্ধ হয়?
উত্তর ➡ গুর্জর-প্রতিহার-রাজ বৎস, রাষ্ট্রকূট-রাজা ধ্রুব এবং পাল-রাজা ধর্মপাল।
প্রশ্ন : ধর্মপাল কি উপাধি ধারণ করেন? তাঁর বিখ্যাত কীর্তি কোটি?
উত্তর ➡ ধর্মপাল ‘পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ' উপাধি ধারণ করেন। তাঁর শ্রেষ্ঠ কীর্তি ‘বিক্রমশীলা মহাবিহার' নির্মাণ। বহু পণ্ডিত এখানে শিক্ষাদানকার্যে রত ছিলেন।
প্রশ্ন : কোন্ চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? তখন বাংলার শাসক কে ছিলেন?
উত্তর ➡ চোলরাজ রাজেন্দ্র চোলদেব বাংলাদেশ আক্রমণ করেন। তখন বাংলার শাসক ছিলেন পালবংশের রাজা প্রথম মহীপাল। মহীপালকে পরাজিত করে রাজেন্দ্র চোল ‘গঙ্গাইকোণ্ড' উপাধি গ্রহণ করেছিলেন।
প্রশ্ন : কৈবর্ত-বিদ্রোহের নেতার নাম কি? তিনি কাকে হত্যা করে ‘বরেন্দ্রভূমি'
(উত্তর বঙ্গ) দখল করেন?
উত্তর ➡কৈবর্ত-বিদ্রোহের নেতার নাম ‘দিব্যোক। অনেকে তাঁকে 'দেশপ্রেমিক' বলে বর্ণনা করেছেন।
তিনি পালবংশের রাজা দ্বিতীয় মহীপালকে হত্যা করে ‘বরেন্দ্রভূমি দখল করেন।
প্রশ্ন : বাংলার কয়েকটি প্রাচীন নগরের নাম লিখ।
উত্তর ➡ প্রাচীন বাংলার নগরগুলির মধ্যে অন্যতম বিখ্যাত কয়েকটি হল : তাম্রলিপ্ত, দণ্ডভুক্তি, পুণ্ড্রনগর, কর্ণসুবর্ণ প্রভৃতি।
প্রশ্ন : 'গৌড়তন্ত্র' বলতে কি বোঝায়?
উত্তর ➡ রাজা শশাঙ্কের মৃত্যুর পর বঙ্গদেশ বিভক্ত হয়ে পড়ে। ঐ সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সকলে যেভাবে সম্ভব ক্ষমতা দখল করতে থাকে। দুর্বলের ওপর অত্যাচার স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে পড়ে। বাংলার ঐ অরাজক অবস্থাকে 'গৌড়তন্ত্র' বলে ব্যঙ্গ করা হয়।
প্রশ্ন : কোন্ পালরাজাকে 'উত্তরাপথস্বামী' বলা হয় ?
উত্তর ➡ পালরাজা দেবপালকে বাদল স্তম্ভলিপিতে 'উত্তরাপথস্বামী' অধিপতি বলে উল্লেখ করা হয়েছে। সম্ভবত তিনি উত্তর ভারতের অধিকাংশ রাজ্যকেই পরাজিত করতে সক্ষম হয়ে এই উপাধি গ্রহণ করেন।
প্রশ্ন : দীপঙ্কর শ্রীজ্ঞান (অতীশ) কে ছিলেন?
উত্তর ➡ দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ ছিলেন পালযুগের বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত। দর্শনশাস্ত্রে পাণ্ডিত্য লাভ করার পরে তিনি বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। তাঁর পাণ্ডিত্যের খ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। বৌদ্ধধর্ম প্রচার ও সংস্কারের জন্য তিনি তিব্বতে যান এবং সেখানেই তিনি দেহত্যাগ করেন। TEE THE GUTTE
প্রশ্ন : পালযুগের দুজন বিখ্যাত ভাস্করের নাম লিখ।
উত্তর ➡ ⇒ পালযুগের বিখ্যাত ভাস্কর ছিলেন ধীমান ও বীতপাল। চিত্রাঙ্কন খোদাই-এর কাজে এরা খুবই পারদর্শিতা দেখান।
প্রশ্ন : পালবংশের কোন্ রাজা কৈবর্ত-বিদ্রোহীদের কাছ থেকে বরেন্দ্র পুনরুদ্ধার করেন? কোন্ গ্রন্থ থেকে তাঁর সম্বন্ধে বিস্তৃত জানা যায়?
উত্তর ➡ এ পালরাজ রামপাল কৈবর্ত-নেতা বীমকে পরাজিত করে বরেন্দ্র পুনর্দখল করেন। কবি সন্ধ্যাকর নন্দী বিরচিত 'রামচরিত' হতে রামপালের রাজত্বকাল সম্পর্কে বিস্তৃত বিবরণ জানা যায়।
প্রশ্ন : বাংলার কৌলীন্য প্রথার প্রবর্তক কে? তাঁর রচিত দু'টি গ্রন্থের নাম কর।
উত্তর ➡ - সেনবংশীয় রাজা বল্লাল সেন বাংলায় কৌলীন্য প্রথা চালু করেন। ন্যায়পরায়ণতা ও জাতিগত পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে তিনি ব্রাহ্মণ, বৈদ্য ও কায়স্থ —এই তিন উচ্চ শ্রেণির মধ্যে কৌলীন্য প্রথা চালু করেন। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হল 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর'।
প্রশ্ন : 'গীতগোবিন্দ' কে রচনা করেন? এ গ্রন্থের বিষয়বস্তু কি? তিনি কোন্ রাজ্যের সভাকবি ছিলেন?
উত্তর ➡ - গীতগোবিন্দের রচয়িতা হলেন বৈষ্ণব কবি জয়দেব। এই গ্রন্থে রাধা-কৃষ্ণের প্রেমলীলার কাহিনী বর্ণিত হয়েছে। জয়দেব রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন।
প্রশ্ন : কৈবর্ত-বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর ➡ কৈবর্ত-বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বা দিব্যোক।
প্রশ্ন : লক্ষ্মণ সেনের রাজত্বকালে কোন্ মুসলিম আক্রমণ ঘটেছিল এবং তার ফল
কি হয়েছিল?
উত্তর ➡ ⇒ কুতুবউদ্দিন আইবকের সেনাপতি ‘ইখতিয়ার উদ্দিন মহম্মদ-বিন্-বখতিয়ার খিলজি' (১১৯৭ খ্রিঃ)। এই আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হয়ে লক্ষ্মণ সেন নদীয়ায় আশ্রয় গ্রহণ করেন এবং বাংলাদেশে মুসলমান শাসনের সূচনা হয়।
প্রশ্ন : কার রচিত কোন্ প্রশস্তি হতে বিজয় সেনের রাজত্বের কথা জানা যায়?
উত্তর ➡ এ উমাপতি ধর ‘দেওপাড়া প্রশস্তি' হতে বিজয় সেনের রাজত্বকালের কথা জানা যায়।
প্রশ্ন : পাল ও সেন রাজত্বকালের বিখ্যাত পণ্ডিতের নাম লিখ।
উত্তর ➡ - হরিভদ্র, রাহুলভদ্র, বুদ্ধজ্ঞানপদ, কল্যাণ রক্ষিত, কমল শীল, দীপঙ্কর শ্রীজ্ঞান (অতীশ দীপঙ্কর) প্রভৃতি পণ্ডিত পাল ও সেন রাজাদের আমলে বিভিন্ন মহাবিহার ও বৌদ্ধমঠে অধ্যাপনা, করতেন।
প্রশ্ন : প্রাচীন বাংলার দু'টি প্রধান বন্দরের নাম লিখ।
উত্তর ➡- প্রাচীন বাংলার দু'টি প্রধান বন্দর হল 'সপ্তগ্রাম' এবং 'তাম্রলিপ্ত' (বর্ধমান তমলুক)।
প্রশ্ন : বাংলার 'মাৎস্যন্যায়ের যুগ' কবে শুরু হয়? কিভাবে এই যুগের অবসান হয়?
উত্তর ➡ - গৌড় অধিপতি শশাঙ্কের মৃত্যুর পর (৬৩৭-৩৮ খ্রিঃ) থেকে বাংলায় ঘোর অরাজক অবস্থা শুরু হয়। এই অরাজক অবস্থা চলে পরবর্তী একশত বছর। একেই ‘মাৎস্যন্যায়ের যুগ' বলা হয়। পালবংশের শাসন শুরু হলে এই মাৎস্যন্যায়ের অবসান ঘটে।
প্রশ্ন : কোন্ মুসলমান সেনাপতি নদীয়া জয় করেন? একজন মুসলমান ঐতিহাসিকের লেখা কোন্ গ্রন্থে এই ঘটনার উল্লেখ আছে?
উত্তর ➡ এ মুসলমান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মহম্মদ-বিন-বখতিয়ার খিলজী নদীয়া জয় করেন। ইসামী রচিত ‘ফতুহ-উস্-সালাতিন' গ্রন্থে নদীয়া বিজয়ের ঘটনার উল্লেখ আছে।
প্রশ্ন : কোন্ পাল-রাজা ‘বিক্রমশীল' উপাধি গ্রহণ করেন? কোন্ স্থানে তিনি তাঁর নামানুসারে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন?
উত্তর ➡ পাল-রাজা ধর্মপাল 'বিক্রমশীল' উপাধি গ্রহণ করেন। তিনি মগধে ‘বিক্রমশীলা মহাবিহার' নির্মাণ করেছিলেন।
প্রশ্ন : কোন্ মুসলমান সেনাপতি প্রথম বাংলা জয় করেন? তখন বাংলার শাসক কে ছিলেন?
উত্তর ➡ এ মহম্মদ ঘোরীর সেনাপতি ইখতিয়ার উদ্দিন মহম্মদ-বিন্-বখতিয়ার খলজী প্রথম বাংলা জয় করেন। তখন বাংলার শাসক ছিলেন সেনবংশীয় রাজা লক্ষ্মণ সেন।
প্রশ্ন : কীভাবে ‘মাৎস্যন্যায়' যুগ-এর অবসান ঘটে?
উত্তর ➡ : রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে অরাজকতা সৃষ্টি হয় তা অবসানের জন্য শেষ পর্যন্ত বাংলার সামন্তগণ মিলিত হয়ে 'গোপাল' নামক এক ব্যক্তিকে গৌড়-বাংলার শাসক হিসেবে নির্বাচিত করেন। এই ভাবে ‘মাৎস্যন্যায়’ যুগের অবসান ঘটে এবং বাংলায় পাল বংশের শাসনের সূত্রপাত হয়।
প্রশ্ন : কোন্ লেখতে এবং কাকে 'শ্রীমহাসামন্ত বলে অভিহিত করা হয়েছে?
উত্তর ➡ রোটাসগড় লেখতে শশাঙ্ককে 'শ্রীমহাসামন্ত'-নামে অভিহিত করা হয়েছে।
প্রশ্ন : কে এবং কাকে 'গৌড়-ধর্ম' ও 'গৌড়ভুজঙ্গ'-নামে অভিহিত করেছেন?
উত্তর ➡ - বানভট্ট, শশাঙ্ককে ‘গৌড়-ধর্ম ও ‘গৌড়ভুজঙ্গ’—নামে অভিহিত করেছেন।
প্রশ্ন : পাল বংশের প্রতিষ্ঠাতার নাম কী? এবং এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর ➡ এ পালবংশের প্রতিষ্ঠাতার নাম হল গোপাল। এই বংশের শ্রেষ্ঠরাজা হলেন ধর্মপাল।
প্রশ্ন : গোপাল কত খ্রীঃ রাজপদ লাভ করেন এবং 'প্রকৃতিপুঞ্জ'-বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর ➡- গোপাল ৭৫০ খ্রীষ্টাব্দে রাজপদ লাভ করেন। ‘প্রকৃতিপুঞ্জ' বলতে সামন্তরাজাদের বোঝানো হয়েছে।
প্রশ্ন : 'বিক্রমশীল-বিহার' নামক বৌদ্ধ মঠটি কে নির্মাণ করেছিলেন? এবং তার নির্মিত আরো কয়েকটি বিহার এর নাম উল্লেখ করো?
উত্তর ➡ 'বিক্রমশীল-বিহার' নামক বৌদ্ধ মঠটি ধর্মপাল নির্মাণ করেন। 'পাহাড়পুড়ে সোমপুরী বিহার' এবং 'ওদন্তপুর বিহার' ও ধর্মপালের অন্যান্য কীর্তি।
প্রশ্ন : কোন্ পাল রাজা হুনদের কর্তৃত্ব খর্ব করেছিল? এবং তার সময়ে কোন্ আবরদেশীয় পর্যটক ভারতে এসেছিলেন?
উত্তর ➡ দেবপাল হুনদের কর্তৃত্ব খর্ব করেছিলেন এবং তাঁর সময়ে আরব দেশীয় পর্যটক সুলেমান ভারতে আসেন।
=======@@@@@======
========================================
###########################################
--- আরো দেখো ---
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) History General , BA 2nd Semester ( History General ) Suggestions .
No comments