Semester 2 History Suggestions -Short Questions ( Part-1) - অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
History Suggestions( BA General ) with Answer
Semester 2 History Suggestions -Part-8 -Answer
প্রশ্ন -।
Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
Calcutta University all Semester Suggestions || All Subjects ( with Answer ) | |
Semester 1 ( I ) | |
Semester 2 ( II ) | |
Semester -3 ( III ) | |
Semester – 4 ( IV ) | |
Semester – 5 ( V ) | |
Semester – 6 ( VI ) |
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান সাজেশন ( উত্তরসহ )
BA ( General 2nd Semester )
--- আরো দেখো ---
2nd Semester History Suggestions ( 2020 ) Calcutta University
History ( 2nd Semester )
////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////
অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( প্রতি প্রশ্নের মান - 1/2 )
////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////
প্রশ্ন : 'এলাহাবাদ প্রশস্তির' রচয়িতা কে? এতে কার কথা বলা হয়েছে?
” উত্তর ➡ ⇒ এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ‘হরিষেণ'। এতে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কথা বলা হয়েছে।
প্রশ্ন : সমুদ্রগুপ্তকে কে 'ভারতীয় নেপোলিয়ন' বলেছেন এবং কেন?
উত্তর ➡ ⇒ বিখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ‘ভারতীয় নেপোলিয়ন' বলে আখ্যা দিয়েছেন। তাঁর সামরিক ও প্রশাসনিক দক্ষতার জন্য বলেছেন।
প্রশ্ন : কোন্ গুপ্ত-রাজা কোন্ লিচ্ছবি রাজকন্যাকে বিয়ে করেন? ‘লিচ্ছবি দৌহিত্র কার নাম?
উত্তর ➡ - প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা 'কুমারদেবীকে বিবাহ করেন। তিনি নিজ মুদ্রায় উভয়ের প্রতিকৃতি খোদিত করে 'লিচ্ছবায়ঃ' কথাটি লিখে রেখেছেন। সম্রাট সমুদ্রগুপ্ত ছিলেন এক বিবাহজাত সন্তান। তিনি নিজ মুদ্রায় নিজেকে 'লিচ্ছবি দৌহিত্র' নামে অভিহিত করতেন।
প্রশ্ন : 'মেহরৌলি' লিপিতে কোন্ রাজার কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর ➡ দিল্লীর নিকটবর্তী ‘মেহরৌলি' নামক স্থানে প্রাপ্ত লৌহস্তম্ভে জনৈক চন্দ্ররাজার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ঐতিহাসিকদের ধারণা, চন্দ্ররাজ এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত অভিন্ন ব্যক্তি।
প্রশ্ন : 'ক্রমাদিত্য' কার উপাধি ছিল?
উত্তর ➡ - গুপ্তরাজ স্কন্দগুপ্ত ‘ক্রমাদিত্য' উপাধি গ্রহণ করেছিলেন।
প্রশ্ন : ভারতে কোন্ বংশের শাসনকালকে 'সুবর্ণ যুগ' বা 'পেরিক্লীয় যুগ (Periclean
Age) বলা হয়?
উত্তর ➡ ভারতে গুপ্তবংশের শাসনকালকে ‘সুবর্ণ যুগ' বলা হয়। বিখ্যাত ঐতিহাসিক মিঃ বার্গেট গুপ্ত যুগকে প্রাচীন গ্রীসের পেরিক্লীয় যুগের সাথে তুলনা করেছেন।
প্রশ্ন : সমুদ্রগুপ্ত কর্তৃক পরাজিত চারজন দক্ষিণ ভারতীয় রাজার নাম লেখ।
উত্তর ➡ এ সমুদ্রগুপ্ত কর্তৃক পরাজিত কয়েকজন দক্ষিণ ভারতীয় রাজা হলেন কোশলের ‘মহেন্দ্র, মহাকাত্তার (উড়িষ্যার জয়পুর জেলা) ‘ব্যাঘ্ররাজ', অন্ধ্রের ‘পিঠাপুরম্', কোত্তুরের (গঞ্জাম) ‘স্বামী দত্ত', কাঞ্চির 'বিষ্ণুগোপ', বেঙ্গীর 'হস্তীবর্মন' প্রমুখ।
প্রশ্ন : 'গুপ্ত-সম্বৎ' বা 'গুপ্তাদ' কে, কবে চালু করেন?
উত্তর ➡ ⇒ গুপ্তরাজা প্রথম চন্দ্রগুপ্ত 'গুপ্ত-সম্বৎ' প্রচলন করেছিলেন। অনেকের মতে, এই গণনা শুরু হয়েছিল ৩২০ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস থেকে।
প্রশ্ন : 'বিক্রম-সম্বৎ' কে প্রচলন করেন এবং কবে থেকে?
উত্তর ➡ ⇒ উজ্জয়িনীর জনৈক রাজা সম্ভবত ৫৮ খ্রিস্টপূর্বাব্দে 'বিক্রম-সম্বৎ' প্রচলন করেছিলেন।
প্রশ্ন : কোন্ গুপ্ত সম্রাট 'বালাদিত্য' উপাধি নিয়েছিলেন?
উত্তর ➡ গুপ্তরাজা নরসিংহ গুপ্ত 'বালাদিত্য' উপাধি গ্রহণ করেছিলেন।
প্রশ্ন : 'রোমক সিদ্ধান্ত' ও 'পাওলিসা' গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
উত্তর ➡ - এই দু'টি গ্রন্থের রচয়িতা আর্যভট্টের জনৈক শিষ্য লটদেব।
প্রশ্ন : 'গুপ্তযুগের 'নিউটন' কাকে বলা হয়?
উত্তর ➡ ‘গুপ্তযুগের নিউটন' বলা হয় বিশিষ্ট পণ্ডিত আর্যভট্টকে। তিনিই প্রথম আবিষ্কার করেন যে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।
প্রশ্ন : নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কোন্ বিদেশী রাজাকে সমুদ্রগুপ্ত বুদ্ধগয়ায় বৌদ্ধমঠ নির্মাণের অনুমতি দেন ?
উত্তর ➡ ⇒ প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সিংহলের রাজা মেঘবর্ণ সমুদ্রগুপ্তের অনুমতিক্রমে বুদ্ধগয়ায় বৌদ্ধমঠ নির্মাণ করেন। মঠটির গঠনশৈলী ছিল অতিসুন্দর ও গম্বুজগুলি ছিল মণিমুক্তা খচিত।
প্রশ্ন : 'মৃচ্ছকটিক' ও 'মুদ্রারাক্ষস' নাটক দুইটির রচয়িতা কে?
উিত্তর ⇒ ‘মৃচ্ছকটিকম্-এর রচয়িতা শূদ্রক এবং 'মুদ্রারাক্ষস'-এর রচয়িতা বিশাখদত্ত।
প্রশ্ন : মহাকবি কালিদাসের কয়েকটি কাব্যগ্রন্থের নাম লিখ।
উত্তর ➡ -- মেঘদূত, ঋতুসংহার, কুমারসম্ভব, রঘুবংশ, শকুন্তলা প্রভৃতি কালিদাসের বিখ্যাত কাব্যগ্রস্থ।
প্রশ্ন : গুপ্তবংশের কোন্ রাজা 'বিক্রমাদিত্য' উপাধি গ্রহণ করেন? পশ্চিম-ভারতের শদের পরাজিত করে তিনি কি নামে পরিচিত হন?
উত্তর ➡ গুপ্তরাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত 'বিক্রমাদিত্য' উপাধি গ্রহণ করেন। শদের পরাজিত করে তিনি 'শকারি' নামে পরিচিত হন।
প্রশ্ন : দ্বিতীয় চন্দরগুপ্তের রাজত্বকালে কোন্ চৈনিক পর্যটক ভারতে আসেন? তাঁর ভারত-সংক্রান্ত গ্রন্থটির নাম কি?
উত্তর ➡ : গুপ্তসম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চৈনিক পর্যটক ফা-হিয়েন ভারতে এসেছিলেন। ভারত-সংক্রান্ত তাঁর গ্রন্থটির নাম 'ফো-কুও-কি' (Fo-kuo-ki) অর্থাৎ ‘বৌদ্ধরাজ্যের বিবরণ’।
প্রশ্ন : ভারতীয় শিল্পের দ্বারা অনুপ্রাণিত দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি বিখ্যাত স্থাপত্য নিদর্শনের উল্লেখ কর।
উত্তর ➡ এ ভারতীয় শিল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্মিত মন্দিরগুলির মধ্যে উল্লেখযোগ্য হল : জাভা বা যবদ্বীপের ‘বরবুদুরের মন্দির, কম্বোজের 'বেয়ন মন্দির' ও 'আঙ্কারভাট মন্দির'।
প্রশ্ন : অজন্তার গুহা-চিত্র কোন্ রাজবংশের আমলে অঙ্কিত হয়েছিল? এর বৈশিষ্ট্য কি?
উত্তর ➡ - গুপ্ত যুগে অজন্তা গুহা-মন্দির ও চিত্রগুলি অঙ্কিত হয়েছিল। এগুলি স্থাপত্য, ভাস্কর্য ও চিত্র-শিল্পের অপূর্ব নিদর্শনস্বরূপ স্বীকৃত।
প্রশ্ন : গুপ্ত সাম্রাজ্যের পতনের তিনটি প্রধান কারণ উল্লেখ কর।
উত্তর ➡ এ গুপ্ত সাম্রাজ্যের পতনের তিনটি অন্যতম কারণ হল : (১) ক্রমাগত বিদেশী হুনজাতির আক্রমণ। এর ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল। (২) কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ সামন্ত রাজাগণ স্বাধীনতা ঘোষণা করে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। (৩) স্কন্দগুপ্তের মৃত্যুর পর কোন শক্তিশালী রাজার আবির্ভাব ঘটেনি। পরন্তু শুরু হয়েছিল উত্তরাধিকার-সংক্রান্ত যুদ্ধ।
প্রশ্ন : অজন্তা গুহা কোথায়? এই স্থান কেন বিখ্যাত?
উত্তর ➡ ⇒ অজন্তা গুহা বোম্বাই প্রেসিডেন্সিতে অবস্থিত। গুহায় অঙ্কিত চিত্র-শিল্পের জন্য এই স্থান বিখ্যাত ।
প্রশ্ন : আর্যভট্ট, বরাহমিহির কিজন্য বিখ্যাত ছিলেন?
উত্তর ➡ - আর্যভট্ট ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ গণিতশাস্ত্র-বিশারদ এবং বরাহমিহির ছিলেন। অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী। তাঁরা গুপ্তসম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্যতম সভাপণ্ডিত ছিলেন এবং স্ব-স্ব ক্ষেত্রে অনন্য কৃতিত্বের অধিকারী ছিলেন।
প্রশ্ন : কোন্ কোন্ নিদর্শন হতে গুপ্ত শিল্পকীর্তি সম্বন্ধে জানা যায়?
উত্তর ➡ ⇒ সারনাথের বিভিন্ন বৌদ্ধ মন্দির ও মূর্তি হতে ঐ যুগের শিল্পচর্চার গভীরতা বোঝা যায়। এছাড়া অজন্তার গুহা চিত্রগুলিও গুপ্ত যুগের স্থাপত্য চিত্রশিল্পের সূক্ষ্মতার সাক্ষ্য বহন করে।
প্রশ্ন : গুপ্ত যুগে যে হুনরাজা ভারত আক্রমণ করেন তাঁর নাম কি?
উত্তর ➡ গুপ্ত যুগে প্রথম হুন আক্রমণ ঘটে স্কন্দগুপ্তের সময়। কিন্তু ঐ আক্রমণের তারিখ বা হুন নেতার নাম জানা যায়নি। অতঃপর ছন নেতা তোরমান গুপ্তদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে সম্ভবত
প্রশ্ন : কোন্ গুপ্তসম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? কোন্ অভিলেখ থেকে এই তথ্য জানা যায়?
উত্তর ➡ - রাজা ‘স্কন্দগুপ্ত হন আক্রমণ প্রতিহত করেন। ভিটরী স্তম্ভলিপি থেকে এই তথ্য জানা যায়।
প্রশ্ন : গুপ্তযুগে ইতিহাস রচনার জন্য কিছু সাহিত্যিক উপাদানের উল্লেখ কর?
উত্তর ➡ - সাহিত্যিক উপাদানগুলির মধ্যে অন্যতম হলো পুরাণসমূহ। বায়ু, ব্রহ্মাণ্ড, মৎস ও বিষ্ণুপুরাণ থেকে গুপ্তদের সম্পর্কিত তথ্যাদি জানা যায়। এছাড়া কৌমুদি মহহোৎসব, দেবীচন্দ্রগুপ্তম, নাট্যদর্পন, মুদ্রা রাক্ষস প্রভৃতি নাটক ও সাহিত্য থেকেও পাওয়া যায়। এছাড়া রয়েছে কালিপামের রচনাসম্ভার। চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন, হিউয়েন সাং প্রমুখের রচনায় গুপ্তদের সম্পর্কিত বহু মূল্যবান তথ্য পাওয়া যায়।
প্রশ্ন : গুপ্তযুগে ইতিহাস রচনার জন্য কিছু প্রত্নতাত্ত্বিক উপাদানের উল্লেখ কর।
উত্তর ➡ ⇒ প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে রয়েছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন বিরচিত এলাহাবাদ প্রশস্তি। এছাড়া সমুদ্রগুপ্তের এরান, নালন্দা ও গয়া লেখ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উদয়গিরি গুহালেখ, মথুরা লেখ। তাছাড়া গুপ্তরাজাদের লেখ ভিন্ন অপরাপর লেখ থেকেও গুপ্তদের ইতিহাস জানা যায়। এছাড়া গুপ্তযুগের স্থাপত্য, বিশেষত ভাস্কর্য ও চিত্রকলার থেকে অনেক তথ্য পাওয়া যায়।
প্রশ্ন : ভারত ইতিহাসে কোন্ সময়কালকে 'অন্ধকার যুগ' বলা হয়?
উত্তর ➡ এ গুপ্তবংশের উত্থান ভারত-ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা। মৌর্য সাম্রাজ্যের যে আশা কুষাণগণ জাগিয়েছিল, তাও অচিরে বিলীন হয়ে গেল। এই সময় থেকে শুরু করে গুপ্ত সাম্রাজ্যের উত্থানের মধ্যবর্তী কালকে স্মিথ ভারত-ইতিহাসের ‘অন্ধকার যুগ'-বলে বর্ণনা করেছেন।
প্রশ্ন : এলাহাবাদ প্রশস্তি থেকে কোন্ দুই শাসকের নাম পাওয়া যায় এবং তারা কি উপাধি গ্রহণ করেছিলেন?
উত্তর ➡ ⇒ ‘এলাহাবাদ প্রশস্তি' থেকে প্রথম দুই গুপ্তরাজা যথাক্রমে শ্রীগুপ্ত ও ঘটোৎকচ গুপ্তের নাম পাওয়া যায় । তাঁরা ‘মহারাজা’–উপাধি গ্রহণ করেছিলেন।
প্রশ্ন : গুপ্তবংশের প্রতিষ্ঠাতার নাম কি এবং এই বংশের সর্বশেষ সম্রাটের নাম কি?
উত্তর ➡ - গুপ্তবংশের প্রতিষ্ঠাতার নাম হল শ্রীগুপ্ত এবং এই বংশের সর্বশেষ রাজা হলেন স্কন্দগুপ্ত।
প্রশ্ন : গুপ্তবংশের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজার নাম কি এবং গুপ্তাব্দ প্রথম কে প্রচলন করেন?
উত্তর ➡ - প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্তবংশের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা, প্রথম চন্দ্রগুপ্ত 'গুপ্তাব্দ' প্রচলন করেন।
প্রশ্ন : প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল এবং তিনি কোন্ লিচ্ছবী রাজকন্যাকে বিবাহ করেছিলেন?
উত্তর ➡ -এ প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলীপুত্র। তিনি লিচ্ছবী রাজকন্যা কুমারদেবীকে বিবাহ করেছিলেন।
প্রশ্ন : গুপ্তবংশের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম কি এবং তাঁর সভাকবির নাম কি?
উত্তর ➡ - গুপ্তবংশের সর্বশ্রেষ্ঠ শাসক হলেন সমুদ্রগুপ্ত এবং তাঁর সভাকবি হলেন হরিষেন।
প্রশ্ন : সাম্রাজ্য বিস্তার শেষ করে সমুদ্রগুপ্ত কোন্ যজ্ঞ করেন এবং তিনি যেসব উপাধি গ্রহণ করেন তার মধ্যে দুটি উল্লেখ কর?
উত্তর ➡ - সাম্রাজ্যবিস্তার শেষ করে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেন। এর পর তিনি ‘পরাক্রমাঙ্ক', 'অপ্রতিরথ’- প্রভৃতি উপাধি গ্রহণ করেন।
প্রশ্ন : কে, কাকে 'ভারতের নেপোলিয়ন'-বলে অভিহিত করেছেন?
উত্তর ➡ ⇒ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন।
প্রশ্ন : এলাহাবাদ প্রশস্তির রচিয়তার নাম কি এবং এই প্রশস্তিতে কোন্ রাজাকে কবিরাজ বলা হয়েছে?
উত্তর ➡ এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন। এই প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয়েছে?
প্রশ্ন : এলাহাবাদ প্রশস্তির বিষয়বস্তু কি?
উত্তর ➡ -এ গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন তাঁর পৃষ্ঠপোষকের কৃতিত্ব বর্ণনা করে একটি প্রশস্তি রচনা করেন। এই প্রশস্তিটি এলাহাবাদে এক প্রস্তরস্তম্ভে উৎকীর্ণ করা হয়। এই এলাহাবাদ প্রশস্তিটি থেকে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের নির্ভরযোগ্য বিবরণ পাওয়া যায়।
=======@@@@@======
========================================
###########################################
--- আরো দেখো ---
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) History General , BA 2nd Semester ( History General ) Suggestions .
No comments