Semester 2 History Suggestions -Part-6 -Answer প্রশ্ন - গুপ্তসম্রাট প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে সংক্ষেপে লেখ। গুপ্তাব্দ কি? প্রশ্নঃ সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। প্রশ্নঃ সমুদ্রগুপ্তের দক্ষিণ-ভারত অভিযান সম্পর্কে কি জান? প্রশ্নঃ - অজন্তার চিত্রাবলীর বৈশিষ্ট্য কি? ভারতীয় শিল্পের দ্বারা অনুপ্রাণিত দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি বিখ্যাত স্থাপত্য নিদর্শনের উল্লেখ করো। -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
History Suggestions( BA General ) with Answer
Semester 2 History Suggestions -Part-6 -Answer
প্রশ্ন - গুপ্তসম্রাট প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে সংক্ষেপে লেখ। গুপ্তাব্দ কি?
প্রশ্নঃ সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্নঃ সমুদ্রগুপ্তের দক্ষিণ-ভারত অভিযান সম্পর্কে কি জান?
প্রশ্নঃ - অজন্তার চিত্রাবলীর বৈশিষ্ট্য কি? ভারতীয় শিল্পের দ্বারা অনুপ্রাণিত দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি বিখ্যাত স্থাপত্য নিদর্শনের উল্লেখ করো।
-স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System
Calcutta University all Semester Suggestions || All Subjects ( with Answer ) | |
Semester 1 ( I ) | |
Semester 2 ( II ) | |
Semester -3 ( III ) | |
Semester – 4 ( IV ) | |
Semester – 5 ( V ) | |
Semester – 6 ( VI ) |
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান সাজেশন ( উত্তরসহ )
BA ( General 2nd Semester )
--- আরো দেখো ---
2nd Semester History Suggestions ( 2020 ) Calcutta University
History ( 2nd Semester )
////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////
প্রশ্নঃ গুপ্তসম্রাট প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে সংক্ষেপে লেখ। গুপ্তাব্দ কি?
////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////
উত্তরঃ উত্তর এ গুপ্তবংশের প্রথম শক্তিশালী রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। আনুমানিক ৩২০ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন। এই সন থেকে তিনি 'গুপ্তাব্দ' নামে একটি নতুন গণনাবর্ষ চালু করেন। তিন ‘কোশল’ ও ‘মগধ’ রাজ্য জয় করেন। ‘প্রয়াগ’, ‘সাকেত' ও বাংলাদেশের একাংশেও তাঁর কর্তৃত্ব ছিল।
সম্ভবত মগধ জয়ের পরেই তিনি 'মহারাজাধিরাজ উপাধি নেন। প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবী রাজকন্যা কোশলদেবীকে বিবাহ করেন। লিচ্ছবীরা ছিল বেশ প্রাচীন ও প্রতিপত্তিশালী জাতিগোষ্ঠী। তাই কুমারদেবীকে বিবাহ করার ফলে গুপ্তদের রাজনৈতিক প্রতিপত্তি বেশ বৃদ্ধি পায়। গুপ্তসম্রাট সমুদ্রগুপ্ত ছিলেন এই কুমারদেবীরই সন্তান। উক্ত বৈবাহিক সম্পর্কের গুরুত্ব এতই ছিল যে, চন্দ্রগুপ্ত-কুমারদেবীর প্রতিকৃতি সমন্বিত এক মুদ্রা প্রচলিত হয়েছিল, যার অপর পিঠে 'লিচ্ছবায়ঃ কথাটি খোদিত ছিল। আনুমানিক ৩৩০ খ্রিস্টাব্দে বা ৩৩৫ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত মারা যান।
=======@@@@@======
////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////
প্রশ্নঃ সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////
উত্তর - হরিষেণ বিরচিত 'এলাহাবাদ প্রশস্তি' থেকে সমুদ্রগুপ্তের রাজ্যজয় সম্পর্কে জানা যায়। এই প্রশস্তি অনুযায়ী তিনি প্রথমে নাগবংশীয় রাজাদের ও কোট পরিবারকে পরাজিত করেন। পরে আবার (সম্ভবত দ্বিতীয় অভিযানে) উত্তর-ভারতের নয়জন শাসককে ‘উন্মুলিত' করে তাদের রাজ্য অধিগ্রহণ করেন। এই নয়জনের নামের তালিকায় পূর্ববর্তী নাগবংশীয় রাজাদেরও নাম আছে। এই নয়জন রাজা হলেন রুদ্রদেব (সম্ভবত বকাটকবংশীয় রুদ্রসেন), মতিল (উত্তরপ্রদেশের বুলন্দ শহরে রাজত্বকারী), নাগসেন, গণপতিনাগ, নাগদত্ত (মথুরা ও পদ্মাবতীর নাগবংশীয় শাসক), চন্দ্রবর্মন (বাঁকুড়ার পুষ্করণের রাজা), নন্দীন (মধ্যভারতে রাজত্ব করতেন), বলবর্মন (কামরূপ রাজ্য)। এদের রাজ্য তিনি সম্পূর্ণভাবে গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেছিলেন। উত্তর ভারতের বিজীত রাজ্যগুলিকে তিনি সরাসরি তাঁর শাসন ব্যবস্থার মধ্যে এনেছিলেন।
=======@@@@@======
////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////
প্রশ্নঃ সমুদ্রগুপ্তের দক্ষিণ-ভারত অভিযান সম্পর্কে কি জান?
////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////
উত্তর ঃ ‘এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের বারোজন রাজাকে পরাজিত করেছিলেন। এঁরা হলেন কোশলরাজ মহেন্দ্র, মহাকাস্তাররাজ ব্যাঘ্র, কৌরলরাজ মত্ত, পিষ্টেপুররাজ মাহেন্দ্রগিরি, কোটুরের স্বামীদত্ত, এরগুপন্নরাজ দমন, কাঞ্চির অধিপতি বিষ্ণুগোপ, অবমুক্তার নীলরাজ, বেঙ্গীরাজ হস্তীবর্মন, পলক্কর উগ্রসেন, কুত্তলপুরের ধনঞ্জয় ও কুবের। এই বিজয় সম্পূর্ণ করতে তাঁর সময় লেগেছিল তিন বৎসরের অধিক। অবশ্য ঐতিহাসিক জে. ডারেউইন-এর মতে, “সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যে সম্মিলিত প্রতিরোধের সামনে দাঁড়াতে না-পেরে অভিযান অসমাপ্ত রেখেই ফিরে এসেছিলেন।” কিন্তু এই মত অধিকাংশ পণ্ডিত অস্বীকার করেছেন। তাছাড়া 'এলাহাবাদ প্রশস্তি'তে লেখা রয়েছে যে, তিনি দক্ষিণ-ভারত থেকে ধন-সম্পদ নিয়ে বিজয়ী বীরের মতো প্রত্যাবর্তন করেছিলেন। যাই হোক, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত জয় করলেও ঐসব দক্ষিণী রাজ্যকে নিজ সাম্রাজ্যভুক্ত করেননি। আনুগত্যের শপথ নিয়েই তাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। সম্ভবত সুদুর পাটলীপুত্র থেকে দক্ষিণ-ভারতের ওপর নিরঙ্কুশ প্রাধান্য রাখা সম্ভব হবে না বিবেচনা করেই তিনি এরূপ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেছিলেন। অবশ্য রোমিলা থাপারের মতে, “সমুদ্রগুপ্ত দক্ষিণ-ভারতীয় রাজাদের কাছ থেকে আশাতিরিক্ত প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন বলেই দক্ষিণাপথকে প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে আনতে সাহস করেননি ।”
=======@@@@@======
////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////
প্রশ্নঃ - অজন্তার চিত্রাবলীর বৈশিষ্ট্য কি? ভারতীয় শিল্পের দ্বারা অনুপ্রাণিত দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি বিখ্যাত স্থাপত্য নিদর্শনের উল্লেখ করো।
////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////
উত্তরঃ ভারতীয় চিত্রশিল্পের ইতিহাসে অজন্তার গুহাচিত্র একটি বিশিষ্ট স্থান অধিকার করে। আছে। অজন্তার ৯নং ও ১০নং গুহার চিত্রগুলি অঙ্কিত হয় গুপ্তপূর্ব যুগে। গুপ্ত যুগে অঙ্কিত হয় ১৬নং, ১৭নং, ১৯নং, ১ নং ও ২নং গুহার চিত্রগুলি। বুদ্ধের জীবনী ও জাতক কাহিনীই হল অজন্তা চিত্রাবলীর মূল উপজীব্য বিষয়। এখানকার চিত্রগুলির মধ্যে 'বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর পদ্মপাণির চিত্রটিকে সমালোচকরা সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন। এছাড়া ভিক্ষুকবেশী বুদ্ধের স্ত্রী ও পুত্রের কাছ থেকে ভিক্ষা গ্রহণের চিত্রটিও মর্মস্পর্শী। অজন্তার গুহাগাত্রে শিল্পীগণ কিভাবে চিত্রগুলি আঁকতেন, তা সম্পর্কেও অনুসন্ধান করা হয়েছে। প্রথমে গুহার অমসৃণ দেওয়ালের ওপর পুরু করে মাটি, গোময়, তুষ, গুড় ইত্যাদি মিশ্রিত এক বা একাধিক পলেস্তারা দেওয়া হত। এইভাবে, জমিকে সমতল করে, সেই জমি শুকালে, চুনের একটি পাতলা আস্তরণ দিয়ে তাকে শুষ্ক করে তারপর ছবি আঁকার কাজ শুরু হত। রং সংগ্রহ করা হত নানা খনিজ সূত্র থেকে। যেমন— গিরিমাটি, এলামাটি, মূল্যবান রাজবর্ত (লাপিস, লাজুলি) ইত্যাদি। এর সাথে কালো রং হিসেবে ব্যবহার করা হত কজ্জ্বল ও সাদা রং হিসেবে ব্যবহৃত হত সুক্তি থেকে প্রস্তুত চুন দ্বারা। রঙের ব্যবহারে, অঙ্কনের নৈপুণ্যে অজন্তার চিত্রাবলী আজও তুলনাহীন। এর কারণ হল, অজন্তার শিল্পীরা শারীরিক সৌন্দর্যকে অতিক্রম করে মানুষের আত্মিক সৌন্দর্যের যে প্রতিভাষ দেহে ও মুখে সঞ্চারিত হয়, তাকে ধরতে সক্ষম হয়েছিলেন।
=======@@@@@======
========================================
###########################################
--- আরো দেখো ---
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) History General , BA 2nd Semester ( History General ) Suggestions .
No comments