History Suggestion for Third Semester of Calcutta University under CBCS System Part -2
History Suggestion for Third Semester of Calcutta University under CBCS System
History Suggestions( BA General ) with Answer
Semester 3 History
রচনা ধর্মী প্রশ্নাবলী
উত্তরের জন্য প্রশ্নে click করো
ক) ইকতা ব্যাবস্থার বৈশিষ্ট্য লেখো
খ) বিজয়নগর রাজ্যের সামাজিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর রাজ্যের সমাজজীবনের কী পরিচয় পাওয়া যায়?
গ)আকবর কেন দীন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন?
অথবা, আকবরের ধর্মনীতি গ্রহণের পিছনে কী কী কারণ ছিল?
উত্তরের জন্য প্রশ্নে click করো
ঙ) মুঘল যুগের জায়গিরদারি ব্যবস্থার সংকট কীভাবে দেখা দিয়েছিল?
উত্তরের জন্য প্রশ্নে click করো
চ) আকবরের ধর্মনীতি বা দীন-ই-ইলাহির মূল বৈশিষ্ট্য
ছ) বাংলার ইতিহাসে ইলিয়াস শাহি শাসনকালের গুরুত্ব লেখো।
জ) দক্ষিনাত্যের ক্ষত বলতে কী বোঝ ?
সংক্ষিপ্ত প্রশ্ন -( মান -২ )
7) কাদের মালগুজারি জমিদার বলা হত?
8) মুঘল যুগে ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বাণিজ্যপথের নাম করো।
9) মুঘল যুগে কোন্ কোন্ দ্রব্য বিদেশে রপ্তানি করা হত।
10) কোন্ কোন্ ইউরোপীয় দেশ মুঘল যুগে ভারতে বাণিজ্য শুরু করেছিল?
11) মুঘল যুগে বাণিজ্যের মাধ্যমে বিদেশ থেকে কী কী আমদানি করা হত।
12) মুঘল যুগের কয়েকজন বিখ্যাত নারীর নাম লেখো।
13) শাহজাহানের সময় সেচব্যবস্থার উন্নতির জন্য কী কী সেচখাল খনন করা হয়েছিল?
15) টোডরমল জমিকে উৎপাদিকা শক্তি অনুসারে কীভাবে ভাগ করেছিলেন?
17) মুঘল যুগে কাদের 'বহিরাগত মুসলমান' বলা হত?
18) হিন্দুস্থানি মুসলমান কারা ছিল?
19) মুঘল যুগে হিন্দুসমাজে জাতিভেদ কেমন ছিল?
20) সুলতানি যুগে কী ধরনের কর আদায় করা হত?
21) 'খুদকন্তু' ও 'পাইকস্তু’ বলতে কী বোঝ?
22) মুঘল যুগে কৃষিজমি কয় প্রকার ছিল?
24) অষ্টাদশ শতকে মুঘল দরবারে কী ধরনের গোষ্ঠী গড়ে ওঠে।
26) মনসবদারদের প্রধান দুটি শ্রেণি কী ছিল?
27) মনসবদারি প্রথার কয়েকটি ত্রুটি লেখো।
28 মুঘল যুগে জমিদারি ব্যবস্থার শ্রেণিবিভাগ কেমন ছিল?
29) মুঘল যুগের কৃষক বিদ্রোহগুলির প্রকৃতি কীরূপ ছিল?
30) মুঘল যুগে রাজস্ব প্রশাসন কেমন ছিল?
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ( মান- ১ )
(ক) কুতুব মিনারের নির্মাণকার্য কে শুরু করেন?
উঃ কুতুবুদ্দিন আইবক ।
(খ) আমীর খসরু কে ছিলেন?
উঃ সুলতানি যুগের লেখকদের মধ্যে অন্যতম ছিলেন আমির খসরু, তিনি প্রকৃত পক্ষে ছিলেন একজন কবি। আমির খসরু জালাল উদ্দিন খলজি এবং মোহাম্মদ তুঘলকের সমসাময়িক ছিলেন। তিনি কবি হলেও ঐতিহাসিক গ্রন্থের রচনা করেছিলেন। তার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ খাজা- ইন- উল -ফুতুহ। এটি পারসিক ভাষায় লেখা। আমির খসরু ছিলেন আলাউদ্দিনের সভা ঐতিহাসিক
(গ) নব্য মুসলমান কারা?
উঃ- দিল্লির সুলতানের কাছে ইসলাম ধর্মে ধর্মান্তরিত মােঙ্গলদের একাংশ নব মুসলমান নামে পরিচিত ছিলেন।
(ঘ) কোন দিল্লি সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন?
উঃ - আলাউদ্দিন খলজি
(ঙ) সুফি আন্দোলনের একজন সাধকের নাম লেখো।
উঃ - কুবরা ,শেখ শিহাবউদ্দিন সুরাবর্দি
(চ) রাজা গণেশ কে ছিলেন?
উঃ - রাজা গণেশ রাজশাহী জেলার ভাতুরিয়া ও দিনাজপুরের হিন্দু জমিদার গণেশ (মুসলিম ঐতিহাসিকদের রচনায়‘কন্স’ হিসেবে উপস্থাপিত) পনের শতকের প্রারম্ভে ইলিয়াসশাহী বংশের দুর্বল সুলতানের নিকট থেকে অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলার রাজা হন।
(ছ) মধ্যযুগের বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন?
উঃ - মালাধর বসু
(জ) দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ তুর্কি বংশোদ্ভূত সেনাপতি আলাউদ্দিন বাহমান শাহ
(ঝ) খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়?
উঃ ১৫২৭ খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে সংঘটিত হয়েছিলো ।
(ঞ) হলদিঘাটির যুদ্ধ কবে সংঘটিত হয়?
উঃ - ১৫৭৬ সালের ১৮ জুন ।
(ট) সুলহ-ই-কুল কী?
উঃ সম্রাট আকবর ভারতবর্ষে ‘সুলহ-ই-কুল’ বা ধর্মসহিষ্কৃতার বাণী প্রচারের জন্য দীন-ই-ইলাহি’ নামক এক নতুন ধর্মমত প্রবর্তন করেন। এর উদ্দেশ্য ছিল— সকল মানুষ ও ধর্মের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলা। তিনি চেয়েছিলেন ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করতে, প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করতে ইত্যাদি ।
(ঠ) ফৈজী কে ছিলেন?
উঃ আবুল ফজলের জেষ্ঠ্য ভ্রাতা
(ড) জাহাঙ্গীরের রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো।
উঃ- উইলিয়াম হকিন্স
(ঢ) ঔরঙ্গজেব অধিকৃত দাক্ষিণাত্যে একটি শিয়া রাজ্যের নাম উল্লেখ করো।
উঃ - বিজাপুর ও গোলকুন্ডা
(ণ) শিবাজীর অভিষেক কবে হয়েছিল?
উঃ- 1674 খ্রিস্টাব্দে
রচনা ধর্মী প্রশ্নঃ
১) একটি ঐতিহাসিক স্মৃতি সৌধ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো
২) মুঘল যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো ।
৩) আদিনা মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত তীকা লেখো
৪) ইকতা ব্যাবস্থার বৈশিষ্ট্য লেখো
৫) বিজয়নগর রাজ্যের সামাজিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর রাজ্যের সমাজজীবনের কী পরিচয় পাওয়া যায়?
উত্তরের জন্য নীচের লিংকে click করো
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) History General , BA 2nd Semester ( History General ) Suggestions .
No comments