Header Ads

Header ADS

Semester 2 History Suggestions -Short Questions ( Part-2 ) - অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর । Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

  History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System 

History   Suggestions( BA General )  with Answer 

Semester 2 History Suggestions  -Part-11 -Answer 

প্রশ্ন -

 Suggestion for 2nd  Semester of Calcutta University under CBCS System 






Calcutta University || CBCS System || All Semester Suggestions 

Calcutta University  all Semester Suggestions || All Subjects  ( with Answer )

Semester 1 ( I )

👉 Click Here 

Semester 2 ( II )

👉 Click Here

Semester -3 ( III )

👉 Click Here

Semester – 4 ( IV )

👉 Click Here 

Semester – 5 ( V )

👉 Click Here 

Semester – 6 ( VI )

👉 Click Here

কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান  সাজেশন ( উত্তরসহ ) 

BA ( General  2nd Semester ) 

--- আরো দেখো  --- 

Semester 2 ( II ) 
- Philosophy Suggestions -  Click Here 
- Elective Bengali Suggestions -  Click Here 
- Education Suggestions -  Click Here 

2nd  Semester History  Suggestions ( 2020 ) Calcutta University

History ( 2nd Semester ) 


////////🌸🌸🌸🌸🌸🌸🌸//////////

 প্রশ্নঃ  অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( প্রতি প্রশ্নের মান - 1/2)

////////🌷🌷🌷🌷🌷🌷🌷//////////


উত্তরঃ 







🌟প্রশ্ন : হিউয়েন সাঙ-এর বিবরণে হর্ষবর্ধন সম্বন্ধে কী জানা যায়?

উত্তর ➡️ চৈনিক পরিব্রাজকের বিবরণ থেকে জানা যায় যে, 'মহারাজাধিরাজ' হর্ষ প্রজানুরাগ ও সুশাসনের জন্য সকলের প্রশংসা অর্জন করেন। এই বিবরণ থেকে আরও মনে হয়, হর্ষ নিজের অজ্ঞাতেই রাজ্যশাসনে জাতি-ধর্মনিরপেক্ষ নীতি, সহনশীলতা, উদারতা ও ধর্মানুরাগ দ্বারা মহামতি অশোকের আদর্শ অনুসরণ করতে চেষ্টা করেন। সুদক্ষ যোদ্ধা এবং সুশাসক হর্ষ তাঁর রাজসভায় সে যুগের বিখ্যাত বুদ্ধিজীবি এবং সন্ন্যাসীদের একত্রিত করেছিলেন।

🌟 প্রশ্ন : হর্ষবর্ধন সাহিত্য ও সংস্কৃতির অনুরাগী ছিলেন- এই উক্তির সমর্থনে যুক্তি দাও?
উত্তর ➡️ মহারাজাধিরাজ হর্ষের সাহিত্যানুরাগ সর্বজনবিদিত। তিনি রাজ্যের রাজস্ব থেকে দেশে সাহিত্যিক ও পণ্ডিতদের পুরস্কার দানের ব্যবস্থা করেছিলেন। হর্ষের রাজসভায় বহুগুণী ব্যক্তির সমাবেশ ঘটেছিল, তাঁদের মধ্যে সর্বপ্রধান বানভট্ট। হর্ষবর্ধন নিজেই রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ নামক তিনটি নাটক রচনা করেন। বৌদ্ধধর্মের বিখ্যাত কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয় হর্ষের আর্থানুকূল্য লাভ করে।

🌟 প্রশ্ন : হর্ষবর্ধনের রাজত্বকালে অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্রের নাম কী? এবং এটি কে স্থাপন করেন?
উত্তর ➡️ হর্ষবর্ধনের রাজত্বকালে অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র হল - নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি কুমারগুপ্ত নির্মাণ করেন।

🌟 প্রশ্ন : নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ-এর নাম লেখ? এবং হিউয়েন-সাঙ নালন্দা বিশ্ববিদ্যালয়ের কার নিকট শব্দশাস্ত্র অধ্যয়ন করেছিলেন?
উত্তর ➡️ নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ হলেন বাঙালী পণ্ডিত শীলভদ্র । হিউনেয়-সাঙ শীলভদ্র-এর কাছ থেকে শব্দশাস্ত্র অধ্যয়ন করেন।


🌟 প্রশ্ন : হিউনেয়-সাঙ দেশে প্রত্যাবর্তনকালে ভারত থেকে কী কী নিয়ে যান এবং দেশের প্রত্যাবর্তনের পর ভারত অভিজ্ঞতা সংক্রান্ত তাঁর লিখিত একটি গ্রন্থের নাম লেখ?
➡️ উত্তর হিউয়েন-সাঙ দেশে প্রত্যাবর্তকালে ভারত থেকে বৌদ্ধমূর্তি ও বৌদ্ধ গ্রন্থের পাণ্ডুলিপি নিয়ে যান। ভারতের অভিজ্ঞতা ভিত্তিক লিখিত তাঁর গ্রন্থের নাম 'সি.ইউ.কি।


প্রশ্ন : হর্ষবর্ষন কোন্ বাঙালি রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? এই যুদ্ধে হর্ষবর্ধন কোন্ কোন রাজার সঙ্গে মৈত্রী স্থাপন করেছিলেন?
উত্তর ➡️ হর্ষবর্ধন গৌড়রাজ শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
তিনি এই উদ্দেশ্যে কামরূপরাজ ভাস্করবর্মা ও মগধরাজ মাধবগুপ্তের সঙ্গে মৈত্রী স্থাপন করেন।


🌟 প্রশ্ন : 'লোকপাল' কারা ছিলেন এবং 'ভাগ' কি?
উত্তর➡️ প্রদেশের শাসনকর্তার উপাধি ছিল লোকপাল। ভূমিরাজস্বকে ভাগ বলা হত, ফলসের এক-ঘষ্ঠাংশ 'ভাগ' হিসেবে দিতে হত।\




🌟 প্রশ্ন : 'হিরন্য' ও 'বলি' কী?
উত্তর ➡️ বাণিজ্যজনিত শুল্ককে হিরন্য বলা হত। জরুরি অবস্থায় বাড়তি ব্যয়নির্বাহের জন্য যে অতিরিক্ত কর দিতে হত, তাকে বলা হত ‘বলি’।

🌟প্রশ্ন : হর্ষের সেনাবাহিনীকে কয়টি ও কী কী ভাগে ভাগ করা হয়?
উত্তর ➡️ হর্ষের বিশাল সেনাবাহিনীকে চারটি ভাগে ভাগ করা হয় যথা- (১) পদাতিক, (২) অশ্বারোহী, (৩) রথী, (৪) রনহস্তী।

🌟প্রশ্ন : ‘চট্' ও 'ভট্’-কারা? এবং দুইজন উচ্চপদস্থ সামরিক কর্মচারীর নাম লেখ?
উত্তর ➡️ সাধারণ সৈনগণ ‘চট' ও ‘ভট্’-নামে অভিহিত হত। ‘বৃহদশ্বর’, ‘মহাবলাধিকৃত'- প্রমুখ ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মচারী।


🌟 প্রশ্ন : হর্ষবর্ধনের লেখা তিনটি নাটকের নাম উল্লেখ কর?
উত্তর ➡️ হর্ষবর্ধন স্বয়ং-‘রত্নাবলী', 'প্রিয়দর্শিকা' ও 'নাগনন্দা’–নামক তিনটি নাটক রচনা করেছিলেন।

🌟 প্রশ্ন : হর্ষবর্ধনের রাজত্বকালে কোন্ চীনা পর্যটক ভারতে এসেছিলেন? তাঁর রচিত বিবরণের নাম কী?
উত্তর ➡️ হর্ষবর্ধনের রাজত্বকালে চৈনিক পর্যটক হিইয়েন সাঙ ভারত ভ্রমণে এসেছিলেন। তাঁর রচিত গ্রন্থের নাম হল 'ভ্রমণ বৃত্তান্ত' বা ‘পশ্চিম-দেশের বৃত্তান্ত।

🌟 প্রশ্ন : হিউয়েন-সাঙ কে ছিলেন? কখন এবং কেন তিনি ভারতবর্ষে আসেন?
উত্তর ➡️ হিউ-এন-সাঙ একজন চৈনিক পর্যটক ছিলেন। তিনি সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। তিনি দীর্ঘ চৌদ্দ বছর ভারতের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন এবং বৌদ্ধশাস্ত্রাদি অধ্যয়ন ও সংগ্রহ করে চীনদেশে ফিরে যান।

🌟 প্রশ্ন : পুষ্যভূতি বংশের প্রথম উল্লেখযোগ্য নৃপতির নাম কি? তিনি কার সাথে নিজ কন্যার বিবাহ দেন?
উত্তর ➡️ প্রভাকরবর্ধন হলেন পুষ্যভূতি বংশের প্রথম উল্লেখযোগ্য নৃপতি। তিনি নিজকন্যার সাথে মৌখরীরাজ গ্রহণবর্মনের সাথে বিবাহ দেন।

🌟 প্রশ্ন : রাজ্যবর্ধনের সময়কালেকে কে কনৌজ আক্রমণ করেন?
উত্তর➡️ রাজ্যবর্ধনের সময়কালে মালবরাজ দেবগুপ্ত ও গৌড়রাজ শশাঙ্ক কনৌজ আক্রমণ করেন।


🌟 প্রশ্ন : কে, কাকে 'পঞ্চভারতের অধিপতি'-বলে অভিহিত করেছেন?
উত্তর ➡️ বানভট্ট, হর্ষবর্ধনকে 'পঞ্চভারতের অধিপতি'- হিসাবে অভিহিত করেছেন।

🌟 প্রশ্ন : এখানে ‘পঞ্চভারত'-বলতে কোন্ কোন্ স্থানের কথা উল্লেখ করা হয়েছে?
➡️ উত্তর ⇒ পঞ্চভারত বলতে এখানে কনৌজ, বাংলা, দ্বারভাঙা, পাঞ্জাব ও উৎকলকে বোঝানো হয়েছে।


🌟 প্রশ্ন : কে 'হর্ষ-সম্বৎ'- প্রচলন করেন? এবং তিনি কোন রাজ্যের রাজা ছিলেন?
উত্তর ➡️ হর্ষবর্ধন ৬০৬ খ্রীস্টাব্দে 'হর্ষ-সম্বৎ'-নামে একটি অব্দের প্রচলন করেন। থানেশ্বর ও কনৌজের রাজ্যের অধীশ্বর হয়েছিলেন।

🌟 প্রশ্ন : হর্ষবর্ধনের রাজত্বকালের ঐতিহাসিক উপাদান কি?
উত্তর ➡️ বানভট্টের 'হর্ষচরিত' এবং চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাঙ'-এর বিবরণ মহারাজাধিরাজ শিলাদিত্যের রাজত্বকালের প্রধান দুটি সমসাময়িক ঐতিহাসিক উপাদান।

🌟 প্রশ্ন : হর্ষবর্ধন কোন্ বংশের রাজা ছিলেন? তিনি কার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন
উত্তর ➡️ এ হর্ষবর্ধন থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর নিকট যুদ্ধে পরাজিত হয়েছিলেন।

🌟 প্রশ্ন : ভাস্করবর্মা কে ছিলেন? হর্ষবর্ধনের সঙ্গে তাঁর কীরূপ সম্পর্ক ছিল?
উত্তর➡️ ভাস্কারবর্মা ছিলেন কামরূপের রাজা। হর্ষবর্ধন ভাস্করবর্মার সঙ্গে মৈত্রী স্থাপন করে গৌড়াধিপতি শশাঙ্কের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধে অগ্রসর হন।

🌟 প্রশ্ন : ভারতে প্রবেশকারী হূণরা কি নামে পরিচিত?
➡️ উত্তর শেতহণ।

🌟 প্রশ্ন : কার নেতৃত্ব ভারতে হূণ আক্রমণ হয়েছিল?
➡️উত্তর তোরমানের নেতৃত্বে।

🌟 প্রশ্ন : মিহিরগুল কে ছিলেন?
➡️ উত্তর - ভারতে সবচেয়ে দুর্ধর্ষ হ্ণ-নায়ক।

🌟 প্রশ্ন : হুণ-নায়ক মিহিরগুলের রাজধানীর নাম কি?
➡️উত্তর শাকল (বর্তমান শিয়ালকোট)।

🌟 প্রশ্ন : ভারতের 'এ্যাটিলা' কাকে বলা হত?
➡️ উত্তর ⇒ হুণনেতা মিহিরগুলকে।

🌟 প্রশ্ন : বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে?
➡️ শশাঙ্ক।

🌟প্রশ্ন : শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
➡️ উত্তর ⇒ বর্তমান মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ।

🌟 প্রশ্ন : হর্ষবর্ধন কত খ্ৰীষ্টাব্দে সিহাসন আরোহণ করেন?
➡️ উত্তর ৬০৬ খ্রীষ্টাব্দে।

🌟 প্রশ্ন : হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল?
➡️ উত্তর কনৌজে।

🌟প্রশ্ন : হর্ষবর্ধন দক্ষিণ ভারতে কার কাছে পরাজিত হন?
➡️ উত্তর - চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে।

🌟 প্রশ্ন : সকলোত্তর পথনাথ' কাকে বলা হত?
➡️ উত্তর হর্ষবর্ধন-কে।

🌟 প্রশ্ন : 'শিলাদিত্য' উপাধি কে গ্রহণ করেন?
➡️ উত্তর হর্ষবর্ধন।

🌟 প্রশ্ন : হর্ষচরিত'-এর রচয়িতা কে?
উত্তর➡️ কবি বাণভট্ট।

🌟 প্রশ্ন : হর্ষবর্ধন প্রতি পাঁচ বৎসর অন্তর কোথায় ধর্মমেলার আয়ো
➡️ উত্তর- গঙ্গা-যমুনার সঙ্গমস্থল প্রয়াগে।

🌟 প্রশ্ন : প্রয়াগের ধর্মমেলা কি নামে খ্যাত?
➡️ উত্তর ‘মহামোক্ষ ক্ষেত্র'।

🌟 প্রশ্ন : হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম লিখ ।
➡️ উত্তর - নাগানন্দ / রত্নাবলী/প্রিয়দর্শিকা।

🌟 প্রশ্ন : হর্ষবর্ধনের রাজাত্বকালে কোন্ চীনা পর্যটক ভারতে আসেন।
➡️ উত্তর : হিয়েন-সাঙ্

🌟 প্রশ্ন : হিউয়েন-সাঙ্-এর ভ্রমণ বৃত্তান্তটির কি নাম?
➡️ উত্তর সি-ইউ-কি।

🌟 প্রশ্ন : বাংলার পালবংশের প্রতিষ্ঠাতা কে?
➡️ উত্তর- গোপাল।



🌟 প্রশ্ন : বাংলার প্রথম নির্বাচিত রাজা কাকে বলা হয়?
➡️ উত্তর পালবংশের গোপালকে।

🌟 প্রশ্ন : পালবংশের শ্রেষ্ঠ রাজা কে?
➡️ উত্তর দেবপাল ।

🌟 প্রশ্ন : কোন্ পাল-রাজা 'বিক্রমশীল' উপাধি গ্রহণ করেন?
➡️ উত্তর রাজা ধর্মপাল।

🌟 প্রশ্ন : কোন পাল-রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়?
➡️ উত্তর ⇒ দ্বিতীয় মহীপাল।

🌟 প্রশ্ন : কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন?
➡️ উত্তর দিব্য বা দিব্বোক।

🌟 প্রশ্ন : কোন পাল-রাজা কৈবর্ত বিদ্রোহ দমন করে বরেন্দ্র পুনরুদ্ধার করেন?
➡️ উত্তর ⇒ রামপাল ।

🌟 প্রশ্ন: বাংলার সেনবংশের শেষ রাজা কে?
➡️ উত্তর লক্ষ্মণ সেন।

🌟 প্রশ্ন : কোন্ তুর্কী নেতা নদীয়া অধিকার করেন?
➡️ উত্তর ⇒ ইক্তিয়ারউদ্দিন মুহম্মদ বিন বক্তিয়ার খলজী।

🌟 প্রশ্ন : ত্রিশক্তি সংঘর্ষ কাদের মধ্যে হয়েছিল?
➡️ উত্তর পাল প্রতিহার-রাষ্ট্রকূট শক্তির মধ্যে ।

🌟 প্রশ্ন : বাংলার কোন্ রাজাকে পরাস্ত করে তুর্কীরা বাংলা দখল করে?
➡️ উত্তর এসেনবংশীয় রাজা লক্ষ্মণ সেন।




=======@@@@@======




--- আরো দেখো  --- 

Semester 2 ( II ) 
- Philosophy Suggestions -  Click Here 
- Elective Bengali Suggestions -  Click Here 
- Education Suggestions -  Click Here 


TAG:- 2nd semester, BA 2nd Semester, BA general, History ,BA History Suggestions,

তথ্য সংগ্রহঃ BA-2nd-Semester-2-History-Suggestions

Calcutta University  Under CBCS ( system ) , Semester (VI) History  General Paper DSE-B2  , BA 2nd Semester ( History   General ) Suggestions . BA History  suggestion , CBCS History   Suggestions





 
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে 

**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) History  General  , BA 2nd Semester ( History  General ) Suggestions . 

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.