Header Ads

Header ADS

ঐচ্ছিক বাংলা || Elective Bengali - Paper - ( DSE-B2 ) পর্ব-৬- প্রশ্নঃ - ছৌ নৃত্য সম্পর্কে টীকা লেখো । ২) ঝু রায়বেঁশে লোকনাট্য সম্পর্কে কী জানো অথবা টীকাঃ রায়বেশে নাচ || Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System

 Bengali Suggestions  ( DSE-B2 ) Suggestion for6th  Semester of Calcutta University under CBCS System  

ঐচ্ছিক বাংলা || Elective Bengali - Paper -  ( DSE-B2 )  পর্ব-৬- প্রশ্নঃ -  ছৌ নৃত্য  সম্পর্কে টীকা লেখো ।  ২) ঝু রায়বেঁশে লোকনাট্য সম্পর্কে কী জানো অথবা  টীকাঃ  রায়বেশে নাচ   ||  Suggestion for 6th  Semester of Calcutta University under CBCS System  

ঐচ্ছিক  বাংলা ( DSE-B2 )  Suggestions( BA General )  with Answer 

ঐচ্ছিক বাংলা  ( DSE-B2 )  পর্ব-২ - প্রশ্নঃ ধাঁধা কাকে বলে ? ধাঁধার বৈশিষ্ট গুলি আলোচনা করো ।  ধাঁধা  এর শ্রেণী বিভাগ করো ও উদাহরন সহ আলোচনা করো । ||  Suggestion for6th  Semester of Calcutta University under CBCS System
     

কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক  বাংলা  সাজেশন ( উত্তরসহ ) 

BA ( General  6th Semester ) 

আরো দেখো 

 Compulsory Bengali ( আবশ্যিক বাংলা )   Suggestions Semester-6( VI) ( with Answer)

 Compulsory Bengali ( আবশ্যিক বাংলা )   Suggestions Semester-4(IV)  ( with Answer)


6th   Semester General Bengali  ( DSE-B-2 )  Suggestions  Calcutta University

##########################################

***************



#######################
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

 প্রশ্নঃ   রায়বেঁশে লোকনাট্য সম্পর্কে কী জানো 
অথবা  টীকাঃ  রায়বেশে নাচ


Ans: 

কী এই রায়বেঁশে? রায় কথার অর্থ বড় বা সম্ভ্রান্ত । বেঁশে কথার অর্থ বাঁশ। অর্থাৎ বাঁশের তৈরি শক্ত লাঠি দিয়ে দেখানো কসরত। আনুমানিক কয়েকশো বছর আগে বীরভূমে রায়বেঁশের পথচলা শুরু। শোনা যায়, জমিদারদের লাঠিয়ালরা রায়বেঁশে করত। তাদের পায়ে থাকত ঘুঙুর, হাতে লাঠি বা লম্বা বাঁশ। ঢোল ও করতালের তালে তালে তারা শারীরিক কসরত দেখাত

তবে রায়বেঁশের উদ্ভব নিয়ে বিতর্ক আছে। যেমন লোকসংস্কৃতি গবেষক পুলকেন্দু সিংহ মনে করেন, 1600 সালে ফতেসিং পরগনা (বর্তমান মুর্শিদাবাদ জেলার কিছু অংশ) দখলের জন্য আকবর বাদশাহ সেনাপতি মান সিংহকে এই অঞ্চলে পাঠেন। তাঁর সঙ্গে ছিল ভল্ল বা বল্লমধারী রাজস্থানের যোদ্ধা। ফতেসিং পরগনা দখল করেন আকবর। তারপরও রাজস্থানের যোদ্ধারা এই অঞ্চলেই থেকে যায়। এরাই লেঠেল, পাইক-বরকন্দাজ হিসেবে কাজ শুরু করে। এরা জমিদারের হয়ে যুদ্ধ করত। লাঠি-বল্লম নিয়ে শত্রুদের দমন করত। পাশাপাশি বসবাসকারী হাড়ি, বাগদি, ডোম, বায়েনদের নিয়ে এই রাজস্থানের বল্লমধারীরা রায়বেঁশে দল গঠন করে। তবে বিতর্ক যাই থাক না কেন এই নৃত্য একসময় পরিচিত হয়ে ওঠে। বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদ, বর্ধমানসহ অবিভক্ত বঙ্গদেশে ছড়িয়ে পড়ে। কিন্তু, কালের নিয়মে ক্রমশ জনপ্রিয়তা কমতে থাকে এই রায়বেশেঁর। 1930-31 সালে গুরুসদয় দত্ত নতুন করে রায়বেঁশেকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন। রাইবেশের কলাকুশলীরা প্রধানত বীরভূম জেলার চারকোল গ্রামে থাকতেন। এই গ্রামটি রাইবেশে গ্রাম নামেও পরিচিত। সেখানকার কলাকুশলীদের সঙ্গে যোগাযোগ করেন গুরুসদয়বাবু। ওই এলাকার বাসিন্দা গোবর্দ্ধন প্রামাণিক, রামপদ প্রামাণিকদের নিয়ে শুরু করেন প্রচার।

সেদিন রায়বেঁশের প্রচার সাড়া ফেলে দিয়েছিল। কয়েকবছর আগে পর্যন্ত এই রায়বেঁশের চর্চা গ্রাম বাংলায় হত । গুরুসদয় দত্ত বা রায়বেঁশের অন্য প্রচারকরা আজ বেঁচে নেই। তবে হারিয়ে যায়নি এর চর্চা। গুরুসদয়বাবুর সঙ্গী রামপদ প্রামাণিকের ছেলে মাধব প্রামাণিক আজও রায়বেঁশের প্রশিক্ষণ দেন। তিনিই বহরমপুরের ওই ব্রতচারী প্রশিক্ষণ কেন্দ্রে এসেছিলেন। তাঁর নেতৃত্বেই প্রশিক্ষণ নেন ব্রতচারীর সঙ্গে যুক্ত যুবকরা। বীরভূমের নানুর ও মুর্শিদাবাদের একাধিক রায়বেঁশে কলাকুশলীরাও প্রশিক্ষণে অংশ নেন।


=====================
>>>>>>>>>>>>>>>>>>>>>>



প্রশ্নঃ -  ছৌ নৃত্য  সম্পর্কে টীকা লেখো 


Ans: 
    ছৌ নৃত্য

    ছৌ একটি বর্ণ ও উচ্ছ্বাসময় তথা প্রাণশক্তিসম্পন্ন নৃ আঙ্গিক যার উৎসে রয়েছে ঐতিহ্য এবং পরম্পরাগত যুদ্ধ নৃত্য। রঙিন মুখোশ, ধামসার ছন্দ ও তালের সে ব্যঞ্জনাময় হয়ে ওঠে নৃত্যরত শিল্পীদের শক্তিশালী শারীরিক কসরৎ, ডিগবাজি! সব মিলিয়ে, এই হল পুরুলিয়ার ছৌ।

    ছৌ নৃত্য মূলতঃ পূর্বভারতেই দেখা যায়৷ ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলেই এই নৃত্য প্রচলিত দেখা যায়৷
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বলরামপুর, বান্দোয়ান, বড়বাজার, ঝালদা -২ অঞ্চলে বসবাসকারী সম্প্রদায়ের মধ্যে ছৌ নাচের প্রচলন আছে। ছৌ মুখোশ শিল্পীরা থাকেন পুরুলিয়া জেলার চড়িদা গ্রামে।

    ছৌ নৃত্য ছোটনাগপুর মালভূমিতে বসবাসকারী আদিবাসী মানুষদের নিজস্ব নৃত্যধারা। পুরুলিয়া ছৌ ছাড়া আরো দুই ধরণের ছৌ রয়েছে ঝাড়খণ্ডের সেরাইকেল্লা ছৌ এবং ওড়িশার ময়ূরভঞ্জ ছৌ।

    ছৌ আঞ্চলিক মানুষের ধর্মবিশ্বাস ও লোকাচার উদযাপনের সাথে অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত। পুরুলিয়া জেলায় । এপ্রিল ও মে মাসে আঞ্চলিক বিভিন্ন শিবমন্দির সংলগ্ন এলাকায় যে চৈত পৰৰ অনুষ্ঠিত হয়, তার সঙ্গে রয়েছে ছৌ-এর ঘনিষ্ঠ যোগাযোগ। প্রাথমিক ভাবে একজনই নর্তক থাকতেন এবং মুখোশ থাকতো না। পুরুলিয়া ছৌ এর এই আদি রূপকে বলা হয় একৈরা ছৌ। পুরুলিয়া ছৌ-তে এসেছে আঞ্চলিক বিভিন্ন নৃত্যকেন্দ্রিক লোকায়ত উদযাপনের ছোঁয়া- যার মধ্যে মূল একটি হল গাজন। ছৌ নাচে শিল্পীরা যে কাহিনী গুলি বর্ণনা করেন সেগুলির উপাদান সংগ্রহ করা হয় রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি থেকে। নাচার সময় নাচে শিল্পীরা পরে নেন নানান আভরণে অলঙ্কৃত পোশাক এবং মুখে পরে নেন বিশদে ও নিপুণভাবে তৈরি করা মুখোশ। কোন শিল্পী কোন চরিত্রের ভূমিকায় রয়েছেন তা সেই পোশাক এবং মুখোশের মাধ্যমেই দর্শকদের কাছে সুস্পষ্ট করা হয়।

    মুখোশগুলি তৈরি করেন চড়িদা গ্রামের শিল্পীরা। সাধারণত এঁরা দেবদেবীর মুখ বা পুরাণ-মহাকাব্যের চরিত্রের মুখের আদলে মুখোগ বানান। কখনো বা মুখোশ নির্মিত হয় আদিবাসী পুরাকথার কোনো চরিত্রের মুখাবয়বের আদলে। ছোটো বড়ো নামান আকৃতির মুখোশ তৈরি হয়। প্রায় ১৫০ বছর আগে, বাঘমুণ্ডির তৎকালীন রাজা মদন মোহন সিং দেও-র রাজত্বকাল থেকে চড়িদায় ছৌ মুখোশ বানানোর শিল্প আরম্ভ হয়। সেই ট্র্যাডিশন সমানে চলেছে।


অঙ্গ সঞ্চালন ও পায়ের কাজ

ছৌ নাচের প্রতিটি চালের সাথে জড়িয়ে রয়েছে বিশিষ্ট পায়ের কাজ এবং কাঁধ, হাত, ঘাড়, মাথা সহ সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা। এবং এই চাল রয়েছে বিভিন্ন ধরণের। ‘দেব চাল'-এর সঙ্গে জড়িত রয়েছে ঈশ্বর ও ঐশী শক্তির সম্বন্ধ। নায়ক এবং অসমসাহসী চরিত্রের জন্য রয়েছে বীর চাল। দুষ্ট শক্তি ও তার আধার খলচরিত্র প্রকাশের জন্য রয়েছে অসুর চাল। আবার পশু চাল দিয়ে বোঝানো হয় সিংহ, 3. বাঁদর, ময়ূর ইত্যাদি চরিত্রকে। এই ধরণের বিভিন্ন চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য বোঝাতে রয়েছে বিভিন্ন ধরণের চাল। সব মিলিয়ে, ছৌ নাচ তার শিল্পীদের পায়ের কাজ এবং কাঁধ, হাত, ঘাড়, মাথা সহ সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যথাযথ সঞ্চালনার মাধ্যমেই বাঙ্ময় হয়ে ওঠে।


বিষয়বস্তু

ছৌ-নৃত্যের বিষয়বস্তু মূলত রামায়ণ, মহাভারত ও হিন্দু পুরাণ ভিত্তিক। ছৌ শিল্পীদের এক চিরকালীন প্রিয় বিষয়বস্তু হল মহিষাসুরমর্দিনী। বিভিন্ন পুরাকাহিনী - যেমন, নৃসিংহ অবতার, সাবিত্রী-সত্যবান, শিব পুরাণ, হিরণ্যকশিপু, কৃষ্ণলীলার কাহিনী অবলম্বনে তৈরি হয় নাচের বিষয়বস্তু। যদিও ইদানিং ঐতিহাসিক এবং সমসাময়িক ঘটনাবলি অবলম্বনেও তৈরি হচ্ছে ছৌ-পালা।

মুখোশ

ছৌ নৃত্যশিল্পীরা যে মুখোশ পরেন নাচার সময়ে সেগুলি খুব বিশদে ও খুঁটিনাটি সহকারে তৈরি হয়। এই মুখোশগুলি তৈরি করার সময় মৌলিক যে উপাদানগুলি ব্যবহৃত হয় সেগুলি হল কাগজের মণ্ড ও কাদামাটি। মুখোশগুলির মাথার উষ্ণীষ নানান ভাবে অলঙ্কৃত করা হয়। শুধু মুখোশই নয়, ছৌ নাচের সময় শিল্পীরা যে পোশাক পরেন সেগুলিও বর্ণময় ও অলঙ্কৃত থাকে। রাঙতা ও জরির কাজ দেখা যায় সেই পোশাকে।



TAG: 6th semester,BA 6th Semester,BA general,Bengali,DSE-B2,




আরো দেখো 👉 

 ➤প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝ? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো

বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। আদিমধ্য ও অন্ত্যমধ্য উত্তর দেখো

🔵ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটক আলোচনা করো। উত্তর দেখো


🔵পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।  উত্তর দেখো



সম্পূর্ন সাজেশনের জন্য নীচের লিংকে click করো 

প্রশ্নপত্রের Page  যাওয়ার জন্য 

👇👇👇👇👇👇

 
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে 

**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (VI) Bengali General Paper DSE-b2  , BA 6th Semester ( Bengali  General ) Suggestions . BA Bengali  suggestion , CBCS Bengali Suggestions 

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.