Header Ads

Header ADS

Compulsory Bengali ৪র্থ সেমিস্টার (পর্ব-৩) প্রশ্ন: বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো - বাংলা ভাষা বিজ্ঞান -( আবশ্যিক বাংলা ) Suggestion for 4th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

Compulsory Bengali   ৪র্থ সেমিস্টার (পর্ব-৩)    - বাংলা ভাষা বিজ্ঞান -(  আবশ্যিক বাংলা )   Suggestion for 4th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

Compulsory Bengali   ৪র্থ সেমিস্টার  - বাংলা ভাষা বিজ্ঞান -(  আবশ্যিক বাংলা )   Suggestion for 4th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer


BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) –  প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 4th Semester Compulsory Bengali Suggestions(BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) Answer গুলি আগামী  BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।

*******************************

 

মডিউল -১ 

🌸🌹🌸🌹🌷🌺🌻 

 বাংলা ভাষা বিজ্ঞান  

ব্যাখ্যামূলক / রচনাধর্মী  প্রশ্নঃ 


প্রশ্ন: । বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো।


উত্তর : ভাণ্ডার বললেই লোকে সঞ্চয়স্থানকে বোঝে। আর্, 'শব্দভাণ্ডার' বললেই লোকে অভিধান বোঝে। কিন্তু অভিধান ছাড়াও লক্ষ লক্ষ শব্দ আছে মানুষের সাহিত্যে, মৌখিক কথাবার্তায়।

যে ভাষার শব্দভাণ্ডার যত সমৃদ্ধ, সেই ভাষা ততই উন্নত, ততই সম্পদশালী। একমাত্র ভাষাই পারে মানুষের যত অনুভূতি আছে, তাদের সকলকে প্রকাশ করতে। আর ভাষার প্রাণ হল শব্দ। তাই যে ভাষায় যত বেশি শব্দ ব্যবহৃত হয়, সে ভাষার প্রকাশ ক্ষমতা তত বেশি, তার মান্যতা ততই বৃদ্ধি পায়, সাহিত্য রচনায় ততই সে ভাষা অনুকূল হয়ে ওঠে। আমাদের ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধির মূলে আছে তিনটি সূত্র—


(ক) নিজস্ব বা মৌলিক শব্দ।

(খ) আগন্তুক শব্দ।

(গ) নবসৃষ্ট শব্দ।

(ক) নিজস্ব বা মৌলিক শব্দ : বাংলা ভাষার জন্মের আগেই যদি কোনো শব্দ সংস্কৃত ভাষায় ব্যবহৃত হয়ে থাকে এবং যদি সেগুলি অবিকৃতভাবে বা অল্প বিস্তর পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয়ে থাকে তবে সেগুলিকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলি তিনভাগে বিভক্ত– (১) তৎসম, (২) অর্ধতৎসম ও (৩) তদ্ভব।


(১) তৎসম : তৎসম মানে সংস্কৃতের সমান। যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলাভাষায় অবিকৃতভাবে এসেছে সেগুলিকে তৎসম শব্দ বলে। যেমন : সূর্য, চন্দ্র, রাত্রি, বিষ্ণু, কৃষ্ণ, চক্ষু ইত্যাদি।


ভাষাচার্য সুকুমার সেন বলেছেন, বাংলাভাষার প্রধান মূলধনই হলো তৎসম শব্দ। 

(২) অর্ধতৎসম : যে সমস্ত বৈদিক বা সংস্কৃত শব্দ সোজাসুজি বা অবিকৃতভাবে বাংলায় তৎসমরূপে এসেছে এবং আসার পর দ্বিতীয় স্তরে কিছু পরিবর্তিত হয়েছে, সেগুলিকেই অর্ধ তৎসম শব্দ বলে। যেমন—

কৃষ্ণ > কেষ্ট, রৌদ্র > রোদ্দুর, যন্ত্র > যত্তর, , বৃষ্টি > বিষ্টি।


আরো দেখো


🔵 প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝ? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো

🔵পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।  উত্তর দেখো


(৩) তদ্ভব : যে সমস্ত সংস্কৃত শব্দ এবং সংস্কৃতে গৃহীত আর্যেতর ও ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর অন্যান্য শাখার শব্দ, প্রাকৃত স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে সেগুলিকে তদ্ভব শব্দ বলে। 

ইন্দো-ইউরোপীয় গোষ্ঠী থেকে :

মুদ্র > মুদ্দ > মুদ্রা।

ঠক্কর >  ঠকুর > ঠাকুর। >


(খ) আগন্তুক শব্দ : যে সব শব্দ সংস্কৃত ব্যতীত অন্য কোন ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে, সেগুলিকে আগন্তুক শব্দ বলে। আগন্তুক শব্দ দু-প্রকার। (১) দেশি, (খ) বিদেশী।


(১) দেশী ঃ সংস্কৃত ছাড়া এদেশের অন্য ভাষা থেকে যেসব শব্দ বাংলায় সরাসরি গৃহীত হয়েছে, তাদের দেশি আগন্তুক শব্দ বলে। যেমন—

দ্রাবিড় থেকে -> ইলি, চুরুট, দোসা।

অষ্ট্রিক থেকে >  চুলা,

হিন্দী থেকে > ঝিঙা,পয়লা, থানা, ঠিকানা।

গুজরাটী থেকে - তকলি, বেতাল।

(২) বিদেশী ঃ বিদেশী ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলায় গৃহিত হয়েছে, তাদের


বিদেশী আগন্তুক শব্দ বলে। যেমন—

আরবী থেকে >আল্লা, কসম, খবর।

ফারসী থেকে > জামা, বাদশা, চাকরী। তুর্কী থেকে – কাঁচি, লাশ, ক্রোধ।

পর্তুগীজ থেকে >  আতা, পেঁপে, সাগু।

ইংরেজী থেকে >  স্কুল, মাষ্টার, টেবিল।

চীনা থেকে > চা, চিনি, কাগজ।

জাপানী > রিক্সা। -


(গ) নবসৃষ্ট শব্দ : বাংলায় এমন কিছু শব্দ আছে, যেগুলি একাধিক ভাষার শব্দের সংমিশ্রণে গঠিত অথবা কোনো বিদেশী শব্দের অনুবাদ করণে উদ্ভুত সেই শব্দগুলিকেই নবসৃষ্ট শব্দ বলা হয়। এই শ্রেণির শব্দ দুপ্রকার— (১) মিশ্রশব্দ ও (২) অনূদিত শব্দ।


(১) মিশ্রশব্দ : 

ফুলমোজা = ফুল (ইং) + মোজা (ফারসী)

জলহাওয়া =  জল (তৎসম) + হাওয়া (আরবী)

বাক্স-বিছানা =  বাক্স (ইং) + বিছানা (তদ্ভব) 1


(২) অনূদিত শব্দ ঃ 

বিশ্ববিদ্যালয় < University

অনুদান < Grant

সংবাদ পত্র < News Paper 


Semester 4

বশ্যিক বাংলা সাজেশন Click Here


সংক্ষিপ্ত উত্তরভিত্তিক/তথ্যমূলক প্রশ্ন (প্রতিটির মান ১)  

👉 উত্তর দেখো 

 

আরো দেখো 👉 

 ➤প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝ? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো

বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। আদিমধ্য ও অন্ত্যমধ্য উত্তর দেখো

বাংলা শব্দার্থতত্ত্বের নিয়মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো?

ধ্বনি পরিবর্তনের নিয়মগুলি বর্ণনা কর। উত্তর দেখো


🔵গীতিকবিতা বলতে কি বোঝ? গীতিকবিতার লক্ষণ নির্দেশ করে একজন বাঙালি গীতিকবির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো

🔵 মহাকাব্যের স্বরূপ বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করে ঊনবিংশ শতাব্দীতে রচিত একটি সাহিত্যিক মহাকাব্যের সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর দেখো

🔵ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটক আলোচনা করো। উত্তর দেখো

🔵কমেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য নির্দেশ করে যে কোনো একটি বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো। উত্তর দেখো

🔵পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।  উত্তর দেখো

🔵সামাজিক নাটক বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো উত্তর দেখো

🔵ছোটগল্প কাকে বলে? ছোটগল্পের বৈশিষ্ট্য উল্লেখ করে ছোটগল্প ও উপন্যাসের পার্থক্য উল্লেখ করো। উত্তর দেখো

🔵রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে? একটি রোমান্সধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা করউত্তর দেখো


 
BA 4th Semester Compulsory Bengali Suggestions  90% common  ||   কলকাতা বিশ্ববিদ্যালয় 4th সেমিস্টার  আবষ্যিক বাংলা সাজেশন  ||  90% common 
 ||




**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) Education General  , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,  

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.