Bengali Suggestions ( DSE-B2 ) Suggestion for6th Semester of Calcutta University under CBCS System
ঐচ্ছিক বাংলা || Elective Bengali - Paper - ( DSE-B2 ) পর্ব-৫- প্রশ্নঃ - ভাটিয়ালি গান সম্পর্কে যা জানো লেখো ।। ২) ঝুমুর গান কাকে বলে লেখো ? ঝুমুর গানের বৈশিষ্ট কী ? ? || Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
ঐচ্ছিক বাংলা ( DSE-B2 ) Suggestions( BA General ) with Answer
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক বাংলা সাজেশন ( উত্তরসহ )
BA ( General 6th Semester )
আরো দেখো
Compulsory Bengali ( আবশ্যিক বাংলা ) Suggestions Semester-6( VI) ( with Answer)
Compulsory Bengali ( আবশ্যিক বাংলা ) Suggestions Semester-4(IV) ( with Answer)
6th Semester General Bengali ( DSE-B-2 ) Suggestions Calcutta University
##########################################
***************
#######################
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
প্রশ্নঃ ঝুমুর গান কাকে বলে লেখো ? ঝুমুর গানের বৈশিষ্ট কী ?
Ans:
ঝুমুর গানের প্রাচীনত্ব সম্বন্ধে খুব একটা তথ্য পাওয়া যায় না, তবে সাহিত্যরত্ন হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের মতে এই গান প্রায় হাজার বছর ধরে চলে আসছে। তার মতে ঝুমুরের সঙ্গে কীর্তন মিশে পরবর্তীকালে যাত্রার উদ্ভব ঘটেছে। সুভাষ মুখোপাধ্যায় তার পশ্চিম সীমান্তবঙ্গের লোকগীতি গ্রন্থে উল্লেখ করেছেন যে মধ্যযুগে ঝুমুর শব্দের প্রচলন ছিল। মধ্যযুগের পদকল্পতরু গ্রন্থের একটি পদে লেখা রয়েছে, 'যুবতী যুথ শত গায়ত ঝুমরী'। বিদ্যাপতি তার পদাবলীতে লিখেছেন, 'গওই সহি লোরি ঝুমরি সঅন - আরাধনে যাঞা'। গোবিন্দদাসের পদেও পাওয়া যায়, 'মদনমোহন হরি মাতল মনসিজ যুবতী যুথ গাওত ঝুমরী।
বৈশিষ্টঃ
➤ নৃত্য, গীত ও বাদ্য সহযোগে ঝুমুর গাওয়া হলেও এতে গীতের প্রাধান্য থাকে।
➤ গানের সুর উচ্চগ্রাম থেক নিম্নগ্রামে অবরোহণ করা হয়, যা ঝুমুরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তালকে অগ্রাহ্য করে মাত্রা অনুসরণ করে সুর দেওয়া হয়। সম থেকে শুরু না করে ফাঁক থেকে গান শুরু করা হয়।
➤ সাধারণতঃ সমঝদারের আসর ও নাচের আসর এই দুই জায়গায় ঝুমুর গাওয়া হয়।
➤ সমঝদারের আসরে বৈঠকী, ছুট ও পালাবদ্ধ ঝুমুর গাওয়া হয়।
➤ বৈঠকী ঝুমুরে গায়ক একজন, কোন নাচ থাকে না এবং বাদ্য হিসেবে ব্যবহৃত হয় হারমোনিয়াম ও পাখোয়াজ।
➤ ছুট ঝুমুর নাচ, গান, বাজনা সহযোগে একটি পূর্ণাঙ্গ ঝুমুর।
➤ পালা ঝুমুর একটি বিষয়কে কেন্দ্র করে গাওয়া হয়।
➤ নাচের আসরে নাচ, গান, বাজনা সহযোগে একটি পূর্ণাঙ্গ ঝুমুর গাওয়া হয়। এই আসরে রসক্যা বা রসিক সহযোগে নাচনী নাচ হয়ে থাকে।
ঝুমুরকে কেন্দ্র করে বেশ কিছু সুর ও তালের প্রচলন হয়েছিল, যার মধ্যে অধিকাংশের অস্তিত্ব বর্তমানে নেই। তবে ডহরওয়া, পতরতুলা, বেঁগাড়ি, পাটিয়ামেধা, রিঁঝামাঠা, ঝুমরা, ঝুমটা, একডাঁড়িয়া, গোলোয়ারি, নাগপুরিয়া, তামাড়িয়া, শিখারিয়া, পাঁচপরগণিয়া, মুদিআরি প্রভৃতি সুরের অস্তিত্ব বর্তমানে রয়েছে।
=====================
>>>>>>>>>>>>>>>>>>>>>>
প্রশ্নঃ - ভাটিয়ালি গান সম্পর্কে যা জানো লেখো ।
Ans:
ভাটিয়ালি নদীমাতৃক বাংলাদেশের অন্যতম প্রধান লােকসংগীত হিসেবে পরিগণিত হয়ে থাকে। ভাটিয়ালি গানে মাঝি-মাল্লা, কৃষকের, মেহনতি মানুষের দুঃখ-সুখ, আশা-আকাঙ্ক্ষা, কামনা-ভালােবাসা, প্রেমভক্তির পরিচয় নিবিড়ভাবে ফুটে উঠেছে। তত্ত্বভারমুক্ত এই গানগুলি সুপ্রাচীন কাল থেকে পূর্ববঙ্গের মৈমনসিংহ, ঢাকা, ফরিদপুরের লােককবিদের রচিত ভাটিয়ালি সুরের প্রক্ষেপে গড়ে উঠেছে। সুরটির নাম ভাটিয়ালি; যা পরবর্তীকালে গানগুলিরও পরিচায়ক হয়ে উঠেছে। অঞ্চলবিশেষে এই সুরের পাঁচটি ধাঁচ - সুষঙ্গ, ভাওয়াইল্যা, বিক্রমপুইরা, বাখরগঞ্জা, গােপালগঞ্জা -যা নির্ভর করে গায়কের কণ্ঠস্বর, উচ্চারণভঙ্গি ও শিক্ষার উপরে। প্রতিটি ধাঁচে রয়েছে চারটি লহর বা টান: 'বিচ্ছেদ লহর', 'সারী লহর', 'ঝাপ লহর' ও ‘ফেরুসাই লহর'। এই লহর বা টান নির্ভর করে গানের ছন্দ রচনার উপর। এগুলির মধ্যে 'বিচ্ছেদ লহর' করুণরসাত্মক গানে একক কণ্ঠে, 'সারী লহর' হাস্যরসাত্মক গানে। দলবদ্ধভাবে, 'ঝাপ লহর' করুণরসাত্মক ছাড়া অন্য গানে মানানসই। এই তিনটি লহর ছাড়া বাকী সবই 'ফেবুসাই লহর' নামে পরিচিত।
গঠনভঙ্গির যে বৈশিষ্ট্য ভাটিয়ালিতে লক্ষ করা যায়, তা হল-
(১) দু-তিনটি শব্দ নিয়ে একটি শব্দগুচ্ছ এক একবারে উচ্চারিত হয়ে থাকে।
(২) এই উচ্চারণের পরেই দীর্ঘ টান থাকে। উচ্চারণের শেষ বর্ণটি দীর্ঘ হয়।
(৩) আরম্ভেই তা প্রধানত চড়াসুরের দিকে চলে যায়, তারপর কখনাে ধীর মন্দাক্রান্তালয়ে অথবা দ্রুত ছন্দে নেমে আসে ও বিশ্রাম লাভ করে।
(৪) ভাটিয়ালিতে যন্ত্রানুষঙ্গ খুব একটা ব্যবহৃত হতে দেখা যায় না। এই গানে বৈঠার জল টানা শব্দ, নদীর ঢেউয়ের শব্দ, ছন্দ পেটানাের হাতুড়ির শব্দের পাশাপাশি বেহালা, বাঁশি বা সারিন্দার প্রয়ােগ লক্ষ করা যায়।
TAG: 6th semester,BA 6th Semester,BA general,Bengali,DSE-B2,
আরো দেখো 👉
➤প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝ? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো
➤বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। আদিমধ্য ও অন্ত্যমধ্য উত্তর দেখো
🔵➤ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটক আলোচনা করো। উত্তর দেখো
🔵➤পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো। উত্তর দেখো
সম্পূর্ন সাজেশনের জন্য নীচের লিংকে click করো
প্রশ্নপত্রের Page যাওয়ার জন্য
👇👇👇👇👇👇
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে
**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা Typing mistake এর জন্য । আমাদের comment করে জানান আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (VI) Bengali General Paper DSE-b2 , BA 6th Semester ( Bengali General ) Suggestions . BA Bengali suggestion , CBCS Bengali Suggestions
No comments