Header Ads

Header ADS

Compulsory Bengali ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে। ৪র্থ সেমিস্টার (পর্ব-৬) - সাহিত্যের রূপভেদ -( আবশ্যিক বাংলা ) Suggestion for 4th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

Compulsory Bengali   ৪র্থ সেমিস্টার (পর্ব-৬)    - সাহিত্যের রূপভেদ -(  আবশ্যিক বাংলা )   Suggestion for 4th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

Compulsory Bengali   ৪র্থ সেমিস্টার (পর্ব-6)    - সাহিত্যের রূপভেদ -(  আবশ্যিক বাংলা )   Suggestion for 4th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer


BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) –  প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 4th Semester Compulsory Bengali Suggestions(BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) Answer গুলি আগামী  BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।

******************************* 

 

মডিউল -২ 

🌸🌹🌸🌹🌷🌺🌻 

সাহিত্যের রূপভেদ   

ব্যাখ্যামূলক / রচনাধর্মী  প্রশ্নঃ 


প্রশ্ন : ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে।


বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটক আলোচনা করো।


উত্তর : সংজ্ঞা : ট্র্যাজেডি শব্দের বাংলা প্রতিশব্দ হল বিয়োগান্ত রচনা। এটি গ্রীক শব্দ, এর ব্যুৎপত্তিগত অর্থ হল – goat-song বা ছাগগীত। গ্রীক দেবতা ডায়োনিসাসের বসন্তকালীন উৎসবে ছাগ বলির সময় গায়কেরা কোরাস গান গাইতো। এই গানের সঙ্গে যে নাট্য কাহিনী যোগ করা হত তাই ট্র্যাজেডি নাটক নামে পরিচিত।


গ্রীক দার্শনিক অ্যারিস্টটল্ তাঁর পোয়েটিক্স গ্রন্থে ট্র্যাজেডির সংজ্ঞায় বলেছেন গুরুগম্ভীর বিষয় সম্বলিত যে নাটক দর্শক মনে সহানুভূতি ও ভয়-এর ভাব জাগায় সেই নাটককে ট্র্যাজিক নাটক বলে। অর্থাৎ Tragedy is an imitation not only of a complete action but of events inspiring pity and fear.



আরো দেখো


🔵রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে? একটি রোমান্সধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা করউত্তর দেখো


🔵পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।  উত্তর দেখো



ট্র্যাজেডির লক্ষণ :


(ক) এই শ্রেণির নাটক গুরুগম্ভীর বিষয় নিয়ে রচিত, আদি-মধ্য-অন্ত কাহিনী যুক্ত এবং স্বল্পায়তন বিশিষ্ট।


(খ) গ্রন্থটি রচিত হবে নাটকীয় রীতিতে।


(গ) নায়কের জীবনে ঘটা বিষাদময় ঘটনাগুলি দর্শক হৃদয়ে pity এবং fear ভাব-এর জাগরণ ঘটায়।


(ঘ) ট্র্যাজেডির আঙ্গিক আনন্দদায়ক উপাদান দিয়ে তৈরি হবে।



(ঙ) ট্র্যাজেডির অপরিহার্য ছটি উপাদান হল কাহিনী বা বৃত্ত (Plot), চরিত্র (Character), বচন (Diction), চিন্তা (Thought), দৃশ্যসজ্জা (Spectacle) এবং সঙ্গীত (Melody)।


(চ) নাটকে নায়কের বিশেষ গুরুত্ব স্বীকৃত হলেও চরিত্রের স্থান কাহিনীর পরে। নাটক চরিত্রের পতন হবে সৌভাগ্যের শীর্ষদেশ থেকে দুর্ভাগ্যের অতল গহ্বরে। যাতে দর্শক হৃদয়ে সহানুভূতি ও ভয় জাগবে।


ট্র্যাজেডির উদ্ভব ও বাংলা ট্র্যাজেডি : প্রাচীন গ্রীক নাটকই ট্র্যাজেডির আদি উৎস। গ্রীকরা জীবনের সবক্ষেত্রেই নিয়তিবাদী ছিলেন। নিয়তির অভিশাপে দেবমানুষের লাঞ্ছনার ইতিহাস – পুরুষকারের শোচনীয় অপমানের কথা তার ট্র্যাজেডিতে দেখিয়েছেন। গ্রীক ট্র্যাজেডির আদি রূপকার ছিলেন কড়ি থেসপিস। ইংরেজী সাহিত্যে প্রথম ট্র্যাজেডির সন্ধান মেলে ষোড়শ শতকের শেষভাগে। উল্লেখযোগ্য সাহিত্যিকরা হলেন টমাস স্যাকভিল, ক্রিস্টোফার মারলো, উইলিয়াম সেক্সপীয়র প্রমুখ।


প্রথম বাংলা ট্র্যাজেডি নাটক হল যোগেশচন্দ্র গুপ্তের কীর্তিবিলাস। এছাড়া গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল প্রমুখ ট্র্যাজেডি নাটক লিখেছেন। শ্রেষ্ঠ ঐতিহাসিক ট্র্যাজেডি রূপে সে সময়কার বিখ্যাত নাটকটি হল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। সার্থক বাংলা ট্র্যাজেডি : বাংলা নাট্যরচনার সূচনার যুগের একটি সুবিখ্যাত নাটক দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ'। তৎকালীন সময়ের এক জ্বলন্ত সমস্যা অবলম্বী নীলদর্পণ একটি ট্র্যাজেডি নাটক।


অষ্টাদশ শতকের শেষ দিক থেকেই নীলকরদের অত্যাচার বাংলাদেশের নীলচাষীদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। অধিক মুনাফার লালসায় নীলকর সাহেবরা নীলপ্রজাদের উপর পাশবিক পীড়ন চালাত। এই বাস্তব পেক্ষাপটে নিজ অভিজ্ঞতার আলো দীনবন্ধু প্রতিফলিত করেছেন নীলদর্পণ নাটকে। অর্থাৎ অ্যাসিস্টটল্ কথিত ট্র্যাজেডি নাটকের বিষয়ের গাম্ভীর্য এখানে আছে। নাটকে দেখানো হয়েছে স্বরপুর গ্রামের বসু ও ঘোষ পরিবার কীভাবে নীলকরদের অত্যাচারে শেষ হল তারই মর্মান্তিক চিত্র।


নাটকটি আদি-মধ্য-অস্ত কাহিনীযুক্ত। আদি অংশটুকু উপস্থাপিত হয়েছে গোলক বসু ও সাধুচরণের স্মৃতিচারণে অতীত স্মরণ সূত্রে। মধ্য ও অন্ত প্রসঙ্গও এই নাটকে পরিবেশিত হয়েছে। উড সাহেব ও ব্রোগ সাহেবের লালসার শিকার হল পরিবার দুটি। গোলক বসুর পুত্র নবীন মাধব নীলকরের বিষ নজরে পড়েছে অন্যায়ের প্রতিবাদ করে। শেষ পর্যন্ত এই অসম লড়াই-এর ফল নবীন মাধবের সাথে বসু পরিবারের ক্ষেত্রেও বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নাটকে তুলে ধরা হয়েছে প্রজাদের উপর নীলকরদের প্রতিকারহীন অবিচার, নিষ্ঠুরতার ছায়াচিত্র। তাই নায়ককেন্দ্রিক ট্র্যাজেডি না হয়ে এটি সমাজকেন্দ্রিক ট্র্যাজেডি হয়ে উঠেছে।


আরো দেখো


🔵ছোটগল্প কাকে বলে? ছোটগল্পের বৈশিষ্ট্য উল্লেখ করে ছোটগল্প ও উপন্যাসের পার্থক্য উল্লেখ করো। উত্তর দেখো


🔵কমেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য নির্দেশ করে যে কোনো একটি বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো। উত্তর দেখো



ট্র্যাজেডির অন্যান্য শর্তও এখানে রক্ষিত হয়েছে। নায়ক নবীনমাধবের চরিত্রে মহত্ত্ব আছে। চরিত্রটি দুর্ভাগ্যের বোঝা বয়েছে নিদারুণভাবে। একে কেন্দ্র করে নাটকে কিছুটা pity এবং fear জাগ্রত হয়েছে। 


নবীনমাধব নাটকের নায়ক চরিত্র। প্রজার দুঃখ দূর করার জন্য স্বেচ্ছায় তিনি তাদের দুঃখের ভাগ নিয়েছেন। নীলকররা সাধুচরণ ও রাইচরণের উপর জোর করে অতিরিক্ত নীলের দাদন চাপাতে কুঠিতে ধরে নিয়ে গেলে, নবীনমাধব কুঠিতে হাজির হয়ে তাদের মুক্ত করে আনেন। আবার ব্রোগ সাহেবের লালসার পরিতৃপ্তির জন্য পদীময়রানী যখন কৌশলে সাধুর সন্তানসম্ভবা মেয়ে ক্ষেত্রমণিকে কামরাঙা কুঠিতে ধরে নিয়ে যায় তখন তোরাপের সাহায্যে ক্ষেত্রমণির সতীত্ব রক্ষা করে নবীন উদ্ধার করে আনেন। তার মহানুভবতা, নির্ভীকতা, মানসিক দৃঢ়তা অবশ্যই নায়কোচিত। কিন্তু সাহেবদের বিরুদ্ধে সংগ্রাম করতে যে প্রতিরোধ গড়া উচিত ছিল নবীন তা পারেননি। ফলে অশ্রুহীন বেদনার যন্ত্রণাই ট্র্যাজেডির মূল। অনেকের মতে শেষ দৃশ্যের মৃত্যুর সমারোহ এর ট্র্যাজেডি ধর্ম কিছুটা ব্যাহত করেছে। আসলে বাঙালির মনের মধ্যে করুণরসের প্রতি এক গভীর আকর্ষণ আছে। প্রথম যুগের এই বাংলা ট্র্যাজেডিতে তারই প্রমাণ আছে। পাশ্চাত্য ট্র্যাজেডির যন্ত্রণাময় ট্র্যাজেডি বাংলায় আজও রচিত হয়নি। তাই করুণ রসাত্মক বিয়োগান্ত নাটকই ট্র্যাজেডি রূপে চিহ্নিত – নীলদর্পণ এই শ্রেণির একটি উল্লেখযোগ্য নাটক।


Semester 4

বশ্যিক বাংলা সাজেশন Click Here



সংক্ষিপ্ত উত্তরভিত্তিক/তথ্যমূলক প্রশ্ন (প্রতিটির মান ১)  

👉 উত্তর দেখো 

 

আরো দেখো 👉 

 ➤প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝ? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো

বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। আদিমধ্য ও অন্ত্যমধ্য উত্তর দেখো

বাংলা শব্দার্থতত্ত্বের নিয়মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো?

ধ্বনি পরিবর্তনের নিয়মগুলি বর্ণনা কর। উত্তর দেখো


🔵গীতিকবিতা বলতে কি বোঝ? গীতিকবিতার লক্ষণ নির্দেশ করে একজন বাঙালি গীতিকবির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো

🔵 মহাকাব্যের স্বরূপ বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করে ঊনবিংশ শতাব্দীতে রচিত একটি সাহিত্যিক মহাকাব্যের সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর দেখো

🔵ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটক আলোচনা করো। উত্তর দেখো

🔵কমেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য নির্দেশ করে যে কোনো একটি বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো। উত্তর দেখো

🔵পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।  উত্তর দেখো

🔵সামাজিক নাটক বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো উত্তর দেখো

🔵ছোটগল্প কাকে বলে? ছোটগল্পের বৈশিষ্ট্য উল্লেখ করে ছোটগল্প ও উপন্যাসের পার্থক্য উল্লেখ করো। উত্তর দেখো

🔵রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে? একটি রোমান্সধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা করউত্তর দেখো

Semester 4

বশ্যিক বাংলা সাজেশন Click Here

 
BA 4th Semester Compulsory Bengali Suggestions  90% common  ||   কলকাতা বিশ্ববিদ্যালয় 4th সেমিস্টার  আবষ্যিক বাংলা সাজেশন  ||  90% common 
 ||




**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) Education General  , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,  

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.