Header Ads

Header ADS

Compulsory Bengali ৪র্থ সেমিস্টার (পর্ব-১০) প্রশ্নঃ ছোটগল্প কাকে বলে? ছোটগল্পের বৈশিষ্ট্য উল্লেখ করে ছোটগল্প -ও উপন্যাসের পার্থক্য উল্লেখ করো। - সাহিত্যের রূপভেদ -( আবশ্যিক বাংলা ) Suggestion for 4th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer

Compulsory Bengali   ৪র্থ সেমিস্টার (পর্ব-১০)    - সাহিত্যের রূপভেদ -(  আবশ্যিক বাংলা )   Suggestion for 4th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer 

Compulsory Bengali   ৪র্থ সেমিস্টার (পর্ব-6)    - সাহিত্যের রূপভেদ -(  আবশ্যিক বাংলা )   Suggestion for 4th  Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer


BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) –  প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 4th Semester Compulsory Bengali Suggestions(BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) Answer গুলি আগামী  BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।

******************************* 

 

মডিউল -২ 

🌸🌹🌸🌹🌷🌺🌻 

সাহিত্যের রূপভেদ   

ব্যাখ্যামূলক / রচনাধর্মী  প্রশ্নঃ 


 প্রশ্নঃ ছোটগল্প কাকে বলে? ছোটগল্পের বৈশিষ্ট্য উল্লেখ করে ছোটগল্প -ও উপন্যাসের পার্থক্য উল্লেখ করো।


উত্তর : ছোটগল্পের ধারণা : বিশ্বসাহিত্যের নবীনতম সদস্য ছোটগল্পের আবির্ভাব লগ্ন ঊনবিংশ শতাব্দী। ছোটগল্পের সংখ্যা নির্ধারণ করতে গিয়ে পাশ্চাত্য ও প্রাচ্য সমালোচকরা


প্রায়সই নিজ-নিজ উপলব্ধির উপর ভিত্তি করে নিজ-নিজ মত প্রকাশ করেছেন। ভূদেব চৌধুরী বাংলা ছোটগল্পের সংখ্যায় লিখেছেন - ‘ছোটগল্প যেন জীবনের বাস্তব অভিজ্ঞতার পাতায় গদ্যে লেখা গীতি কবিতা।' তবে, ছোটগল্পের পরিচয় দিতে গিয়ে রবীন্দ্রনাথ যা উল্লেখ করেছেন তা সর্বজন গ্রাহ্য। তিনি লিখেছেন



‘ছোট প্রাণ ছোট কথা

ছোট-ছোট দুঃখ-ব্যথা

নিতান্তই সহজ সরল,

সহস্র বিস্তৃতি রাশি

প্রত্যহ যেতেছে ভাসি

তারই দু-চারটি অশ্ৰু জল ৷৷

নাহি বর্ণনার ছটা

ঘটনার ঘন ঘটা

নাহি তত্ত্ব নাহি উপদেশ।

অন্তরে অতৃপ্তি রবে

সঙ্গে বারি মনে হবে

শেষ হয়ে না হইল শেষ।”


ছোটগল্পের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দিতে গিয়ে তাই বলতে হয়। আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত, ভাবের দিক থেকে অখণ্ড, অনুভূতির দিক থেকে বৈচিত্র্য সম্পাদনকারী গদ্যে রচিত কাহিনীই হল ছোটগল্প।


ছোটগল্পের বৈশিষ্ট্য : ছোটগল্প হল শিল্পির চেতনা ও অবধারণার আলোক ফলকে বহমান জীবন ধারার এক মুহূর্তের রূপ। ছোটগল্পের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি হল –


(১) ছোটগল্পের বিস্তার সংক্ষিপ্ত। যা এক নিমেষে পড়ে ফেলা যায়।


(২) রচনা হবে মৌলিক, ছোটগল্পের ভাব ও ভাষায় কিছু অভিনবত্ব থাকা দরকার। কারণ পুরানো ও সাধারণভাব মানুষকে আকর্ষণ করতে পারে না।

(৩) ছোটগল্পের মূলে থাকে একটি প্লট। শুরু থেকে শেষ পর্যন্ত এক নিবিড় ভাব ঐক্য বর্তমান থাকে।


(৪) ক্ষুদ্র পরিধিতে উচ্চাঙ্গের ভাব উপস্থাপনের জন্য লেখকের বর্ণনা শক্তির সক্ষমতা


প্রয়োজন। ছোটগল্পে নীতি ও সততা রক্ষিত হয়।


(৫) ছোটগল্পে সংলাপের আধিক্য প্রয়োজনহীন, সংলাপহীন ছোটগল্পের কাহিনীর আকর্ষণ অধিক।


(৬) ছোটগল্পের বিষয়ের কোনো সীমাবদ্ধতা নেই। অর্থাৎ বৈচিত্র-এর অন্যতম একটি


লক্ষণ।


আরো দেখো


🔵কমেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য নির্দেশ করে যে কোনো একটি বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো। উত্তর দেখো


🔵পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।  উত্তর দেখো



(৭) ছোটগল্পের কাহিনী গতিময়। খুব দ্রুত ছোটগল্প সমাপ্তির দিকে এগিয়ে যায়।


(৮) ছোটগল্পের শুরু ও শেষ এমন হয় যে, পাঠকের অন্তরে গভীর অতৃপ্তি থেকে যায়।


(৯) ব্যঞ্জনা ধর্মীতা ছোটগল্পের আর একটি লক্ষণ। এবং ছোটগল্প হয় এক চরিত্রকেন্দ্রিক। (১০)ছোটগল্পে কোন একটি বিশেষ বস্তু বা বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়। তাছাড়া ছোটগল্পে মনোস্তত্ত্বর মূলকত্বাও থাকতে পারে।




==============================================================



প্রশ্নঃ কোন্ ধরনের রচনাকে উপন্যাস বলা হয়? উপন্যাসের বৈশিষ্ট্যগুলি কিরূপ?


উত্তর : উপন্যাস বলতে কি বুঝি : আধুনিক কথাসাহিত্য-শাখার অন্যতম সদস্য হল। উপন্যাস। উপন্যাস মানুষের জীবনের এক পূর্ণবহরের দর্পন। উপন্যাসের কোন সর্বজনগ্রাহ্য সংজ্ঞা এখনও মেলেনি। নানা সমালোচকের নানা মন্তব্য উপন্যাসের প্রকৃত লক্ষণগুলির যথাযথ সন্ধান দিয়েছেন। রবীন্দ্রনাথের ভাষায় ‘মানুষ গল্পপোষ্য জীব', গল্পের প্রয়োজনেই উপন্যাসের সৃষ্টি। পরিবেশ বর্ণনা, প্লট, চরিত্র, সংলাপ ইত্যাদি যখন মানুষের জীবনের কাহিনীকে সুসমৃদ্ধ রূপে ফুটিয়ে তুলে তার মধ্যে জীবনের কোন অর্থ বা ভাষ্য প্রকাশ করা হয় এবং সেই জীবন রূপায়ন পাঠকদের কাছে বাস্তব বলে প্রতীয়মান হয় তখন আমরা তাকে উপন্যাস বলি। উপনাসের রূপ অত্যন্ত নমনীয় ও মিশ্র। ওয়াল্টার স্কট্ নভেলের পরিচয় দিতে গিয়ে বলেছেন "A novel is a fictious narrative, differing from the romance, because the events are accommodated to the ordinary trained of human events and the modern state of society."


উপন্যাসের বৈশিষ্ট্য : সাধারণত উপন্যাসকে বিশ্লেষণ করলে এর কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেগুলি হল


(ক) লেখকের ব্যক্তিগত জীবনদর্শন ও অনুভূতি কোন কাহিনীকে অবলম্বন করে শিল্পে রূপায়িত হলে তাকে উপন্যাস বলা চলে।


(খ) উপন্যাসের কাহিনী বা প্লট হল তার প্রধান অঙ্গ। এইটিকে কার্যকারণ সূত্রে আবদ্ধ করে এবং সরস করে পাঠকের মনে উপস্থিত করা সার্থক ঔপন্যাসিকের প্রধান কর্তব্য। অসংলগ্ন বা শিথিল আখ্যানভাগ উপন্যাসের পক্ষে মারাত্মক ত্রুটি বিশেষ।


(গ) এই কাহিনী কাকে আশ্রয় করে গড়ে উঠবে তার কোন নিয়ম নেই। কিন্তু দেখতে হবে তা যেন সুসংবদ্ধ হয়।


 (ঘ) কাহিনীর আসল উদ্দেশ্য হবে চরিত্র সৃষ্টি করা এবং ঐ চরিত্রসমূহের মধ্য দিয়েই লেখকের জীবনদর্শন ও জীবনানুভূতি প্রকাশিত হবে।


(ঙ) বাণীভঙ্গির উপর ঔপন্যাসিকের প্রখর দৃষ্টি রাখতে হবে। কারণ খুব ভাল কাহিনীরও অপঘাত মৃত্যু ঘটবে যদি লেখকের ভাষা দুর্বল হয়।

 (চ) উপন্যাস রচনার ক্ষেত্রে বিষয়বস্তু অনুযায়ী স্থানীয় পরিবেশ সৃষ্টি ও বাস্তবতা রক্ষায় ঔপন্যাসিককে যত্নবান হতে হবে, অন্যথায় তা কল্পনানির্ভর ও অবাস্তব কাহিনীর প্রকাশ হিসাবে পাঠকের সমাদর থেকে বঞ্চিত হবে।


(ছ) উপন্যাসে বর্ণিত চরিত্রগুলির মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বিষয়ে ঔপন্যাসিককে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্যথায় চরিত্রগুলি নির্জীব বা নিষ্ক্রীয় হয়ে পড়বে। মৃতপ্রায় চরিত্রের ঘনঘটায় কাহিনীর স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে।


উপন্যাসের শ্রেণিবিভাগ : 

(১) আত্মজীবনীমূলক উপন্যাস;

 (২) আঞ্চলিক উপন্যাস; 

(৩) ঐতিহাসিক উপন্যাস; 

(৪) সামাজিক উপন্যাস;

 (৫)রাজনৈতিক উপন্যাস;

 (৬) মনস্তাত্ত্বিক উপন্যাস;

 (৭) চেতনা প্রবাহমূলক উপন্যাস; 

(৮) মহাকাব্যিক উপন্যাস;

 (৯) কাব্যধর্মী উপন্যাস; 

(১০) কারা উপন্যাস;

 (১১) পত্রোপন্যাস;

(১২) গোয়েন্দা/অপরাধমূলক উপন্যাস।



***********************

আরো দেখো


🔵ছোটগল্প কাকে বলে? ছোটগল্পের বৈশিষ্ট্য উল্লেখ করে ছোটগল্প ও উপন্যাসের পার্থক্য উল্লেখ করো। উত্তর দেখো


 ➤প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝ? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো



উপন্যাস ও ছোটগল্পের মধ্যে পার্থক্য : ছোটগল্প উপন্যাসকে একসঙ্গে কথাসাহিত্য বলা হয়। কাহিনী, বর্ণনা, চরিত্রচিত্রণ প্রভৃতি বিষয়ে উভয়ের লক্ষ্য এক হওয়ায় শিল্প সাহিত্য রূপে উভয়ের মিল আছে। তবে আকৃতিগত ও প্রকৃতিগত ভাবে উভয়ের পার্থক্যও কম নয়। সেগুলি নিচে উল্লেখ করা হল –


(১) উপন্যাসের কাহিনী দীর্ঘায়ত। তাতে ঘটনার ঘনঘটা বহু পাত্র-পাত্রীর সমাবেশ দেখা যায়। কিন্তু ছোটগল্পের কাহিনীর পরিধি সংকীর্ণ। পাত্র-পাত্রীর সংখ্যাও কম।


(২) উপন্যাসের কাহিনী শাখা-প্রশাখা বিস্তার করে বলে শ্লথ গতিতে পরিণতির দিকে এগিয়ে যায়। ছোটগল্পের আখ্যানে এই ব্যাপ্তি থাকে না বলে কাহিনীধারা ঝর্ণার মতো দ্রুত গতিতে পরিণতির দিকে এগিয়ে যায়।


(৩) উপন্যাস জীবনবৃত্তের উপর নানাদিক থেকে নানাভাবে আলোক বর্ষণ করে তাই বিস্তৃত পরিসরে সুক্ষ্ম জটিল মনোবিশ্লেষণ উপন্যাসের প্রাধান্য পায়। ছোটগল্পে মানব জীবনের একটি খণ্ডাংশ রূপায়িত হয়। তাই সেখানে অনাবশ্যক ঘটনা ও চরিত্র হয়ে ওঠে অপরিহার্য। এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের পরিধি হয় সীমাবদ্ধ।


(৪) ছোটগল্পে স্থান, কাল ও ঘটনার ঐক্যবিধি যতটা কঠোরভাবে মানা হয় উপন্যাসের ক্ষেত্রে তা না মানলেও চলে।


 (৫) উপন্যাস অপেক্ষা ছোটগল্পে সংকেত ও প্রতীক বেশি ব্যবহৃত হয়। ফলে, ছোটগল্পের ভাষা হয়ে ওঠে ব্যঞ্জনাময় ।


(৬) উপন্যাসের কাহিনী ধীরে ধীরে পরিণতির দিকে যায়। কিন্তু ছোটগল্পে সূচনার মতো পরিণতিও আকর্ষিক। তাই বলা যায় ছোটগল্পের যেখানে শেষ সেখান থেকে উপন্যাসের জন্ম হতে পারে। আর ছোটগল্পের পরিণতির জন্য পাঠক হৃদয়ে আছে চরম অতৃপ্তি।


(৭) উপন্যাসের মূল কাহিনীকে পুষ্ট করার জন্য থাকে এক বা একাধিক উপ-কাহিনী। কিন্তু ছোটগল্পে একটিমাত্র কাহিনী থাকে।


(৮) উপন্যাসে চরিত্রগুলি আসে সমাজের ভিন্ন-ভিন্ন পরিবেশ থেকে। ফলে নানা ধরনের মানব চরিত্রের পৃথক-পৃথক রূপ উপন্যাসের প্রেক্ষাপটকে আকর্ষণীয় করে তোলে। ছোটগল্পে সে সবের অবকাশ নেই।


(৯) যে-কোনো চরিত্রকেই উপন্যাসের নায়ক করা চলে না। তাই কতকগুলো বিশেষ বৈশিষ্ট্য একটি চরিত্রকে উপন্যাসের নায়ক করে তোলে। ছোটগল্পে এমন সমস্যা নেই।


সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় বলেছেন – 'ছোটগল্পের প্রাণ তৃণের মতো। আর উপন্যাসের প্রাণ বনস্পতির। তৃণের মতো ছোটগল্প ক্ষুদ্র অথচ স্বয়ংসম্পূর্ণ আর উপন্যাস বনস্পতির মতো বহু শাখা-প্রশাখায় ফুলে-ফলে জটিল ও বিশাল। তবে একথা স্বীকার্য আধুনিক সমস্যা সঙ্কুল ও কর্মচঞ্চল যুগে বৃহদায়তন উপন্যাস অপেক্ষা ক্ষুদ্রায়তন অথচ রসঘন ছোটগল্প পাঠকের কাছে অধিকতর আদরনীয়।' 

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক/তথ্যমূলক প্রশ্ন (প্রতিটির মান ১)  

👉 উত্তর দেখো 

 

আরো দেখো 👉 

 ➤প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝ? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো

বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। আদিমধ্য ও অন্ত্যমধ্য উত্তর দেখো

বাংলা শব্দার্থতত্ত্বের নিয়মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো?

ধ্বনি পরিবর্তনের নিয়মগুলি বর্ণনা কর। উত্তর দেখো


🔵গীতিকবিতা বলতে কি বোঝ? গীতিকবিতার লক্ষণ নির্দেশ করে একজন বাঙালি গীতিকবির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো

🔵 মহাকাব্যের স্বরূপ বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করে ঊনবিংশ শতাব্দীতে রচিত একটি সাহিত্যিক মহাকাব্যের সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর দেখো

🔵ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটক আলোচনা করো। উত্তর দেখো


🔵পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।  উত্তর দেখো

🔵সামাজিক নাটক বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো উত্তর দেখো


🔵রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে? একটি রোমান্সধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা করউত্তর দেখো


 
BA 4th Semester Compulsory Bengali Suggestions  90% common  ||   কলকাতা বিশ্ববিদ্যালয় 4th সেমিস্টার  আবষ্যিক বাংলা সাজেশন  ||  90% common 
 ||




**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) Education General  , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,  

 


No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.