Compulsory Bengali ৪র্থ সেমিস্টার (পর্ব-৯) প্রশ্ন : সামাজিক নাটক বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো। - সাহিত্যের রূপভেদ -( আবশ্যিক বাংলা ) Suggestion for 4th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer
Compulsory Bengali ৪র্থ সেমিস্টার (পর্ব-৯) - সাহিত্যের রূপভেদ -( আবশ্যিক বাংলা ) Suggestion for 4th Semester of Calcutta University under CBCS System Compulsory Bengali Suggestions( BA General ) with Answer
BA 6th Semester Compulsory Bengali Suggestions(BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) – প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই BA 4th Semester Compulsory Bengali Suggestions(BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সাজেশন ) Answer গুলি আগামী BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা BA 4TH SEMESTER আবশ্যিক বাংলা পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভবনা আছে।
*******************************
মডিউল -২
🌸🌹🌸🌹🌷🌺🌻
সাহিত্যের রূপভেদ
ব্যাখ্যামূলক / রচনাধর্মী প্রশ্নঃ
প্রশ্ন : সামাজিক নাটক বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো।
উত্তর : সংজ্ঞা : নাট্যকার যখন সমকালীন অথবা অতীতের সমাজ জীবনের বিষয়বস্তু নিয়ে এবং সমাজ জীবন থেকে চরিত্র ও ঘটনাবলী সংগ্রহ করে নাটক রচনা করেন, তখন তাকে সামাজিক নাটক বলা হয়।
সমাজের পটভূমিতেই সামাজিক নাটকের জন্ম হয়। তবে সামাজিক সমস্যা নাটকের পটভূমি হলেও নাট্য রচনার মূল উদ্দেশ্য নয়। বরং মানুষের বিচিত্র রূপ তুলে ধরাই এই শ্রেণির নাটকের মূল কাজ। অর্থাৎ সমাজ পটভূমিতে মানুষের অন্তর্জীবনের চিত্র অঙ্কন ও মানব জীবনের বিস্ময়কর রহস্য উদ্ঘাটন, এই শ্রেণির নাটকের প্রধান উপজীব্য বিষয়।
আরো দেখো
🔵➤রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে? একটি রোমান্সধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা কর।উত্তর দেখো
🔵➤পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।
বৈশিষ্ট্য :
(ক) সামাজিক সমস্যা এই শ্রেণির নাটকের প্রধান বিষয়। ঊনিশ শতকের মধ্যভাগ থেকে দেখা গেছে সমাজ সমস্যার রূপবদল সামাজিক নাটকে প্রাধান্য পেয়েছে। • বিশেষ করে বিধবা বিবাহ সমস্যা, বাল্য বিবাহ বা বহু বিবাহ সমস্যা, স্ত্রী-শিক্ষা, পণপ্রথা প্রভৃতি বিষয় নাটকে রূপায়িত হয়েছে।
(খ) সামাজিক নাটক বক্তব্য প্রধান। তবে সমাজের কথা এর বিষয় নয় বরং সমাজের অন্ধকারাচ্ছন্ন দিককে নাট্যকার অঙ্গুলি নির্দেশ করে থাকেন।
(গ) এই শ্রেণির নাটকে সমকালীন সামাজিক সমস্যা অধিক গুরুত্ব পায়।
(ঘ) সামাজিক পরিস্থিতির অন্তর্ভূক্ত ব্যক্তি চরিত্রের সুগভীর জীবন সমস্যাও সামাজিক নাটকে উল্লেখিত হয়।
(ঙ) সমাজ সম্পর্কে নাট্যকারের সু-গভীর অভিজ্ঞতা ও মমত্ববোধ প্রকাশিত হয়।
(চ) ক্ষেত্র বিশেষে সামাজিক নাটকে আঞ্চলিক সমস্যা প্রধান হয়ে ওঠে কিন্তু তা কেবল আর্থ সামাজিক কাঠামোর মধ্যেই পড়ে।
(ছ) সামাজিক নাটকের মূল রস হাস্য বা করুণ হতে পারে। এই হিসাবে ট্র্যাজেডি ও কমেডি উভয় শ্রেণির নাটককে আমরা সামাজিক নাট্যশ্রেণিভূক্ত করতে পারি।
বাংলা সাহিত্যে সামাজিক নাটকের সংখ্যা কম নয়। সামাজিক নাটকের নবদিগন্ত উন্মোচিত হল বিংশ শতাব্দীতে। বাংলা সাহিত্যে বিখ্যাত নাট্যকারগণ সামাজিক নাটক সৃষ্টিতে অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হল দীনবন্ধু মিত্রের 'নীলদর্পন', 'সধবার একাদশী', যোগেশচন্দর গুপ্তের 'কীর্তিবিলাস', গিরিশচন্দ্র ঘোষের 'বলিদান', রাম নারায়ণ তর্করত্নের ‘কুলীনকূলসর্বস্ব' প্রভৃতি।
আরো দেখো
🔵➤ ধ্বনি পরিবর্তনের নিয়মগুলি বর্ণনা কর।
🔵➤ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটক আলোচনা করো।
সার্থক সামাজিক নাটক: গিরিশচন্দ্র ঘোষের 'বলিদান' বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য সামাজিক নাটক। এখানে উনিশ শতকের শেষ দর্শক ও বিশ শতকের প্রথম দশকের উত্তর কলকাতার সমাজ জীবনের পটভূমিতে পরিবার ও ব্যক্তিজীবনের কাহিনী অঙ্কিত হয়েছে। সমাজ জীবনের এক মর্মান্তিক সমস্যাকে কেন্দ্র করে নাটকটি রচিত হয়েছে। মধ্যবিত্ত বাঙালি পরিবারে কন্যাদান যে প্রকৃতপক্ষে বলিদান তাই-ই দেখাতে চেয়েছেন নাট্যকার। নাটকে দেখি কন্যা সম্প্রদান বাংলাদেশে কন্যা বলিদানে পরিণত হয়েছে। করুণাময়ের তিনকন্যার মধ্যে বড়ো দুটি হিরন্ময়ী ও কিরণময়ী কিভাবে বিয়ের পর শ্বশুর বাড়িতে উৎপীড়িত হয়েছে এবং পরে বাপের বাড়িতে ফিরে এসে লাঞ্ছিত হয়েছে, নাট্যকার সেই করুণ চিত্র এঁকেছেন। হিরন্ময়ী বাবার কটু কথা সহ্য করতে না পেরে পুকুরের ঠাণ্ডা জলে আত্মবিসর্জন দিয়ে সমস্ত জ্বালা-যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেয়েছে।
পণপ্রথার ফলে তৎকালীন সমাজের কন্যার পিতাদের সর্বস্বান্ত হতে হত। কন্যার পিতাকে কন্যার বিয়েতে নগদ টাকার পাশাপাশি যৌতুক হিসাবে নানা সামগ্রীও দিতে হত। কিরণ ও হিরণের বিয়ের ছবি এখানে বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে। বয়স্ক ও অসুস্থ বরের সঙ্গে স্বামীর মৃত্যুর পর স্ব-পত্নী-পুত্রদের-অত্যাচারে তার শ্বশুর বাড়ি ত্যাগ ও বাবার বাড়িতে আশ্রয় নেওয়ার ছবি গিরিশচন্দ্র বাস্তবতার সঙ্গে এঁকেছেন। সেযুগের সমাজে এহেন ঘটনা নিত্য-অনুষ্ঠিত হত, গিরিশ তাকেই বাস্তবসম্মতভাবে পরিবেশন করেছেন।
↩ Semester 4
আবশ্যিক বাংলা সাজেশন Click Here
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক/তথ্যমূলক প্রশ্ন (প্রতিটির মান ১)
আরো দেখো 👉
➤প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝ? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো
➤বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। আদিমধ্য ও অন্ত্যমধ্য
➤বাংলা শব্দার্থতত্ত্বের নিয়মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো?
➤ধ্বনি পরিবর্তনের নিয়মগুলি বর্ণনা কর।
🔵➤গীতিকবিতা বলতে কি বোঝ? গীতিকবিতার লক্ষণ নির্দেশ করে একজন বাঙালি গীতিকবির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো
🔵➤ মহাকাব্যের স্বরূপ বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করে ঊনবিংশ শতাব্দীতে রচিত একটি সাহিত্যিক মহাকাব্যের সংক্ষিপ্ত আলোচনা করো।
🔵➤ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটক আলোচনা করো।
🔵➤কমেডির সংজ্ঞা ও বৈশিষ্ট্য নির্দেশ করে যে কোনো একটি বাংলা কমেডি সম্পর্কে আলোচনা করো।
🔵➤পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।
🔵➤সামাজিক নাটক বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো।
🔵➤ছোটগল্প কাকে বলে? ছোটগল্পের বৈশিষ্ট্য উল্লেখ করে ছোটগল্প ও উপন্যাসের পার্থক্য উল্লেখ করো। উত্তর দেখো
🔵➤রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে? একটি রোমান্সধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা কর।উত্তর দেখো
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) Education General , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,
No comments