History Suggestions ( DSE-B2 ) Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
স্নাতক ইতিহাস || History General -পর্ব-3- Semester 6 Paper - ( DSE-B2 ) - প্রশ্নঃ ইউরোপে নবজাগরণের প্রভাব বা ফলাফল আলোচনা করো। || History Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
ইতিহাস ( DSE-B2 ) Suggestions( BA General ) with Answer
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক ইতিহাস সাজেশন ( উত্তরসহ )
BA ( General 6th Semester )
আরো দেখো
Compulsory Bengali ( আবশ্যিক বাংলা ) Suggestions Semester-6( VI)
6th Semester General History ( DSE-B-2 ) Suggestions Calcutta University ( CBCS System )
প্রশ্ন- ইউরোপে নবজাগরণের প্রভাব বা ফলাফল আলোচনা করো।
উত্তর :- ইউরোপের নবজাগরণের সূচনা হয়েছিল ইতালিতে। কারণ তুর্কি আক্রমণে কনস্টান্টিনোপল পতন হওয়ায় সেখানকার পণ্ডিতগণ ইতালির নগরগুলিতে আশ্রয় নেন। এর ফলে ইতালির নগরগুলিতে তাদের উদ্যোগে প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞানচর্চার শুরু হয়। ভেনিস, ফ্লোরেন্স, মিলান নগরে বৃহৎ গ্রন্থাগার নির্মিত হয়। এছাড়াও ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত ইতালির নগরগুলি ক্রুসেডের সময় থেকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধশালী হয়ে ওঠে।
*(১) ইতালির বিপ্লব : ইতালির ভেনিস, মিলান, ফ্লোরেন্স প্রভৃতি শহরের ধনী
বণিকরা নবজাগরণের পৃষ্ঠপোষক ছিলেন। তাদের চেষ্টায় ইতালির বিভিন্ন শহরে সাহিত্যিক, চিত্রকর শিল্পী, বিজ্ঞানীর সমাবেশ ঘটেছিল। মানবতাবাদের বিকাশ প্রথম ঘটে ইতালির ফ্লোরেন্স নগরীতে। এই নগরের উদ্যোক্তা ছিলেন কাসিমো ও লরেঞ্জা-দ্য-মেডিসি। এই শহরকে দ্বিতীয় এথেন্স নামে পরিচিত করা হত। শিক্ষাদীক্ষা শিল্পের উন্নতির জন্য ইতালির দ্বিতীয় উল্লেখযোগ্য নগর ছিল মিলান। এই নগরে ইস্পাতের কর্ম এবং রেশম ও পশমের পোশাক তৈরির জন্য বিখ্যাত ছিল। মিলানের শাসক ডিসকন্টি পরিবার ও বণিকরা মিলিত ভাবে নগরকে শিল্প সৌন্দর্যে অপরূপ করে তুলেছিল। পোপ লিও রোম নগরীকে শিল্পকলা ও শিক্ষার প্রাণকেন্দ্রে পরিণত করেন। এইভাবে ইতালির নগরগুলি প্রাচীন গ্রিকের নগরগুলির মতো বহুমুখী সৃজনশীল প্রতিভার কেন্দ্রভূমিতে পরিণত হয়েছিল।
• (২) মুদ্রণ বিপ্লব : পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে জার্মানিতে ছাপাখানার আবিষ্কার
ছিল নবজাগরণের অন্যতম অবদান। যোহান গুটেনবার্গ নামে এক জার্মান সীসা গলিয়ে ছাপার অক্ষর তৈরি করে বই ছাপা পদ্ধতি আবিষ্কার করেন। ১৪৫৪ খ্রিস্টাব্দে জার্মানির মেনিজ শহরে তিনি প্রথম ছাপাখানা স্থাপন করেন। এই ছাপাখানা থেকে তিনি যে বইটি প্রথম প্রকাশ করেন তার নাম হল 'Indulgenge of Nicholas V | মুদ্রণযন্ত্র আবিষ্কারের ফলে বাইবেল আর চার্চের অধীনে থাকল না। ইউরোপের সাধারণ মানুষ তা পাঠ করার সুযোগ পেল এবং এতদিন ধরে যাজকরা যা বলে এসেছিল তা যে ভুল তা বুঝতে পারল।
(৩) নবজাগরণের প্রভাবে শিক্ষাব্যবস্থা : নবজাগরণ বা নতুন চিন্তাধারার প্রভাব শিক্ষার ক্ষেত্রেও অনুভূত হয়েছিল। সেই সময় কনস্ট্যান্টিনোপলই ছিল গ্রিক ও রোমান শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র। এই নগরটি যখন অটোম্যান তুর্কিদের অধীনে চলে যায় তখন সেখানকার সুপণ্ডিত খ্রিস্টধর্মী মানুষরা নতুন বসতি গড়ে তোলেন ইতালি, ফ্রান্স ও পশ্চিম ইউরোপের বিভিন্ন প্রান্তে। এইসব নতুন স্থানে তারা গড়ে তুললেন বহু শিক্ষাকেন্দ্র। এইসব শিক্ষাকেন্দ্র ছাত্রদের শিক্ষা দিত সাহিত্য, ভাষা, শিল্প, দর্শন, গণিত ও বিজ্ঞান। তার ফলে প্রতিষ্ঠিত হয় গ্রিক, রোমান শিক্ষা সংস্কৃতির নবজাগরণ। এই শিক্ষার ফলেই জন্ম নিয়েছিল মুক্ত উদারমনের মানুষ। এরা পারলৌকিক জীবন থেকে ইহলৌকিক জীবনের প্রতি আগ্রহী হয়ে ওঠে। ধর্মের চেয়ে ধর্মনিরপেক্ষ বিষয়ের প্রতি অধিক আকৃষ্ট হয়। মানুষের মধ্যে ঈশ্বরের অবস্থান—এই ধারণার বশবর্তী হয়েই জন্ম হয় মানবতাবাদের।
(৪) রাজতন্ত্রের মধ্যে নবচেতনা : পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে ইতালির পণ্ডিত এগ্রিকালা সর্বপ্রথম জার্মানিতে মুক্ত মনের শিক্ষার প্রসার করেন। ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস ইতালির পণ্ডিতদের নিজ দেশে নিয়ে নতুন শিক্ষাব্যবস্থার শুরু করেন। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ এবং ইংল্যান্ডের রানি এলিজাবেথ দেশে নতুন শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন।
• মূল্যায়ন : এইভাবে নবজাগরণের প্রভাবে ইউরোপের প্রায় সকল সাধারণ মানুষের মনকে আচ্ছন্ন করেছিল। এর প্রভাব থেকেই জন্ম নেয় মানবতাবাদ কেন্দ্রিক সাহিত্য, শিল্প ও স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন।
=====================
>>>>>>>>>>>>>>>>>>>>>>
TAG: 6th semester,BA 6th Semester,BA general,History,BA History Suggestions,DSE-B2,
তথ্যসংগ্রহ ঃ ?BA-6th-Semester-general-History-Suggestions-DSE-B-2
আরো দেখো 👉
➤ -নবজাগরণ কাকে বলে। সর্বপ্রথম ইতালিতে কেন নবজাগরণের সূচনা হয়। উত্তর দেখো ➤ রেনেসাঁ বা নবজাগরণ বলতে কী বোঝ। শিল্পে নবজাগরণের প্রভাব আলোচনা করো। উত্তর দেখো ➤ ইউরোপে নবজাগরণের প্রভাব বা ফলাফল আলোচনা করো। উত্তর দেখো ➤ ধর্মসংস্কার আন্দোলনের প্রভাব বা ফলাফল আলোচনা করো। উত্তর দেখো ➤ মার্টিন লুথারের নেতৃত্বে ধর্মসংস্কার আন্দোলনের পরিচয় দাও। উত্তর দেখো ➤ সামন্তপ্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তর দেখো ➤ ইউরোপে সামন্তপ্রথার পতন বা অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো।
➤ ষোড়শ শতকের আটলান্টিক দাস বাণিজ্য সংক্ষেপে আলোচনা করো।
অথবা. ট্রান্স আটলান্টিক স্নেন্ড ট্রেড সম্পর্কে লেখো। বা, ইউরোপীয় অর্থনীতিতে আফ্রিকান দাস ব্যবস্থা কতখানি প্রভাব ফেলেছিল।
➤ ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে যা জানো আলোচনা করো। উত্তর দেখো ➤ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক বিবর্তন সংক্ষেপে আলোচনা করো।উত্তর দেখো ➤ মার্কেন্টাইল অর্থনীতি বলতে কী বোঝ। মার্কেন্টাইলের উদ্ভব, বৈশিষ্ট্য ও বিকাশ আলোচনা করো। উত্তর দেখো ➤ ষোড়শ শতকে ইউরোপে কৃষিক্ষেত্রে কি পরিবর্তন দেখা দিয়েছিল?
অথবা,
ষোড়শ শতকের ইউরোপের কৃষিবিপ্লব সম্পর্কে আলোচনা করো।
➤ নতুন বিশ্বে স্পেনের উপনিবেশ বিস্তার সংক্ষেপে আলোচনা করো।
অথবা, ষোড়শ শতকে স্পেনের উপনিবেশ সম্পর্কে যা জানো লেখো। উত্তর দেখো
➤ এশিয়া মহাদেশের ইউরোপের ঔপনিবেশিক শাসনের প্রসার সংক্ষেপে আলোচনা করো।
অথবা, ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এশিয়া মহাদেশের ইউরোপীয় ঔপনিবেশিক শাসন সংক্ষেপে আলোচনা করো। উত্তর দেখো
➤ আফ্রিকায় উপনিবেশ প্রতিষ্ঠার বিবরণ দাও। এর ফলাফল সম্পর্কে লেখো। উত্তর দেখো অথবা, ঊনবিংশ শতাব্দীর উপনিবেশবাদের ক্ষেত্র হিসেবে আফ্রিকার পরিচয় দাও। উত্তর দেখো অথবা, আফ্রিকায় উপনিবেশবাদের ধারা আলোচনা করো। উত্তর দেখো ➤ ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে যা জানো আলোচনা করো। উত্তর দেখো
সম্পূর্ন সাজেশনের জন্য নীচের লিংকে click করো
প্রশ্নপত্রের Page যাওয়ার জন্য
👇👇👇👇👇👇
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে
**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা Typing mistake এর জন্য । আমাদের comment করে জানান আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (VI) History General Paper DSE-B2 , BA 6th Semester ( History General ) Suggestions . BA History suggestion , CBCS History Suggestions
No comments