History Suggestions ( DSE-B2 ) Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
স্নাতক ইতিহাস|| History General -পর্ব-1- Semester 6 Paper - ( DSE-B2 ) - প্রশ্নঃ -নবজাগরণ কাকে বলে। সর্বপ্রথম ইতালিতে কেন নবজাগরণের সূচনা হয় ? || Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
ইতিহাস ( DSE-B2 ) Suggestions( BA General ) with Answer
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক ইতিহাস সাজেশন ( উত্তরসহ )
BA ( General 6th Semester )
আরো দেখো
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
আরো দেখো ....
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
6th Semester General History ( DSE-B-2 ) Suggestions Calcutta University ( CBCS System )
##########################################
***************
প্রশ্ন- নবজাগরণ কাকে বলে। সর্বপ্রথম ইতালিতে কেন নবজাগরণের সূচনা হয়।
উত্তর ঃ- ফরাসি শব্দ রেনেসাঁস কথাটির অর্থ হল নবজাগরণ বা পুনর্জন্ম। এককথায় নবজাগরণ বলতে ভাব-বিপ্লবকে বোঝায়। ফরাসি ঐতিহাসিক মিশেলে ১৮৫৫ খ্রিস্টাব্দে রেনেসাঁস শব্দটি প্রথম ব্যবহার করেন। পঞ্চদশ-ষোড়শ শতকের ইউরোপে গ্রিক ও রোমান শিক্ষা-সংস্কৃতির প্রভাবে এক উদার ও যুক্তিশীল নতুন চেতনার জন্ম হয়। যার মধ্যে দিয়ে সমগ্র ইউরোপ মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশ করে। এই ঐতিহাসিক ঘটনা নবজাগরণ নামে পরিচিত। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখা যথা—শিল্প, সাহিত্য, বিজ্ঞান এমনকি ধর্মের ক্ষেত্রেও এই নবীন ভাবধারার প্রভাব গভীরভাবে পরিলক্ষিত হয়।
● ইতালিতে নবজাগরণের কারণ : ইতালিতে সর্বপ্রথম নবজাগরণের সূচনা হয়। কনস্টান্টিনোপলের পতনের পর ইতালিতে আগত পণ্ডিতগণ স্থানীয় বণিকদের সহায়তায় তাদের সৃজনশীলতার বিকাশ ঘটান। ফ্লোরেন্স, মিলানসহ ইতালির বিভিন্ন জায়গায় নবজাগরণের সূত্রপাত ঘটে। এর কিছু কারণও ছিল—
➤প্রথমত, ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ইতালি প্রকৃত অর্থে ছিল একটি উপদ্বীপ। সে সময়ে ভূমধ্যসাগর প্রধান বাণিজ্য পথ ছিল এবং এর সাথে ইতালির সহজ যোগাযোগ থাকায় ইতালির মিলান, ভেনিস, ফ্লোরেন্স ইতাদি শহরগুলি বাণিজ্যের দিক থেকে গুরুত্ব পেতে থাকে এবং সমৃদ্ধশালী হয়ে ওঠে। ফলে ব্যবসায়ী ধনী সম্প্রদায়ের উদ্ভব ঘটে। তারা শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতে শুরু করেন। ফলে নবজাগরণের অনুকূল পরিবেশ তৈরি হয়।
➤ দ্বিতীয়ত,ইতালিতে পোপ ও চার্চের প্রভাব থাকলেও ইতালিবাসী ইউরোপের অন্যান্য দেশের জনগণের থেকে অনেকটাই স্বাধীন ছিল। তারাই মূলত শহরে শাসন করত। ইতালিতে পোপ ও চার্চের প্রভাব থাকলেও ইতালিবাসীরা নিজেদের ইচ্ছানুসারে স্বস্ব শিল্প সংস্কৃতির কদর করতে পারত। এক্ষেত্রে তাদের উপর কোনো বাধা নিষেধ ছিল না। ফলে সার্বিক রূপে শিল্প সাহিত্য চর্চার প্রসার ঘটে। ফলে মনোজগতের উন্নতি ঘটে, যা নবজাগরণের অন্যতম শর্ত।
===============================
*******************************************
➤ ম্যানর-এর সংজ্ঞা দাও। ম্যানরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তর দেখো ➤ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সূচনা হওয়ার কারণগুলি লেখো। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলাফল বা প্রভাব আলোচনা করো। উত্তর দেখো ===============================
*******************************************
➤ তৃতীয়ত, ইতালির প্রতিটি শিক্ষাকেন্দ্রেই ধর্মনিরপেক্ষ, বাস্তবধর্মী ও জীবনের প্রয়োজনীয়তা মেটানোর লক্ষ্যে শিক্ষাদান করা হত। আত্মিক শিক্ষার অসাড়তা এই সময় প্রকাশিত হয়। তাতে জনগণ বাস্তবমুখী, অথচ সহজ, সরল উন্নত জীবন ধারার প্রতি আগ্রহী হয়ে ওঠে। ফলে সামাজিক দিক থেকে তার অবস্থান উন্নত করার জন্য তারা প্রয়াসী হয় এবং নবজাগরণের বীজ প্রোথিত হয়।
➤চতুর্থত, ইতালির প্রধান প্রধান শহরগুলিতে বুর্জোয়া বা মধ্যবিত্ত নামক এক বিত্তশালী শ্রেণির আবির্ভাব ঘটে। এর আগে সমাজে যে দুটি শ্রেণি অবস্থান করত তারা হল সামন্তপ্রভু আর কৃষক শ্রেণি। এদের উভয়েরই আয়ের মূল উৎস ছিল জমি। কিন্তু এই নতুন বুর্জোয়া শ্রেণির আয়ের উৎস হল ব্যবসা বাণিজ্য। বিভিন্ন সভ্যতা সংস্কৃতির সাথে এদের পরিচয় ঘটে তাই এদের দৃষ্টিভঙ্গি পাল্টায় শিল্প সাহিত্য, সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে এরা নবজাগরণের সূচনায় সহায়তা করে।
➤পঞ্চমত, ইতালির ফ্লোরেন্স নগরের শাসক কসিমো, লরেনাজো-দামেডিনি সহ বিভিন্ন নগরের শাসকগণ প্রত্যক্ষভাবে সংস্কৃতির উন্নতির লক্ষ্যে প্রচেষ্টা চালাতেন। এই লক্ষ্যে তারা কনস্ট্যান্টিনোপলের প্রচুর গ্রিক পণ্ডিতদের অর্থ ও আশ্রয় দিয়ে তাদের গবেষণায় উৎসাহ দেন। ফলে দ্রুত নবজাগরণের স্ফূরণ ঘটে।
➤ষষ্ঠত, ইতালিবাসী ও বণিক সম্প্রদায় অত্যন্ত সচেতনভাবে ও আগ্রহের সাথেই প্রাচীন পুঁথিপত্র সংগ্রহ করতে শুরু করে। যেগুলিকে অবলম্বন করেই হিউম্যানিস্টরা নবজাগরণের পটভূমি রচনা করেন।
➤সপ্তমত, কেবলমাত্র নবজাগরণ কেন, যেকোনো ক্ষেত্রেই কোনো দেশ বা জাতি উন্নতির চরমসীমায় পৌঁছাতে গেলে রাজনৈতিক ও সামাজিক পরিবেশ সংকটমুক্ত হওয়া প্রয়োজন। এক্ষেত্রে ইতালি ছিল আদর্শ। তাই ইতালিতেই প্রথম নবজাগরণ ঘটে।
মূল্যায়ন : নবজাগরণ তার সব বৈশিষ্ট্যসহ প্রথম ইতালিতে লক্ষ্য করা যায়। নতুন চিন্তা, নতুন মনন এবং ইতালির আর্থ-সামাজিক পরিবেশ নবজাগরণকে সম্ভব করেছিল। ইউরোপের আর কোনো দেশে এরকম আর্থ-সামাজিক পরিস্থিতি ছিল না।
=====================
>>>>>>>>>>>>>>>>>>>>>>
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
আরো দেখো ....
🌸🌹🌹🌸//////*******///////🌼🌺🌿🌿
TAG: 6th semester,BA 6th Semester,BA general,History,BA History Suggestions,DSE-B2,
তথ্যসংগ্রহ ঃ ?
আরো দেখো 👉
➤ -নবজাগরণ কাকে বলে। সর্বপ্রথম ইতালিতে কেন নবজাগরণের সূচনা হয়। উত্তর দেখো ➤ রেনেসাঁ বা নবজাগরণ বলতে কী বোঝ। শিল্পে নবজাগরণের প্রভাব আলোচনা করো। উত্তর দেখো ➤ ইউরোপে নবজাগরণের প্রভাব বা ফলাফল আলোচনা করো। উত্তর দেখো ➤ ধর্মসংস্কার আন্দোলনের প্রভাব বা ফলাফল আলোচনা করো। উত্তর দেখো ➤ মার্টিন লুথারের নেতৃত্বে ধর্মসংস্কার আন্দোলনের পরিচয় দাও। উত্তর দেখো ➤ সামন্তপ্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তর দেখো ➤ ইউরোপে সামন্তপ্রথার পতন বা অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো।
➤ ষোড়শ শতকের আটলান্টিক দাস বাণিজ্য সংক্ষেপে আলোচনা করো।
অথবা. ট্রান্স আটলান্টিক স্নেন্ড ট্রেড সম্পর্কে লেখো। বা, ইউরোপীয় অর্থনীতিতে আফ্রিকান দাস ব্যবস্থা কতখানি প্রভাব ফেলেছিল।
➤ ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে যা জানো আলোচনা করো। উত্তর দেখো ➤ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক বিবর্তন সংক্ষেপে আলোচনা করো।উত্তর দেখো ➤ মার্কেন্টাইল অর্থনীতি বলতে কী বোঝ। মার্কেন্টাইলের উদ্ভব, বৈশিষ্ট্য ও বিকাশ আলোচনা করো। উত্তর দেখো ➤ ষোড়শ শতকে ইউরোপে কৃষিক্ষেত্রে কি পরিবর্তন দেখা দিয়েছিল?
অথবা,
ষোড়শ শতকের ইউরোপের কৃষিবিপ্লব সম্পর্কে আলোচনা করো।
➤ নতুন বিশ্বে স্পেনের উপনিবেশ বিস্তার সংক্ষেপে আলোচনা করো।
অথবা, ষোড়শ শতকে স্পেনের উপনিবেশ সম্পর্কে যা জানো লেখো। উত্তর দেখো
➤ এশিয়া মহাদেশের ইউরোপের ঔপনিবেশিক শাসনের প্রসার সংক্ষেপে আলোচনা করো।
অথবা, ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এশিয়া মহাদেশের ইউরোপীয় ঔপনিবেশিক শাসন সংক্ষেপে আলোচনা করো। উত্তর দেখো
➤ আফ্রিকায় উপনিবেশ প্রতিষ্ঠার বিবরণ দাও। এর ফলাফল সম্পর্কে লেখো। উত্তর দেখো অথবা, ঊনবিংশ শতাব্দীর উপনিবেশবাদের ক্ষেত্র হিসেবে আফ্রিকার পরিচয় দাও। উত্তর দেখো অথবা, আফ্রিকায় উপনিবেশবাদের ধারা আলোচনা করো। উত্তর দেখো ➤ ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে যা জানো আলোচনা করো। উত্তর দেখো
সম্পূর্ন সাজেশনের জন্য নীচের লিংকে click করো
প্রশ্নপত্রের Page যাওয়ার জন্য
👇👇👇👇👇👇
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে
**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা Typing mistake এর জন্য । আমাদের comment করে জানান আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (VI) History General Paper DSE-B2 , BA 6th Semester ( History General ) Suggestions . BA History suggestion , CBCS History Suggestions
No comments