History Suggestions ( DSE-B2 ) Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
স্নাতক ইতিহাস || History General -পর্ব-4- Semester 6 Paper - ( DSE-B2 ) - প্রশ্নঃ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সূচনা হওয়ার কারণগুলি লেখো। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলাফল বা প্রভাব আলোচনা করো।
|| History Suggestion for 6th Semester of Calcutta University under CBCS System
ইতিহাস ( DSE-B2 ) Suggestions( BA General ) with Answer
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সাজেশন ( উত্তরসহ )
BA ( General 6th Semester )
আরো দেখো
Compulsory Bengali ( আবশ্যিক বাংলা ) Suggestions Semester-6( VI)
6th Semester General History ( DSE-B-2 ) Suggestions Calcutta University ( CBCS System )


প্রশ্ন- ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সূচনা হওয়ার কারণগুলি লেখো। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলাফল বা প্রভাব আলোচনা করো।
উত্তর :- ফরাসি সমাজতান্ত্রিক লেখক আগস্ট ব্লাঙ্কিং ১৮৩৭ খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন। ইংল্যান্ড ছিল বিশ্বের শিল্পবিপ্লবের পুরোধা। আঠারো শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে আনুষ্ঠানিকভাবে শিল্প বিপ্লব শুরু হলেও দীর্ঘকাল ধরে প্রস্তুতির পর ইংল্যান্ড শিল্প বিপ্লবের কেন্দ্রস্থলে পরিণত হয়।
→(1) প্রাকৃতিক শক্তির ভূমিকা : ইংল্যান্ডের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ শিল্প বিপ্লবে যথেষ্ট সাহায্য করেছিল। এখানকার স্যাঁতসেঁতে আবহাওয়া ছিল বস্ত্রশিল্পের উপযুক্ত। কারণ এই আবহাওয়ায় বস্ত্রের উপাদান সূতা বোনার সময় হঠাৎ ছিঁড়ে যেত না। এছাড়াও ইংল্যান্ডের উত্তরদিকে অবস্থিত নদী ও জলপ্রপাতগুলির জলশক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক প্রক্রিয়া চালু রাখা সম্ভব হয়। এছাড়াও ইংল্যান্ডের ভূমধ্যস্থ অফুরন্ত কয়লা ও লোহা শিল্পের পরিকাঠামো গঠনে প্রভূত সাহায্য করেছিল।
(২) মূলধনের যোগান: যেকোনো শিল্প সংগঠন ও তার বিকাশে মূলধন অবশ্যই প্রয়োজন। আর এই প্রচুর মূলধনের যোগান দিয়েছিল বিভিন্ন ব্রিটিশ ব্যাঙ্কার, বণিক ও শিল্পপতিগণ। তাই মূলধনের সহজ যোগান থাকায় ইংল্যান্ডে শিল্প বিপ্লব সম্ভব হয়েছিল।
(৩) বিভিন্ন যন্ত্রের আবিষ্কার : অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের বুকে কিছু উন্নত ধরনের যন্ত্রের আবিষ্কার হওয়ায় শিল্প বিপ্লব সহজ হয়। যেমন–১৭৩৩ খ্রিস্টাব্দে জন কে আবিষ্কার করেন ‘উড়ন্ত মাকু’। ১৭৬৪ খ্রিস্টাব্দে হারগ্রীভস আবিষ্কার করেন ‘স্পিনিং জেনি' নামক এক সূতা বুনবার যন্ত্র, ১৭৬১ খ্রিস্টাব্দে আর্করাইট আবিষ্কার করেন এক ধরনের জলশক্তি চালিত ‘বয়নযন্ত্র'। স্পিনিং জেনি ও ওয়াটার ফ্রেম এই দুটি যন্ত্রের মেলা বন্ধন ঘটিয়ে স্যামুয়েল ১৭৭৪ খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ‘মিউল' নামে এক যন্ত্র। এই যন্ত্রে এক সঙ্গে সূতা তৈরি ও কাপড় বোনা সম্ভবপর হয়। এই সকল বিভিন্ন যন্ত্রের আবিষ্কার শিল্পবিপ্লব ঘটাতে সাহায্য করে।
(৪) পরিবহন ব্যবস্থা : শিল্পের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। তাই শিল্প বিপ্লবও এই নিয়মের ব্যতিক্রম নয়। বিশ্বের প্রথম আধুনিক রেলপথ ডারহ্যান থেকে স্টকটন বন্দর পর্যন্ত স্থাপিত হয়। রেল পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে শিল্প বিপ্লব সম্পূর্ণতা পায়।
(৫) সুলভ দক্ষ শ্রমিক : বিভিন্ন শিল্প কারখানায় নিয়োজিত শিল্প শ্রমিকরা ছিল। অত্যন্ত দক্ষ। কাজের আশায় বহু শ্রমিক শিল্প কারখানায় যোগদান করায় শ্রমিক যোগানের সমস্যা দেখা যায়নি। নির্দিষ্ট মজুরির বিনিময়ে অজস্র শ্রমিক এই সকল শিল্পকারখানাগুলিতে কাজ করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে খুবই উন্নত মানের শিল্পপণ্য উৎপাদন করে শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করে।
(৬) কৃষির উন্নতি : অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষকরা কৃষি থেকে ভালো আয় করায় শিল্পদ্রব্য কেনার ক্ষমতা অর্জন করে। ফলস্বরূপ সমাজের একটি বিরাট অংশ কৃষক শ্রেণির সাহায্যে এক শিল্পকেন্দ্রিক বাজার গড়ে তোলা সহজ হয়। ফলে কৃষির ওপর ভিত্তি করে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট রচিত হয়।
(৭) উন্মুক্ত ও বিশাল বাজার : অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে উন্নত মানের পণ্য সামগ্রীগুলিকে বিক্রয় করার জন্য আন্তর্জাতিক বাজারের প্রয়োজন ছিল। আবার ইংল্যান্ড, ইউরোপ, আফ্রিকা ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করায় ইংল্যান্ডের এই বাজার তৈরি ছিল। ফলে এই বাজারে ইংল্যান্ডের শিল্পজাত পণ্য বিক্রয় বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ডে শিল্পবিপ্লব সম্ভব হয়।
● ইংল্যান্ডের শিল্পবিপ্লবের ফলাফল : ইংল্যান্ডে শিল্পবিপ্লবের ফলাফল নিম্নরূপ—
→(ক) শিল্প সমাজের উদ্ভব : শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে প্রযুক্তি কৌশল নির্ভর যান্ত্রিক উৎপাদন ও যন্ত্র সভ্যতার সূচনা হয়েছিল। এইভাবে ইংল্যান্ডে শিল্প সমাজের প্রতিষ্ঠা হয়।
(খ) নতুন শ্রেণি বিন্যাস : শিল্পবিপ্লবের ফলে ইংল্যান্ডে নতুন দুই শ্রেণির উদ্ভব ঘটে। যথা—ফ্যাক্টরি মালিক বা পুঁজিপতি ও শ্রমিক শ্রেণি।
→(গ) অর্থনৈতিক উন্নতি : শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের জাতীয় অর্থনীতির উন্নতি ঘটে এবং ইংল্যান্ডের উপনিবেশের প্রসার ঘটে ও ইংল্যান্ড ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে।
(ঘ) শহরের উদ্ভব : ইংল্যান্ডে ফ্যাক্টরি এলাকা ও বন্দর এলাকাকে কেন্দ্র করে নতুন নতুন শহরের বিকাশ ঘটে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বার্মিংহাম, ব্রিস্টল, ম্যাঞ্চেস্টার প্রভৃতি।
মূল্যায়ন : উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সরকারী তরফে পুঁজির লগ্নিকে উৎসাহ দান, সরকারি ঋণের উপর সুদের হার কমানো, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ এবং আমদানিকৃত পণ্যের উপর উচ্চহারে শুল্ক বসানোর দ্বারা সরকারি পৃষ্ঠপোষকতায় ইংল্যান্ডে শিল্পবিপ্লব সম্ভব হয়।
=====================
>>>>>>>>>>>>>>>>>>>>>>
TAG: 6th semester,BA 6th Semester,BA general,History,BA History Suggestions,DSE-B2,
তথ্যসংগ্রহ ঃ ?BA-6th-Semester-general-History-Suggestions-DSE-B-2


আরো দেখো 👉
➤ -নবজাগরণ কাকে বলে। সর্বপ্রথম ইতালিতে কেন নবজাগরণের সূচনা হয়। উত্তর দেখো ➤ রেনেসাঁ বা নবজাগরণ বলতে কী বোঝ। শিল্পে নবজাগরণের প্রভাব আলোচনা করো। উত্তর দেখো ➤ ইউরোপে নবজাগরণের প্রভাব বা ফলাফল আলোচনা করো। উত্তর দেখো ➤ ধর্মসংস্কার আন্দোলনের প্রভাব বা ফলাফল আলোচনা করো। উত্তর দেখো ➤ মার্টিন লুথারের নেতৃত্বে ধর্মসংস্কার আন্দোলনের পরিচয় দাও। উত্তর দেখো ➤ সামন্তপ্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তর দেখো ➤ ইউরোপে সামন্তপ্রথার পতন বা অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো।
➤ ষোড়শ শতকের আটলান্টিক দাস বাণিজ্য সংক্ষেপে আলোচনা করো।
অথবা. ট্রান্স আটলান্টিক স্নেন্ড ট্রেড সম্পর্কে লেখো। বা, ইউরোপীয় অর্থনীতিতে আফ্রিকান দাস ব্যবস্থা কতখানি প্রভাব ফেলেছিল।
➤ ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে যা জানো আলোচনা করো। উত্তর দেখো ➤ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক বিবর্তন সংক্ষেপে আলোচনা করো।উত্তর দেখো ➤ মার্কেন্টাইল অর্থনীতি বলতে কী বোঝ। মার্কেন্টাইলের উদ্ভব, বৈশিষ্ট্য ও বিকাশ আলোচনা করো। উত্তর দেখো ➤ ষোড়শ শতকে ইউরোপে কৃষিক্ষেত্রে কি পরিবর্তন দেখা দিয়েছিল?
অথবা,
ষোড়শ শতকের ইউরোপের কৃষিবিপ্লব সম্পর্কে আলোচনা করো।
➤ নতুন বিশ্বে স্পেনের উপনিবেশ বিস্তার সংক্ষেপে আলোচনা করো।
অথবা, ষোড়শ শতকে স্পেনের উপনিবেশ সম্পর্কে যা জানো লেখো। উত্তর দেখো
➤ এশিয়া মহাদেশের ইউরোপের ঔপনিবেশিক শাসনের প্রসার সংক্ষেপে আলোচনা করো।
অথবা, ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এশিয়া মহাদেশের ইউরোপীয় ঔপনিবেশিক শাসন সংক্ষেপে আলোচনা করো। উত্তর দেখো
➤ আফ্রিকায় উপনিবেশ প্রতিষ্ঠার বিবরণ দাও। এর ফলাফল সম্পর্কে লেখো। উত্তর দেখো অথবা, ঊনবিংশ শতাব্দীর উপনিবেশবাদের ক্ষেত্র হিসেবে আফ্রিকার পরিচয় দাও। উত্তর দেখো অথবা, আফ্রিকায় উপনিবেশবাদের ধারা আলোচনা করো। উত্তর দেখো ➤ ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে যা জানো আলোচনা করো। উত্তর দেখো
সম্পূর্ন সাজেশনের জন্য নীচের লিংকে click করো
প্রশ্নপত্রের Page যাওয়ার জন্য
👇👇👇👇👇👇
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে
**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা Typing mistake এর জন্য । আমাদের comment করে জানান আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (VI) History General Paper DSE-B2 , BA 6th Semester ( History General ) Suggestions . BA History suggestion , CBCS History Suggestions
No comments