Header Ads

Header ADS

ব্যবহারিক বাংলা ( SEC-B ) পর্ব-১২ - অতিসংক্ষিপ্ত প্রশ্ন - মান-১ - .|| Suggestion for6th Semester of Calcutta University under CBCS System

ব্যবহারিক বাংলা ( SEC-B ) Suggestion for6th  Semester of Calcutta University under CBCS System  

ব্যবহারিক বাংলা ( SEC-B ) পর্ব-১২  - - অতিসংক্ষিপ্ত প্রশ্ন - মান-১ -    .||  Suggestion for6th  Semester of Calcutta University under CBCS System 

 ব্যবহারিক বাংলা ( SEC-B )  Suggestions( BA General )  with Answer 

ব্যবহারিক বাংলা ( SEC-B ) পর্ব-১২  - - অতিসংক্ষিপ্ত প্রশ্ন - মান-১ -    .||  Suggestion for6th  Semester of Calcutta University under CBCS System






কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক  বাংলা  সাজেশন ( উত্তরসহ ) 

BA ( General  6th Semester ) 

আরো দেখো 

Education  Suggestions Sem-5 ( with Answer)

 Compulsory Bengali ( আবশ্যিক বাংলা )   Suggestions Semester-6( VI) ( with Answer)

 Compulsory Bengali ( আবশ্যিক বাংলা )   Suggestions Semester-4(IV)  ( with Answer)


6th   Semester ব্যবহারিক বাংলা ( SEC-B )  Suggestions  Calcutta Universit





১. বাংলা ভাষা কোথা থেকে সৃষ্টি হয়েছে? 
উ: বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে সৃষ্টি হয়েছে।

২. ‘অপিনিহিতি' শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?
 উ: ‘অপিনিহিতি' শব্দটি প্রথম ব্যবহার করেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

9. ‘অর্ধচন্দ্র' শব্দটির কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় ?
 উ: ‘অর্ধচন্দ্রে'র মতোন হাতের আকৃতি করে গলাধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়াকে 'অর্ধচন্দ্ৰ' বলে। এখানে শব্দের এই আলঙ্কারিক প্রয়োগ অর্থ সংক্রম ঘটিয়েছে।

৪. একটি অর্ধতৎসম শব্দের উদাহরণ দাও।
উ: ‘কেষ্ট' একটি অর্ধতৎসম শব্দ।

৫. ‘আক্কেল' শব্দটি কোন্ শব্দ থেকে সৃষ্টি হয়েছে ?
উ: ‘আক্কেল' শব্দটি কৃতঋণ শব্দ। আরবী 'অক-ল' থেকে বাংলা ‘আক্কেল' শব্দটি সৃষ্টি হয়েছে।

৬. একটি জোড়কলম শব্দের উদাহরণ দাও।
উ: সুকুমার রায়ের সৃষ্টি ‘হাঁসজারু' হল একটি জোড়কলম শব্দ।

 ৭. ‘আঁটি' শব্দটি কোন্ শব্দ থেকে সৃষ্টি হয়েছে ?
উ: ‘আঁটি' শব্দটি সংস্কৃত ‘অস্থি' শব্দ থেকে সৃষ্টি হয়েছে।. সং অস্থি > অটঠি > আঠি > আঁটি।

৮. একটি দেশী শব্দের নাম লেখো।
উ: একটি দেশী শব্দ হল 'উচ্ছে'।

৯. ‘ধোঁয়াশা' শব্দটি কে সৃষ্টি করেছেন?
উ: ‘ধোঁয়াশা' একটি জোড়কলম শব্দ। এই শব্দটি রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন।

১০. ‘গাজন' শব্দটি কোন্ শব্দ থেকে সৃষ্টি হয়েছে ?
উ: ‘গাজন' শব্দটি সংস্কৃত ‘গর্জন' শব্দ থেকে সৃষ্টি হয়েছে। 

১১. যৌগিক স্বরধ্বনি দিয়ে সৃষ্টি হয়েছে এমন একটি শব্দের নাম লেখো। 
উ: যৌগিক স্বরধ্বনি দিয়ে সৃষ্টি হয়েছে এমন একটি শব্দ হল 'মৌমাছি'।


১২. O.D.B.L, গ্রন্থটির পুরো নাম কী ?
উ: O.D.B.L. গ্রন্থটির পুরো নাম হল 'Origin and Development of Bengali Language |

১৩. একটি সংস্কৃত স্বরধ্বনির নাম লেখো।
উ: একটি সংস্কৃত স্বরধ্বনি হল ‘ঋ’।

১৪. 'ঘুঁটে' শব্দটি কোন্ শব্দ থেকে সৃষ্টি হয়েছে ?
 উ: ‘ঘুঁটে' শব্দটি ‘ঘুন্টিক' শব্দ থেকে সৃষ্টি হয়েছে।

১৫. ফলবাচক দুটি পোতুগীজ শব্দের উদাহরণ দাও।
উ: ফলবাচক দুটি পোতুগীজ শব্দ হল 'পেঁপে' এবং 'আতা'। 

১৬. 'তৎ' কথার মানে কী?
উ: ‘তৎ’ কথার মানে হল 'সংস্কৃত'।

 ১৭. ‘ত্রয়ো' শব্দটি কোন্ শব্দ থেকে সৃষ্টি হয়েছে ?
উ: ‘ত্রয়ো' শব্দটি সংস্কৃত 'অবিধবা' শব্দ থেকে সৃষ্টি হয়েছে।

 ১৮. ধ্বনি কয় প্রকার ও কী কী ?
উ: ধ্বনি দুই প্রকার— স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

১৯. 'চামচা' শব্দটি কোন্ শব্দ থেকে সৃষ্টি হয়েছে ?
উ: 'চামচা' শব্দটি ফারসী ‘চম্চহ' শব্দ থেকে সৃষ্টি হয়েছে।

২০. দুটি মিশ্র শব্দের নাম লেখো।
 উ: দুটি মিশ্র শব্দ হল 'জলহাওয়া', 'খানাতল্লাশি'।

২১. ‘নেওটা' শব্দটি কোন্ শব্দ থেকে সৃষ্টি হয়েছে ?
উ: ‘নেওটা' শব্দটি সং ‘স্নেহবৃত্ত' শব্দ থেকে সৃষ্টি হয়েছে।

সং স্নেহবৃত্ত >স্নেহহট্ট. > ণেহঅট্ট > নেওটা।

২২. 'রিকসা' কোন্ দেশীয় শব্দ ?
উ: ‘রিকসা' জাপানী শব্দ।

২৩. একটি সমাক্ষর লোপের উদাহরণ দাও।
উ: একটি সমাক্ষর লোপের উদাহরণ হল ছোটক্কা ~ ছোটকা। ?

২৪. বাংলা লেখ্য যৌগিক স্বরধ্বনিগুলির নাম লেখো।
 উ: বাংলা লেখ্য যৌগিক স্বরধ্বনিগুলি হল— 'ঐ' এবং 'ঔ'।

২৫. বাংলা স্বরথুনির কেন্দ্রীয় স্বর কোনটি ?
উ: 'অ' হল বাংলা স্বরধ্বনির কেন্দ্রীয় স্বর। 

২৬. সংস্কৃত নৌলিক স্বরধ্বনির নাম লেখো।
উ: সংস্কৃত নৌলিক স্বরধ্বনিগুলি হল— অ, আ, ই, উ, এ, ও।

২৭. সংস্কৃতে কয়টি স্বরধ্বনি আছে ?
 উ: সংস্কৃতে তেরোটি স্বরধ্বনি আছে।


২৮. বিভাজ্য ধ্বনি কাকে বলে?
উ: যে ধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় সেই ধ্বনিগুলোকে বিভাজ্য ধ্বনি বলে। ডঃ সুকুমার সেন লিখেছেন—“যে ধ্বনির উচ্চারণে মুখপ্রযত্নের পরম্পরা থাকে, সুতরাং যাহা বিশ্লিষ্ট করা যায় তাকে বলা হয়ে বিভাজ্য ধ্বনি (Suprasegmental Phoneme) " যেমন— মধু খায় (ম্ + অ + ধ + উ) + ( + আ + য়)।

২৯. অবিভাজ্য ধ্বনি কাকে বলে?
উ: যে ধ্বনিগুলোকে সুস্পষ্ট এককে ভাগ করা যায় না সেই সব ধ্বনিগুলোকে অবিভাজ্য ধ্বনি বলে। ডঃ রামেশ্বর শ' লিখেছেন, “আমাদের বাকপ্রবাহে এমন ধ্বনিও শোনা যায় যাকে সুস্পষ্ট ছোটো ছোটো পৃথক পৃথক একক (Units) রূপে ভাগ করা যায় না। এগুলিকে অবিভাজ্য ধ্বনি (বা অবিভাজিত বা বিভাজনাতিরিক্ত বা অখন্ডাত্মক ধ্বনি) বলে।" যেমন—

(ক) হরি খায়?—এখানে সুর নীচু থেকে উপরে উঠেছে।

(খ) হরি খায়। এখানে সুর উপর থেকে নিচে নেমেচে। সুরের গতিপথ দুটি বাক্যের অর্থ পরিবর্তন করেছে। এই সুরকে আমরা ছোটো ছোটো এককে ভাগ করতে পারি না। এই ভাগ না করতে পারার জন্য, একে অবিভাজ্য ধ্বনি বলে।

৩০. সম্মুখ স্বর কোনগুলো?
উ: 'ই', 'এ', 'অ্যা' হল সম্মুখ স্বর।





=======================================

আরো দেখোঃ

প্রশ্নঃ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ''ন' এবং 'ণ'-এর ব্যবহারক্ষেত্রে কী সুপারিশ করেছে? উত্তর দেখো

প্রশ্নঃ ' ঃ'প্রশ্নঃ অর্ধতৎসম এবং তদ্ভব শব্দের ব্যবহারের ক্ষেত্রে 'কী' ও 'কি' এর প্রভেদ কি ? উত্তর দেখো

=======================================

৩১. পশ্চাৎ স্বর কোনগুলো?
উ: 'উ', 'অ', 'ও' হল পশ্চাৎ স্বর।

৩২. 'রাগ' শব্দটির কী ধরনের অর্থ পরিবর্তন হয়েছে ?
উ: 'রাগ' শব্দে অর্থের অবনতি ঘটেছে। 'রাগ' [রণজ + অ (ঞ)] শব্দের অর্থ ছিল যা আকর্ষণ (রঞ্জিত) করে। এখন শব্দটির অর্থ পরিবর্তিত হয়ে হয়েছে 'ক্রোধ'। 

৩৩. কথা বলার জন্য ব্যবহৃত হয় মানবদেহের এমন চারটি অঙ্গের নাম লেখো।
উ: কথা বলার জন্য ব্যহত হয় মানবদেহের চারটি অঙ্গ হল জিহ্বা, স্বরতন্ত্রী, কণ্ঠ, ওষ্ঠ।

৩৪. 'স্তম্ভিত' শব্দটির কি ধরনের অর্থ পরিবর্তিত হয়েছে ? 
উ: ‘স্তম্ভিত' শব্দটির (স্তম্ভ + নিচ+ত্ত) মূল অর্থ হল ‘স্তম্ভত্বপ্রাপ্ত'। কিন্তু বর্তমানে শব্দটির অর্থ দাঁড়িয়েছে 'বিস্মিত'। 

৩৫. ধ্বনি পরিবর্তনের ধারাগুলোর নাম লেখো।
উ: ধ্বনি পরিবর্তনের ধারাগুলো হল—ধ্বনিলোপ, ধ্বনিআগম, ধ্বনির রূপান্তর,স্থানান্তর।

৩৬. 'পাষণ্ড' শব্দটির কি ধরনের অর্থ পরিবর্তন হয়েছে ?
 উ: পাষন্ড' শব্দটির অর্থসংক্রম হয়েছে। ‘পাষন্ড' শব্দের অর্থ ছিল 'ধর্মসম্প্রদায়', এখন অর্থ দাঁড়িয়েছে ‘নিষ্করুণ। পাষন্ড—ধর্মসম্প্রদায় > বিরুদ্ধ ধর্ম সম্প্রদায় > বিরুদ্ধ ধর্ম সম্প্রদায়ভুক্ত মানুষ নিষ্করুণ।

৩৭. 'সাহস' শব্দটির কী ধরনের অর্থ পরিবর্তন হয়েছে ?
উ: 'সাহস' শব্দটির অর্থোৎকর্ষ ঘটেছে। 'সাহস' শব্দটির মূল অর্থ ছিল (সহস+ অ (অণ)] সহসা কিছু করা অর্থাৎ হটকারিতা করা হয়।কিন্তু বর্তমানে শব্দটিকে ভয়হীন বা অকুতোভয় অর্থে ব্যবহার 

৩৮. শব্দার্থ পরিবর্তনের ধারাগুলোর নাম লেখো।

উঃ শব্দার্থ পরিবর্তনের ধারাগুলো হল—–—
(ক) অর্থ বিস্তার
 (খ) অর্থ সংক্রম 
(গ) অর্থ সংকোচ
 (ঘ) অর্থের অপকর্ষ 
(ঙ) অর্থের উৎকর্ষ।

৩৯. দ্বিস্বরধ্বনি কাকে বলে?
উ: ভিন্ন দুটি স্বরধ্বনির সাহায্যে গঠিত স্বরধ্বনিকে দ্বিস্বরধ্বনি বলে।

৪০. অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায় ক'টি যৌগিক স্বরধ্বনির সন্ধান দিয়েছেন? উ: অধ্যাপক সুনীতকুমার চট্টোপাধ্যায় পঁচিশটি (২৫টি) যৌগিক স্বরধ্বনির সন্ধান দিয়েছেন।



=======================================
আরো দেখোঃ

প্রশ্নঃ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি বিদেশি শব্দের বানান বিধির ক্ষেত্রে কী কী সুপারিশ করেছে? উত্তর দেখো
প্রশ্নঃ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত বাংলা বানান বিধি গুলির সংক্ষিপ্ত আলোচনা করো ? উত্তর দেখো

=======================================


৪১. দুটি উষ্মধ্বনির নাম লেখো।
উঃ 'শ' ও 'স' হল দুটি উষ্মধ্বনি।

৪২. তিনটি শিস্ ধ্বনির নাম লেখো।
উঃ তিনটি শিধ্বনির নাম হল—'শ', 'ষ', 'স'।

৪৩. দুটি অনূদিত শব্দের নাম লেখো। 
উঃ দুটি অনুদিত শব্দ হল—'অনুদান', 'হাতখড়ি।

৪৪. একটি নিভাষা শব্দের উদাহরণ দাও।
উ: কালীঠাকুর অর্থে ব্যবহৃত 'ভূষাঠাকুর' হল নিভাষা শব্দ।

৪৫. তিনটে ফাটলাকার উষ্মধ্বনি বা ফালিবৎ উষ্মধ্বনির উদাহরণ দাও।
উ: 'হ', 'ফ', 'ভ' হল তিনটি ফাটলাকার উষ্মধ্বনি বা ফালিবৎ উষ্মধ্বনি।

৪৬. রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন এমন দুটি অনূদিত ঋণ শব্দের নাম লেখো। 
উ: রবীন্দ্রনাথ ব্যবহৃত দুটি অনুদিত ঋণ শব্দ হল—‘insular' অর্থে 'দ্বৈপায়ন এবং 'return ricket' অর্থে 'ফিরতি টিকিট'। 

৪৭. 'আঁটি' শব্দটি কোন্ শব্দ থেকে সৃষ্ট ?
উ: ‘আঁটি' শব্দটি সংস্কৃত 'অস্থি' শব্দ থেকে সৃষ্টি হয়েছে। স, অস্থি> অটঠি > অঠি > আঁটি।

৪৮. একটি মৌলিক শব্দের নাম লেখো।
 উ: 'গাছ' হল একটি মৌলিক শব্দ।

৪৯. 'রোদসী' শব্দের মূল ধাতুর অর্থ কী ছিল ?
উ: ‘রোদসী শব্দের মূল ধাতুর অর্থ ছিল 'রোদন করা'।

৫০. 'নাদ' শব্দের অর্থ লেখো। 
উঃ 'নাদ' শব্দের অর্থ ধ্বনি, গর্জন।

৫১. কৃতঋণ শব্দ কাকে বলে?
উ: এক ভাষার শব্দ অন্য ভাষায় গৃহীত হলে, তাকে কৃতঋণ শব্দ বলে।


ভালোভাবে দেখার জন্য মোবাইলটি Landscape অবস্থায় রাখুন




আরো দেখো 👉 

 ➤প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝ? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো

বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। আদিমধ্য ও অন্ত্যমধ্য উত্তর দেখো

বাংলা শব্দার্থতত্ত্বের নিয়মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো?

ধ্বনি পরিবর্তনের নিয়মগুলি বর্ণনা কর। উত্তর দেখো

🔵গীতিকবিতা বলতে কি বোঝ? গীতিকবিতার লক্ষণ নির্দেশ করে একজন বাঙালি গীতিকবির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো

🔵 মহাকাব্যের স্বরূপ বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করে ঊনবিংশ শতাব্দীতে রচিত একটি সাহিত্যিক মহাকাব্যের সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর দেখো

🔵ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটক আলোচনা করো। উত্তর দেখো


🔵পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।  উত্তর দেখো

🔵সামাজিক নাটক বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো উত্তর দেখো


🔵রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে? একটি রোমান্সধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা করউত্তর দেখো


সম্পূর্ন সাজেশনের জন্য নীচের লিংকে click করো 

প্রশ্নপত্রের Page  যাওয়ার জন্য 

👇👇👇👇👇👇

 
বাকি প্রশ্নের উত্তর শীঘ্রই Publish করা হবে 

**** যদি কোন ভুল থেকে থাকে তবে তা   Typing mistake এর জন্য ।   আমাদের  comment   করে জানান  আমরা তা সংশোধন করে দেবার চেষ্টা করবো ****

বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক  বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET  প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় । 

তাই এই সবের কথা মাথায় রেখে আমরা  বাংলার শিক্ষা  e-Portal  এর সাহায্যে   সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে  Online Exam   Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো । 

এখানে মাধ্যমিকের মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ  , উচ্চ-মাধ্যমিক এর   ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর  ) বাংলা  , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত ,  ইতিহাস ,  , স্নাতক ( জেনারেল )  কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education ,  প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online  পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে । 

Calcutta University  Under CBCS ( system ) , Semester (II) Education General  , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,  

No comments

Featured Post

Semester 2 History Suggestions - Questions Set-1 -স্নাতক ইতিহাস || History General Semester 2 - || History Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System

   History  Suggestion for 2nd Semester of Calcutta University under CBCS System  History   Suggestions( BA General )  with Answer  Semester...

Powered by Blogger.