ব্যবহারিক বাংলা ( SEC-B ) পর্ব-৭ - প্রশ্নঃ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি বিদেশি শব্দের বানান বিধির ক্ষেত্রে কী কী সুপারিশ করেছে?.|| Suggestion for6th Semester of Calcutta University under CBCS System
ব্যবহারিক বাংলা ( SEC-B ) Suggestion for6th Semester of Calcutta University under CBCS System
ব্যবহারিক বাংলা ( SEC-B ) পর্ব-৭ - প্রশ্নঃ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি বিদেশি শব্দের বানান বিধির ক্ষেত্রে কী কী সুপারিশ করেছে?.|| Suggestion for6th Semester of Calcutta University under CBCS System
ব্যবহারিক বাংলা ( SEC-B ) Suggestions( BA General ) with Answer
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক বাংলা সাজেশন ( উত্তরসহ )
BA ( General 6th Semester )
আরো দেখো
Education Suggestions Sem-5 ( with Answer)
Compulsory Bengali ( আবশ্যিক বাংলা ) Suggestions Semester-6( VI) ( with Answer)
Compulsory Bengali ( আবশ্যিক বাংলা ) Suggestions Semester-4(IV) ( with Answer)
6th Semester ব্যবহারিক বাংলা ( SEC-B ) Suggestions Calcutta University
প্রশ্নঃ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি বিদেশি শব্দের বানান বিধির ক্ষেত্রে কী কী সুপারিশ করেছে?
উত্তরঃ
২. বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধণ্য 'ণ'-এর বদলে দন্ত্য 'ন' ব্যবহৃত হয়। যেমন—ইরান, কনসার্ন, কর্নওয়ালিশ, কার্বন, কুর্নিশ, টার্মিনাল, ট্রেন, বায়রবন, মেলবোর্ন ইত্যাদি।
৩. Sb বর্ণগুচ্ছের ইংরাজি শব্দের স্ট ব্যবহৃত হবে। যেমন—পোসা, খ্রিস্ট, মাস্টার, মেথর ইত্যাদি।
৪. Ib বর্ণগুচ্ছ ইংরেজি শব্দ 'লব' লিখতে হবে। যেমন— বাল্ ব (বাল্ব নয়)।
আরো দেখোঃ
প্রশ্নঃ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ''ন' এবং 'ণ'-এর ব্যবহারক্ষেত্রে কী সুপারিশ করেছে? করেছে? উত্তর দেখো
প্রশ্নঃ ' ঃ'প্রশ্নঃ অর্ধতৎসম এবং তদ্ভব শব্দের ব্যবহারের ক্ষেত্রে 'কী' ও 'কি' এর প্রভেদ কি ? উত্তর দেখো
প্রশ্নঃ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত বাংলা বানান বিধি গুলির সংক্ষিপ্ত আলোচনা করো
উত্তর ঃ
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত বাংলা বানান বিধি
১. সংস্কৃত শব্দে ঈ-কার বা উ-কার থাকলে, তৎসম শব্দের ঈ-কার বা উ-কার কিম্বা ই-কার বা উ-কার ব্যবহৃত হতে পারে। যেমন—কুমীর, কুমির, বাড়ী, বাড়ি, শীষ, শিষ ইত্যাদি। কিন্তু কিছু শব্দ কেবল ই-কার বা উ-কার হবে। যেমন—পানি, জুয়া, চুল ইত্যাদি। অনুরূপভাবে কিছু শব্দ কেবল ঈ-কার বা ঊ-কার ব্যবহৃত হবে। যেমন— হীরা, নীলা ইত্যাদি।
২. তৎসম শব্দের ক্ষেত্রে রেপের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব প্রয়োগ করা চলবে না। যেমন— কদম, কর্তব্য, কার্তিক, কর্ম ইত্যাদি।
৩. শব্দের শেষে হস চিহ্ন দেওয়া চলবে না। যেমন—কংগ্রেস, ট্রাম, তছনছ, চেক ইত্যাদি। হসন্তের উচ্চারণ অভিন্ন হলে যুক্ত ব্যঞ্জন এবং হ-এরপর হস্ চিহ্ন দিতে হবে। যেমন—তখত, শাহ ইত্যাদি।
প্রয়োজনে মধ্যবর্ণেও হস্ চিহ্ন ব্যবহৃত হতে পারে। যেমন—সকা।
৪. ক, খ, গ, ঘ পরে থাকলে পদের মধ্যের 'ম'-এর জায়গায় অনুস্বার (ং) অথবা 'ভ' ব্যবহৃত হবে। যেমন—ভয়ংকর, সংসার, সংগম, ভয়ঙ্কর, সঙ্গম ইত্যাদি।
৫. স্ত্রীলিঙ্গে ভাষা, জাতি প্রভৃতি ক্ষেত্রে শেষ ঈ-কার হবে। যেমন—বাঘিনী, কেরানী, ইংরেজী, রেশমী ইত্যাদি। তবে কিছু কিছু শব্দের ক্ষেত্রে ‘ই-কার ব্যবহার করতে হবে। যেমন—দিদি, পিসি, বিবি, চলতি ইত্যাদি।
বস্তু, গুণ ও ভাবের ক্ষেত্রে ই-হবে। যেমন—সুঞ্জি, চুরি, তাড়াতাড়ি, সোজাসুজি ইত্যাদি।
৬. 'ণ' ও 'ন' এর ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় অতৎসম শব্দে ‘ন' হবে। যেমন—সোনা, করান, বামুন, কাপ ইত্যাদি। যুক্তাক্ষরে 'ণ' এর ব্যবহার হয়। যেমন—লুণ্ঠন, ঠাণ্ডা ইত্যাদি।
৭. ঊর্ধ্বকমা এবং অন্য চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। তবে অর্থ বোঝার ক্ষেত্রে অসুবিধা হলে ঊর্ধ্ব কমা দেওয়া হবে। যেমন—প'ড়ো।
↩ Semester 6
আরো দেখো 👉
➤প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝ? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো
➤বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। আদিমধ্য ও অন্ত্যমধ্য
➤বাংলা শব্দার্থতত্ত্বের নিয়মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো?
➤ধ্বনি পরিবর্তনের নিয়মগুলি বর্ণনা কর।
🔵➤গীতিকবিতা বলতে কি বোঝ? গীতিকবিতার লক্ষণ নির্দেশ করে একজন বাঙালি গীতিকবির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো
🔵➤ মহাকাব্যের স্বরূপ বিশ্লেষণ ও শ্রেণিবিভাগ করে ঊনবিংশ শতাব্দীতে রচিত একটি সাহিত্যিক মহাকাব্যের সংক্ষিপ্ত আলোচনা করো।
🔵➤ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডির উৎস ও বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটক আলোচনা করো।
🔵➤পৌরাণিক নাটক বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটক আলোচনা করো।
🔵➤সামাজিক নাটক বলতে কি বোঝ? এর বৈশিষ্ট্য উল্লেখ করো, একটি সার্থক বাংলা সামাজিক নাটক সম্পর্কে আলোচনা করো।
🔵➤রোমান্সধর্মী উপন্যাস কাকে বলে? একটি রোমান্সধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা কর।উত্তর দেখো
সম্পূর্ন সাজেশনের জন্য নীচের লিংকে click করো
প্রশ্নপত্রের Page যাওয়ার জন্য
👇👇👇👇👇👇
বর্তমান শিক্ষা ব্যবস্থায় পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয় । সেই প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক , উচ্চিমাধ্যমিক , স্নাতক , স্নাতকত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS , PSC , SSC , UPSC , WBP , Primary TET , SET , NET প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি অতি গুরুত্ব পূর্ন বিষয় ।
তাই এই সবের কথা মাথায় রেখে আমরা বাংলার শিক্ষা e-Portal এর সাহায্যে সমস্ত শিক্ষার্থী দের কাছে এই সমস্ত বিষয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সকল বিষয়ে Online Exam Practice এর ব্যবস্থা করার চেষ্টা করবো ।
এখানে মাধ্যমিকের , মাধ্যমিক বাংলা , মাধ্যমিক ইংরেজী , মাধ্যমিক গণিত , মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ , মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ , মাধ্যমিক ভূগোল ও পরিবেশ , উচ্চ-মাধ্যমিক এর ( একাদশ ও দ্বাদশ শ্রেনীর ) বাংলা , ইংরেজী , ভূগোল , শিক্ষা-বিজ্ঞান , দর্শন , রাষ্ট্র বিজ্ঞান , পরিবেশ পরিচয় , পুষ্টি বিজ্ঞান , সংস্কৃত , ইতিহাস , , স্নাতক ( জেনারেল ) কম্পালসারি বাংলা , কম্পালসারি ইংরেজী , কম্পালসারি পরিবেশ , বাংলা ( সাধারন ) , শিক্ষা বিজ্ঞান , দর্শন , ইতিহাস , ভূগোল , সমাজবিদ্যা , Physical Education , প্রভৃতির সমস্ত বিষয়ের প্রয়োজনীয় প্রশ্ন , সালের প্রশ্ন ও তার যথাযথ উত্তরসহ , এবং Online পরীক্ষা অভ্যাসের সুযোগ থাকবে ।
Calcutta University Under CBCS ( system ) , Semester (II) Education General , BA 2nd Semester ( Education General ) Suggestions . HS Education suggestion , উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান ,
No comments